আসসালামু আলাইকুম
হ্যালো,
আমার বাংলা ব্লগবাসী,কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগ এর আমি একজন নিয়মিত ইউজার প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভালো লাগা আমি অনুভব করি। প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
জৈষ্ঠ্য নিয়ে আম্মু এলো আমার বাসায়ঃ
হ্যালো,বন্ধুরা পড়ন্ত এই বিকেলে সবাই কেমন আছেন।কিভাবে সময়টাকে উপভোগ করছেন।আমি কিন্তু গরম, লোডশেডিং নিয়ে বেশ ভালোই আছি। আসলে ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি আর কি।যদিও বেশকিছু দিন ধরে কারেন্ট তেমন যায় না।এজন্য অনেক শুকরিয়া করি আল্লাহর দরবারে।সত্যি কথা বলতে প্রতিটা ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য আছে।এবার গরমটা একটু বেশী পরাতে সবাই খুব নাজেহাল অবস্থায় আছে।তবে এই গ্রীষ্মকালে এতো এতো ফলের সমাহার সত্যি ই খুব আনন্দময় হতো যদি গরমটা কিছুটা সহনীয় হতো।যাক এবার আসল কথায় আসি।"জৈষ্ঠ্য নিয়ে আম্মু এলো আমার বাসায়"- এ কথার অর্থ হলো আম্মু জৈষ্ঠ্য মাসের ফল নিয়ে আমার বাসায় সেদিন হাজির হয়েছিল।সেই গল্পটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।
"মা" শব্দটি অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক। মায়ের তুলনা শুধু মা-ই।মায়ের মতো আর কেউ হয়না।এখন হচ্ছে মধু মাস।অর্থাৎ চারিদিকে নানা রকমের ফলের সমাহার। ফলের দিনে প্রায় প্রতিদিনই ফল আনা হচ্ছে বাসায়।ফল খাওয়া একদিন ও মিস হয়না, প্রতিদিনই খাওয়া হচ্ছে।কিন্তু মায়ের মনে সন্তানের জন্য একটা টান থেকেই যায়।সন্তান যতই খেয়ে থাকুক না কেন নিজের হাতে খাওয়াতে মায়ের একটা ভালো লাগা তা যেনো থেকেই যায়।
একই শহরে থেকে ও পরিবারের সাথে গেট টুগেদার অনেক দিন থেকেই হচ্ছে না।গত ঈদে তিন ভাই-বোন আব্বু-আম্মুর সাথে সময় কাটিয়েছিলাম।আর ছোট ভাইটি দেশের বাইরে থাকে তা হয়তো আপনারা অনেকেই জানেন,যারা আমার পোস্ট নিয়মিত পড়েন।এর মধ্যে আর যাওয়া হয়নি বাসায়।ছেলের ক্লাস,এক্সাম তাই সম্ভব হয়নি।তাই ভেবে রেখেছি সামার ভেকেশনের ছুটিতে আবার গেট টুগেদার হবে।কিন্তু মায়ের মন কি আর মানে, নিজের হাতে মেয়েকে খাওয়াতে এতো এতো ফল নিয়ে এলো আমার বাসায়।
আমি আমার ছেলে সব ধরনের ফল পছন্দ করি।তাই দেশীয় ফল কোনটাই বাদ যায় না।সবটাই খাওয়ার চেষ্টা করি। যখন যেটা বের হয় বাসায় আনা হয়।আমি নিজেও ফল কিনতে বেশ পছন্দ করি।আম্মু ছোট ভাইয়ের ছেলেকে নিয়ে এতো এতো ফল নিয়ে আমার বাসায় এসেছিল আম,লিচু,কাঁঠাল,জাম,আনারস,তালেরশাঁস।আর আমার ছেলের পছন্দ ড্রাগন ফল,সেটা ও আনতে কিন্তু আম্মু ভুলে যায়নি।ছেলের জন্য ফাস্ট ফুড,চকলেট ও এনেছিল।তার ফটোগ্রাফি আর দিলাম না।যাই হোক মা বলেই এতো কিছু আনা সম্ভব হয়েছে।
আপনারা যারা আমার এই পোস্টটি দেখছেন তারা হয়তো অনেক অনেক ফল দেখেতে পাচ্ছেন,আর আমি দেখছি আর অনুভব করছি আমার প্রতি আমার মায়ের ভালোবাসা।যা কিনা এই ফলের চাইতেও অনেক মিষ্টি।আমি আমার মাকে অনেক ভালোবাসি।আমার সমস্ত সত্ত্বা জুড়ে আছেন আমার মা।আমার আজকের এই অবস্থানে আসার পেছনে আমার একমাত্র অনুপ্রেরণা হচ্ছে আমার "মা"।
আম্মু সেদিন আমার পছন্দের তালের শাঁস আনতে ও ভুলে যায়নি,এজন্য ই তো মা।সেদিন দুপুরে খাওয়া-দাওয়া করে আম্মু চলে গিয়েছিল।থাকতে বলেছি অনেক থাকেনি। আব্বু আসেনি সাথে এজন্য থাকা হয়নি।আব্বু-আম্মু হচ্ছে মানিকজোড়, হিহিহি।যাক আমি হয়তো ঈদুল আজহায় আব্বু-আম্মুর সাথে আর ভাই-বোনদের সাথে গেট টুগেদার এ যাব তখন আবার বাসায় যাওয়ার নতুন কোন পোস্ট আপনারা দেখতে পাবেন।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে।সবাই আমার আব্বু-আম্মুর জন্য দোয়া করবেন।
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল পোস্ট |
---|---|
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আসলে মায়ের তুলনা হয়না। আমি মনে করি মায়ের থেকে আপন কেউ নেই। আপনার আম্মু তো দেখছি বেশ জৈষ্ঠ্য মাসের সব ধরনের ফল নিয়ে এসেছে। ফল গুলো দেখে বেশ টাটকা মনে হচ্ছে। আর সন্তান যাই খায় না কেন তারা নিজের হাতে না খাওয়ালে বা তাদের সামনে না খেলে তাদের তৃপ্তি হয় না । প্রতিটি ফলের পরিবেশন বেশ ভালো ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু গরমে মানুষের নাজাহেল অবস্থা। আর মার তুলনা শুধু মা। সন্তান যতই কিছুই খাই না কেনো মা তার নিজের হাতে না খাওয়াতে পারলে ভালো লাগে না। আর প্রতিটি সন্তানের উচিত মাকে ভালোবাসা। আর সময়ের অভাবে সত্যি মায়ের কাছে তেমন যাওয়া হয় না।বেঁচে থাকুক আপু প্রতিটি মা বাবা তার সন্তানকে নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ আবার গরম বেড়ে গেল তাই জীবন আবার অস্থির। যাই হোক অস্থিরতার মাঝে যখণ প্রিয় মানুষগুলো এরকম জৈষ্ঠ্যের ফল নিয়ে আসে তখন ভালো লাগে। আপনার আম্মু খুব মজাদার কিছু ফল নিয়ে আপনার বাসায় এসেছেন। সন্তান যতই ভালো থাকুক বাবা মা তাদের কর্তব্য পালন করেই যায়। আপনি প্রতিটি ফলের খুব সুন্দর পরিবেশন করেছেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ভাইয়া সুন্দর মন্তব্য পেয়ে।অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারেন্ট যাওয়া আসাটা কমে আসায় কিছুটা স্বস্তি এ গরমে। মায়েরা এমনই হয় নিজের বাসায় যতকিছু খাওয়া হোক না কেন ,মায়েরা তবুও নিজের হাতে মেয়ের পছন্দের খাবার খাওয়াতে চান। তাইতো খালাম্মা আপনার পছন্দের সব ফল নিয়ে আপনার বাসায় হাজির হয়েছেন, আপনাকে খাওয়াবেন বলে।মায়ের আনা ফল মজা করেই খেয়েছেন তা আপনার পোস্ট পরেই বোঝা যাচ্ছে।সুন্দর কিছু অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কয়েকদিন থেকে আবহাওয়া বেশ ঠান্ডা আছে। তাই তো কারেন্ট খুব একটা ডিস্টার্ব করছে না। যাইহোক আপু এই সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। আপনার আম্মু এই ফলগুলো নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। খুবই টাটকা মনে হচ্ছে। লোভনীয় সব ফল গুলো দেখে অনেক ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু জৈষ্ঠ মানি বাহারি রকম ফল এর মিষ্টি ময় সময়। এই সময় চারদিকে নানান ফলের নানান গন্ধ বাতাসে বয়ে বেড়ায়। আপনার আম্মু তো দেখছি জৈষ্ঠ মাসের সব ধরনের ফল আপনার জন্য নিয়ে গেছে। গরমের কথা আর কি বলবো আপু গরমে যেন পাগল হয়ে গেছে প্রায়। যেমন করছে সূর্যের তাপ তেমন কারেন্ট 😑 দম যায় যায় একটা অবস্থা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ঠিকই বলেছেন, বাস্তবতাকে মেনে আমাদের ভালো থাকার চেষ্টা করাই উচিত। তা না হলে জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। যাইহোক আপু, এই মধুমাসে আপনার আম্মু দেখি অনেক প্রকার ফল নিয়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। আর আপনার এই ফলগুলোর মধ্যে লিচু আমার খুবই প্রিয়ফল। তাই আপনার পোস্টে লিচুফল গুলো দেখে আমারও কিছুটা লোভ যাচ্ছে। আপু,"জৈষ্ঠ্য নিয়ে আম্মু এলো আমার বাসায়"সে বিষয় নিয়ে আপনার অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। মা শব্দটার মধ্যে এক অন্যরকম শান্তি পাওয়া যায়। সেই শান্তি পৃথিবীর অন্য কোনো শব্দে বা বস্তুতে মেলে না। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সাথে আর কোনো কিছুর তুলনা হতে পারে না।তাই তো আপনার আম্মু সাথে করে অনেক গুলো ভালোবাসার উপহার নিয়ে এসেছেন,যা দেখে খুবই ভালো লাগলো আপু।পৃথিবীর সকল বাবা-মা ভালো থাকুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏🙏পরিবারের সাথে ঈদে৷ সুন্দর মুহুর্ত গুলো দেখার অপেক্ষায় রইলাম আপু।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে মধু মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার আম্মা অনেক রকমের ফল নিয়ে এসেছে বাসায় শুনে খুব ভালো লাগলো। আপনার আম্মা আপনার জন্য অনেক রকমের ফল এনেছে মেয়ের প্রতি মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। কোনটা রেখে কোনটা খাবেন এখন আমাদেরকে দাওয়াত দিবেন নিশ্চয়। আন্টির জন্য অনেক অনেক শুভকামনা রইলো তিনি যেন সবসময় ভালো থাকে। এত রকমের ফল পাওয়ার অনুভূতি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অনেক ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়েরা এমনই হয় আপু আমার মা ও কিছুদিন আগে আমার বাসায় অনেক ফলমূল এনেছিলেন কিন্তু ফটোগ্রাফি করতে পারেনি। আসলে বাসা পাল্টানোর ঝামেলায় ছিলাম। কাঁঠাল আমি খুব একটা খাই না তবে একটু শক্ত শক্ত থাকলে বেশ ভালো লাগে খেতে। যাইহোক এতগুলো ফলমূল দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit