নাটক রিভিউ -- 💕 " সেই তুমি "

in hive-129948 •  8 months ago 

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,শুভ সন্ধ্যা সবাইকে।কেমন আছেন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি বাংলাদেশে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20240307-120839_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যসমুহঃ


নাটকসেই তুমি
পরিচালকমাহমুদুর রহমান হিমি
অভিনয়েমুশফিক আর রহমান, তানজিন তিশা এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচার১৪ ই ফেব্রুয়ারী ২০২৪
সময়৫৩ মিনিট

কাহিনী সারসংক্ষেপঃ



আজকের নাটকের রিভিউ পোস্টটি খুব চমৎকার। এই নাটকের সার সংক্ষেপ পড়ে এই নাটকটি আপনারা না দেখে থাকতে পারবেন না।আসুন,আমি শুরু করছি।প্রথম দৃশ্যে দেখা যাবে মুশফিক কোন একটা বিয়ের অনুষ্ঠানে এসে সবার সাথে গল্প করছিল।ঠিক কিছু সময় পর তিশা সেই অনুষ্ঠানে তার হাসবেন্ডের সাথে আসে।কিন্তু মুশফিককে দেখে তিশা তার হাসবেন্ড ওয়াশ রুমে যাবে বলে দাঁড়িয়ে যায়।এরপর তার হাসবেন্ড ভেতরে চলে গেলে তিনি মুশফিকের কাছে যান।মুশফিক দেখে জানতে চান তিশা কেমন আছেন।এই প্রথম দৃশ্য দেখে বোঝা গেলো তারা পূর্ব পরিচিত।

Screenshot_20240307-120906_YouTube.jpg

Screenshot_20240307-120921_YouTube.jpg

Screenshot_20240307-120934_YouTube.jpg

Screenshot_20240307-121002_YouTube.jpg

Screenshot_20240307-121020_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর দ্বিতীয় দৃশ্যে দেখা যাবে তাদের কি করে পরিচয় হয়েছিল। চার বছর আগে মুশফিক তার বন্ধুর বিয়েতে বন্ধুর সাথে যায়।আর অন্য দিকে তিশা তার বান্ধবীর বিয়েতে আসে।এখানে এসেই দুজনের পরিচয় হয়।মুশফিক তিশার ছবি তুলতে থাকে।এটা তিশা যেমন বুঝে ফেলে।তেমনি মুশফিকের বন্ধুও বুঝে নিয়ে মুশফিককে আলাদা ভাবে ডেকে নিয়ে সাবধান করে।কিন্তু মুশফিক বন্ধুর কথা কানেও নেয়নি।

Screenshot_20240307-121056_YouTube.jpg

Screenshot_20240307-121047_YouTube.jpg

Screenshot_20240307-121110_YouTube.jpg

Screenshot_20240307-121130_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর তিশার সাথে কথা,আলাপচারিতা হয়ে যায় মুশফিকের।দুইজন মিলে গল্প করে।তিশা তার বাবা অসুস্থ সে কথা মুশফিককে জানায়।এরপর মুশফিক এক দৌড়ে তিশার জন্য আইসক্রিম নিয়ে এসে একসাথে দুজন খায় আর নানা রকম গল্প করে।এভাবেই তাদের মধ্যে পরিচয় হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল।

Screenshot_20240307-121152_YouTube.jpg

Screenshot_20240307-121150_YouTube.jpg

Screenshot_20240307-121204_YouTube.jpg

Screenshot_20240307-121212_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর তারা আবার বাইরে দেখা করে।সেখানে গেলে হিন্দু সম্প্রদায়ের একজন লোক মুশফিক কে লক্ষ্য করে বলে মুশফিক এখানে কি করে আর তার বাবা মারা গেছেন,কেন মুশফিক আর তার মা দেখতে আসেনি।এমন কিছু শুনে তিশা জানতে চায় লোক টি কি হয়।মুশফিক তিশাকে জানায় লোকটি প্রতিবেশী।এই বলে এড়িয়ে যায়। তিশার কাছে নিজেকে তিনি মুসলিম বলে পরিচয় দিয়েছেন।কারন মুশফিক জানে তিশা মুসলিম এই কারনে।

Screenshot_20240307-121222_YouTube.jpg

Screenshot_20240307-125959_YouTube.jpg

Screenshot_20240307-130004_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এভাবেই দুজন দেখা,কথা বলে আসছিল।একদিন মুশফিক তার বন্ধুর সাথে দেখা করে তিশার বিষয়ে জানতে চায়।কিন্তু বন্ধু জানায় মাত্র তার বিয়ে হলো পরে সময় করে জানাবে। আর মুশফিক কে এটাও বলে কোন কিছু মিথ্যা দিয়ে শুরু করলে তা কখনও ভালো হয়না।মুশফিক তখন তার বন্ধু কে বলে মুশফিক যে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ তা তিশাকে জানিয়ে দেবে।মুশফিক এটা ও বন্ধু কে বলে আসলে তিশাকে তিনি প্রথম দেখাতে ভালবেসে ফেলবে বুঝতে পারেনি।

Screenshot_20240307-121720_YouTube.jpg

Screenshot_20240307-130058_YouTube.jpg

Screenshot_20240307-130051_YouTube.jpg

Screenshot_20240307-130039_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর তিশা আর মুশফিক দেখা করে।তারা একসাথে কথা ও বলে কিন্তু মুশফিক তিশাকে জানাতে পারেননি যে তিনি হিন্দু। কিন্তু তিশা মুশফিককে প্রথম থেকেই বলে আসছিল তার বাবার বিজনেসে লস হয়।তখন তিশার বাবার বন্ধু তাদেরকে খুব হেল্প করে।তার উপরেই তারা আছেন।প্রায় কয়েকদিন তিশা মুশফিকের সাথে যোগাযোগ করেননি।তাই মুশকিক তিশার বাসার নিচে থেকে তাকে কল দেয়।কল পেয়ে তিশা বাড়ির নীচে এসে জানায়,তার বাবা অসুস্থ তাই তিনি এই কয়টা দিন হাসপাতালে ছিলেন।কাল দেখা করবেন বলে মুশফিককে চলে যেতে বলেন।

Screenshot_20240307-122000_YouTube.jpg

Screenshot_20240307-122207_YouTube.jpg

Screenshot_20240307-122043_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপরের দিন তিশা দেখা করে মুশফিকের সাথে। তখন তিশা মুশফিককে জানায় তার বাবার বন্ধুর ছেলের সাথে তার মত নিয়েই বিয়ে হবে।কারন তিশা তার পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেন।তিশা চলে গেলে মুশফিক ভীষণ কষ্ট পেয়ে দাঁড়িয়ে থাকেন সেখানেই।

Screenshot_20240307-122236_YouTube.jpg

Screenshot_20240307-122316_YouTube.jpg

Screenshot_20240307-122250_YouTube.jpg

Screenshot_20240307-122530_YouTube.jpg

Screenshot_20240307-122550_YouTube.jpg

Screenshot_20240307-122615_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

আসলে সত্যি ই কি তিশা তার বাবার কথা,পরিবারের কথা ভেবে এতো ভালোবেসেও এমন সিদ্ধান্ত নিতে পারলো?? নাকি এর পেছনে আরো কিছু কারন আছে?? এসব কিছু জানতে হলে নাটকটি আপনাদের দেখতে হবে।নাটকটি দেখলে আপনাদের ধারনা পাল্টে যাবে।আর এই নাটকের শেষের দিকেই দারুন টুইস্ট পাবেন।

