হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও সময়টা কষ্টে কাটছে।তবু ও আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ও বলতে না পারা কথাঃ
বন্ধুরা,আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আমার আজকের লেখা বিষয়টি একটি জেনারেল রাইটিং।আজ কিছু কথা শেয়ার করে মনের অনুভূতি গুলো জানাতে এলাম।আপনারা অনেকেই জানেন গতকাল আমার বাংলা ব্লগ কমিউনিটির শীতকালীন পিঠার রেসিপির ফলাফল ঘোষণা করা হয়েছিল।আর ফলাফল ঘোষণা করেছিলেন আমাদের সকলের প্রিয় @shuvo35 ভাইয়া।যেহেতু ঐতিহ্যবাহী পিঠার রেসিপির কথা বলা হয়েছিল,তাই ভাবনাতে এসেছিল কোন একটা পজিশনে আমি থাকবো।আর যখন শুভ ভাইয়া আমার নামটি ঘোষণা করেছিলেন তখন মনে অনেক বেশী আনন্দ আমি অনুভব করেছিলাম।
কিন্তু কোন কথা ই আমি তখন বলতে পারছিলাম না।কারন ভাইয়া পরক্ষনেই বলেছিলেন আমি প্রায় অনেকদিন কমিউনিটিতে কেন অ্যাক্টিভ ছিলাম না? এ কথা শুনে বিজয়ী হয়ে আমি যে আনন্দিত হয়েছিলাম সেই অনুভূতির সব কথা আমার চাপা পড়ে গেলো।তখন দুচোখ আমার জলে টলটল করছিল।না বলা কথাগুলো গলার কাছে এসে আটকে পরেছিল।কোন অনুভূতি ই আমি আর শেয়ার করতে পারিনি।
যেদিন থেকে এই কমিউনিটিতে কাজ করতে শুরু করেছি সেদিন থেকে কখন ও পোস্ট করা বাদ দেইনি।বরং সপ্তাহে ৯/১০ টি পোস্ট ও করেছি আমি ভালোবাসার জায়গা থেকে।কখনও ভাবিনি স্টিমের দাম কম তো কাজ কম।এই ভাবনা কখনও আসেনি আমার।কিন্তু বাবাকে হারিয়ে আমি খুব দিশেহারা হয়ে পরেছিলাম।তাই বেশ কিছুদিন কাজে কিংবা পরিবারে সময় দিতে পারিনি।এখন ও বাবার কথা এলে দুচোখ আমার পানিতে ভরে উঠে।বাবার শেষ কয়টা দিন আমি পাশেই ছিলাম।তাই কষ্টটা একটু যেনো বেশী ই আমার।আর এজন্য ই বিজয়ী হওয়ার যে অনুভূতি তা আর প্রকাশ করা আমার হয়ে উঠেনি।
প্রথম থেকে এই পর্যন্ত কাজকে ভালোবেসে কাজ করে যাচ্ছি।কখনো ভাবিনি স্টিমের দাম পরে গেছে কোন একটা অজুহাতে কাজ ছেড়ে দেই।আবার দাম বাড়লে পরে সুখের পায়রা হয়ে এসে কাজে যোগ দেয়া যাবে।এমন মানসিকতা কখনও তৈরি হয়নি মনে।কাজকে ভালোবাসলে কাজ ও একদিন ভালোবাসবে এটা বিশ্বাস করি।কাজ করে যাচ্ছি।কাজ করে যাব।কখনো থেমে যাব না।পরিবারের নানা কাজের মধ্যে এই কাজটিও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ।আর তাই দিনশেষে পরিবার আর আমার প্রিয় কমিউনিটির কাজ আমি প্রতিনিয়ত খুব ভালো ভাবেই শেষ করি।
এই কমিউনিটিতে টিকে থাকতে হয়েছে খুব কষ্ট করেই।নিজেই নিজের জায়গা তৈরি করে নিয়েছি।অনেক অজানা কিছু জেনেছি অনেক ভাইয়া,আপুদের সাহায্য নিয়ে।আমি বিশ্বাস করি সফলতার জন্য দরকার চেষ্টা, চেষ্টা আর চেষ্টা।কতটুকু পেরেছি জানিনা।তবে আমার জন্য এটাই অনেক বড় প্রাপ্তি।কোন একটা কাজ ঠিক মতো না হলে বার বার চেষ্টা করে আমি সেটাকে করার চেষ্টা করি।এই কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার হয়ে সকল নিয়মনীতি মেনে চলে আপনাদের সবার দোয়ায় টিকে আছি।হয়তো যতদিন বেঁচে আছি আপনাদের সাথেই চলবো।এই অনুভূতি গুলো গতকাল মুখে না বলতে পারলেও আজ লিখে শেয়ার করলাম।মন থেকে দোয়া করি বড় দাদাকে।দাদার জন্য আজ আমি ঘরে বসেও নিজেকে জানতে পারার সুযোগ পেয়েছি বলে।
পরিশেষে শুভ ভাইয়া আমার বাবা যেনো জান্নাতবাসী হন এজন্য দোয়া করেছেন।শুভ ভাইয়াকে জানাই শুভেচ্ছা আর অভিনন্দন।আপনারা ও আমার বাবার জন্য দোয়া করবেন।মন থেকে সব সময় দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার বাবাকে জান্নাতবাসী করবেন।
আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, বাবা মা আমাদের এমন জায়গা তার কোন রিপ্লেসমেন্ট নেই৷ কয়েকদিন আগেই বড়দাদার বাবা মারা গেলেন৷ এখন আপনার। এখনও মাঝে মাঝে আমিও ভয় পাই৷ আগামীকাল আমার বাবা আমার কাছে আসবেন, আমি ভাবছি বাবা আর কতদিন আসতে পারবেন, একটা দিন আসবে যখন বাবা আসার আনন্দ থাকবে না৷ এই সব ভাবতে ভাবতে আমি খুবই গুটিয়ে যাই মাঝে মধ্যে৷ আপনার পাশে থাকতে পারছি না অনেক দূরে বাস তাই, কিন্তু ব্লগের সহযাত্রী হিসেবে প্রার্থনা করি আপনার ভালো হোক৷ বাবা চলে যাবার শোক সামলে উঠুন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু বাবা হারানোর যে কি কষ্ট সেটা আমার ভালো করেই জানা আছে।আমার বিয়ের আগেই আমার বাবা মারা গিয়েছে। আর পৃথিবীতে বাবার মতো মানুষ পাওয়া সত্যি অনেক কষ্টকর। দোয়াকরি আপু আপনার বাবা যেন জান্নাতবাসি হয়।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয়জন হারালে তখন সেই বুঝে কষ্টটা কেমন।স্বান্তনা দেয়ার মত ভাষা নেই আপু। তবুও বলবো দোয়া রইলো আংকেলের জন্য। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।আর আপনার অনুভূতি আজকে পোস্টের মাধ্যমে পড়তে পেরে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মতামত শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পড়ছিলাম আপনার অনুভূতি গুলো। কোথায় যেন ঠেকে গেলাম। মনে হলো আমারও বুকের ভেতরটা যেন কেমন করে উঠলো। যাই হোক আপনার চেষ্টা আপনাকে আরও অনেক দূর নিয়ে যাবে তেমনটাই আশা করি। ধন্যবাদ আপনার অনুভূতির জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit