জেনারেল রাইটিং -- 💕 " বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবদন করি,আসুন আমরা বাংলিশ নয় বরং বাংলায় কথা বলি "

in hive-129948 •  9 months ago 

আসসালামু আলাইকুম


মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি সব সময়ই চেষ্টা করি আমার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আজ আমি একটি বিশেষ দিনকে কেন্দ্র করে কি ঘটেছিল,সেটাই শেয়ার করতে চলে এলাম।এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা নিবদন করি,আসুন আমরা বাংলিশ নয় বরং বাংলায় কথা বলিঃ


water-lily-3830511_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আর একটি দিনের পর ২১ শে ফেব্রুয়ারী। একুশ আমার চেতনা,একুশ আমার অহংকার।এই একুশ নিয়ে আছে আমাদের কষ্টের এক ইতিহাস।এই ইতিহাস যুগের পর যুগ রয়ে যাবে স্মৃতির পাতায়।আর এই একুশের ইতিহাস সকলের মনে রয়ে যাবে বাংলা ভাষার প্রতি ভালোবাসায়।বাংলাকে রাষ্ট্র ভাষা করার জন্য এ দেশের দামাল ছেলেরা একদিন ঝাঁপিয়ে পরেছিল।সেই বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছে তাঁরা।তাইতো আজ আমরা গর্ব করে বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারছি।এই ভাষা কিন্তু নিমিষেই আমাদের মাঝে আসেনি।এজন্য অনেক তাজা প্রান দিতে হয়েছিল।অনেক মায়ের কোল শূন্য হয়েছিল।ভাই হারিয়েছিল তাঁর বোনকে,বোন হারিয়ে ছিল তাঁর ভাইকে।আর সেই লাখো লাখো প্রানের বিনিময়ে অর্জিত হয়েছিল এই বাংলা ভাষা।

যে ভাষার জন্য এতো এতো প্রান উৎসর্গ হয়েছিল।পৃথিবীর আর কোন দেশে এমন কোন নজির পাওয়া যায় না।আর আমরা সেই ভাষাকে গর্ব করে বলবো,বাংলা আমার ভালোবাসা। এই ভাষাতে আমরা আমাদের মনের কথাগুলো কি সুন্দরভাবেই না বলতে পারি।মনের ভাব প্রকাশের জন্য বাংলা ভাষার জুড়ি নেই।এই ভাষাতে মনের অনুভূতি গুলো খুব চমৎকার ভাবে প্রকাশ করা যায়।শুধু ফেব্রুয়ারী মাসেই বাংলা ভাষাকে নিয়ে পরে থাকলে কিন্তু চলবে না।বরং প্রতিনিয়ত আমাদের বাংলা ভাষার চর্চা করে যেতে হবে।

আমরা দিনের পর দিন ডিজিটাল যুগে আধুনিক হয়ে উঠছি। আমরা শিক্ষিত হয়ে সমাজে নিজেদের অবদানকে তুলে ধরছি।আর এই শিক্ষিত হয়ে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষাকে ততোটা মূল্য দেই না যতটা আমাদের দেয়া দরকার।আমরা মনে করি আমরা শিক্ষিত হয়েছি তাই আমাদের ইংলিশ জানতে হবে।কিন্তু জানা আর বলার মাঝে অনেক তফাৎ কিন্তু আছে।সব ভাষা জানা জরুরী।তবে ভালোবাসার জায়গাটা বাংলা ভাষার মাঝেই থাকবে এমনটাই আশাকরি।

অনেকেই আছেন কথা বাংলায় পুরোপুরি শেষ না করে মাঝে ইংলিশ কিছু শব্দ যোগ করে দেয়।আর তা এমনভাবে জুড়ে দেয় মনে হয় ওটাই শুদ্ধ। বাংলা কথা বাংলাই বলি।এতে আবার ইংলিশ জুড়ে দিয়ে আমরা এটাকে স্বাভাবিক ভাবেই নিয়ে নিয়েছি।এটা শুধু আপনাদের বেলায় হচ্ছে এমনটা কিন্তু নয়।ভাইরাসের মতো আমার মাঝেও এটা চলে এসেছে।এটা আমাদের অনেকের মাঝেই ভাইরাসের মতো প্রবেশ করেছে।আমরা যদি আমাদের মনে,চেতনায় সেই সব বীর ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস মনের মধ্যে সব সময় লালন করি, তবে বাংলায় কথা বলার মাঝেই গর্ব অনুভব করতে পারবো।বাংলাকে বাংলিশ করে ভাষাকে ছোট করবো না।

আমি অনেককেই দেখেছি যারা অন্য ভাষা জেনে খুব বেশি গর্ববোধ করে।কিন্তু আমি আমার এই বাংলা ভাষায় কথা বলার মাঝেই গর্ব অনুভব করি।এর মাঝেই শান্তি খুঁজে পাই।আমাদের বাংলা ভাষা খুবই শ্রুতিমধুর।তাই এই ভাষাতে কথা বলবো মনে সাহস নিয়ে।কেউ যদি তাচ্ছিল্যের সুরে বলে বাংলা এমন কি ভাষা?এর উত্তর হবে বাংলাই সবচেয়ে মিষ্টি ও সার্বজনীন ভাষা।এই ভাষার মতো মিষ্টি ভাষা আর কোন ভাষায়ই নেই।বাংলা ভাষায় কথা বলতে পারার মাঝে অনেক বেশি আনন্দ আমি পেয়ে থাকি।তাই গর্ব হবে আমাদের এই ভাষার জন্য।আর গর্ব করে বলতে চাই বাংলা আমার অহংকার।

সবশেষে বলতে চাই এটাই,ভাষার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের থাকা উচিত।আর মনের কথা গুলো শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাতেই বলার চেষ্টা করে যাবো। আজ থেকেই শুরু হোক যাত্রা।অন্যেরা তাদের ভাষা নিয়ে এতো গর্ববোধ করতে পারলে আমরা কেন আমাদের ভাষাকে গর্বের চোখে দেখবো না।আমাদের ভাষার জন্য এতো অবদান।তাই আমরা আমাদের বাংলা ভাষা কে নিয়ে আরো বেশি গর্বিত হবো।এই ভাষা আর ভাষা শহীদদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (2).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png