আমার মতামত


এই নাটক নিয়ে মতামত লিখতে গিয়ে আমার ভীষণ খারাপ লাগছিলো।এই নাটকে তিশাকে মুসলিম ভেবে মুশফিক ও নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তিশার কাছে।আর অন্যদিকে বিয়ের পর দুজনের সাথে যখন দুজনের দেখা হয় তখন মুশফিক তিশাকে সত্যিটা বলে ক্ষমা চেয়ে নেয়।মুশফিক যে হিন্দু ছিল এটা তিশাকে তখন সে জানায়।মুশফিক আরও জানায় মিথ্যা দিয়ে কোন সম্পর্ক শুরু করলে সেই সম্পর্ক কখনও টেকে না।তাই তিশার কাছে তিনি ক্ষমা চান।আর বলেন,আজ তার কাছে সবকিছুই আছে শুধু সেই তুমিটা আর নেই।এরপর তিশা বলে তার নিজের কথা।তিশা জানায় তিশার বাবার বিজনেসে অনেক লস হয়।তার বাবার অনেক পাওনাদার থাকে।তাইতো তারা তখন এই এলাকায় চলে আসে।নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় এখানে।নিজেদেরকে ছদ্মবেশে রাখে।আসলে তিশা ও হিন্দু। মুশফিক মুসলিম দেখে তিশা তাকে এভোয়েড করে।আর তার বাবার বন্ধু বলে কেউ নেই। তিশা এমনটা মুশফিক কে বলেছে কারন তিশা এটা বেশ বুঝতে পেরেছে দুই ধর্মের বিয়ে কখনও সম্ভব নয়।এটা শুনে মুশফিক আরো বেশী কষ্ট পায়।এরপর দুজন দুজনকে বলতে থাকে কেন মিথ্যা বলা হলো।তখন তিনি তিশাকে বলেন,তার চার আঙ্গুল কপালে তিশা ছিল না।তিশা ও মুশফিক কে বলে কেন তিনি মিথ্যা বলেছেন।মিথ্যা না বললে তো এমনটা হতো না।তারা দুজন দুজনকে কাছে।পেতেন।নাটকের এই গল্প থেকে একটা জিনিস স্পষ্ট। মিথ্যা কখনও ভালো কিছু আনে না।মিথ্যা দিয়ে শুরু করলে কোন সম্পর্ককেই আসলে টেকানো যায়না।নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।আপনাদের দেখানোর সুবিধার্থে নাটকের লিংকটি নীচে দিয়ে দিলাম।

রেটিং


পরিচালনা১০
কাহিনী১০
অভিনয়১০

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীনাটক রিভিউ
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে।আর সবাইকে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে ভীষণ
ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunX6PjYbGByjxeSRFzkWyoTrBsM99Em2BzSjyUorHApJaQqWyYTwKbaZTF6Hapc...6PXKEgWMjHxXT2HjqGJtif3otQm1h4x2CvvNmEpSCqiojRyhADfGaKvsXp6td79UXw1gpn38CAzfUiqfkWzvCJPm3UVZzGYo2z3YHLptKUpBvjAc21npziY9TU.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপু আপনি তানজিন তিশা ও ফারহান এর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন।আমি কিছু দিন ধরে ভাবছি এই নাটক দেখবো কিন্তু সেই সময় আর হয়ে উঠেনি। তবে আজ আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। আমার কাছে নাটকের রিভিউ পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

এই নাটকটি আমিও দেখেছিলাম। আসলে মিথ্যা বলার কারনে দুইজনেই দুজনের থেকে দূরে সরে গিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেছে দুজনেই একই ধর্মের। কিন্তু মিথ্যে বলার কারণে দুজন দুদিকে চলে গেছে। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

মুশফিকের বন্ধুর বিয়ে সেখানে মুশফিক গিয়েছিল এবং তিশা গিয়েছিল সেখানেই দুজনের পরিচয়।তিশা জানাই তার বাবার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে তার মত নিয়ে ।মিথ্যা বলার কারনে দুজন দুজনের থেকে দূরে সরে গেল ।আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।এত সুন্দর নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই আপু।

Posted using SteemPro Mobile

নাটকটির কয়েকটি ক্লিপ দেখার সুযোগ হয়েছিল। আসলে আমিও মনে করি মিথ্যা কখনও ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। যেমন পারেনি এই নাটকের নায়ক নায়িকাদের জীবনে। নাটক্যার বেশ সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। বেশ সুন্দর করে নাটকটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আমার কাছে ফারহানের নাটক গুলো খুবই ভালো লাগে। বিশেষ করে তার অভিনয় আমার খুবই পছন্দের। আজকে আপনি ফারহানের একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফারহান এবং তানজিন তিশার জুটি অনেক সুন্দর লাগে। সেই তুমি নাটকটার রিভিউ জাস্ট অসাধারণ ছিল। পুরোটার রিভিউ পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আসলে যে সম্পর্ক শুরু হয় মিথ্যা দিয়ে সেই সম্পর্ক বেশিদিন টিকে থাকে না। তাই সত্য বললে সম্পর্ক করা উচিত। নাটকের পুরো কাহিনীটা ছিল একেবারে মনের মতো।

সুন্দর মন্তব্য শেয়ার করেছেন ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile