ফটোগ্রাফি - ৪ | | ঈদ এর দাওয়াত ||@shimulakter

in hive-129948 •  3 years ago 

আজ ৯ ই শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ

আসসালামু আলাইকুম, আদাব

“আমার বাংলা ব্লগ” এর সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই খুব ভাল আছেন । আমিও আপনাদের শুভ কামনায় ভালোই আছি । ঈদের আমেজ শেষ হয়ে সবাই কর্ম ব্যস্ত দিনে চলে এসেছে । তারপরেও ঈদ এর পরবর্তী দাওয়াত আর সবার সাথে পুনর্মিলন যেন শেষ ই হচ্ছে না ।বন্ধুরা, আমি ত দাওয়াত , ঘোরাফেরার মধ্যে এখন ও আছি । আপনাদের কি অবস্থা ? এই গরমে সবাই ভাল আছেন ত ?এই গরমে আমাদের খুব বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে ।

বন্ধুরা,আমার পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন , আমি আজ কোন রেসিপি নিয়ে আসিনি । আমি আজ ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আশাকরি আপনাদের কাছে ভাল লাগবে । বোনের বাসায় কাটানো কিছু সময়ের কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করব ।

WhatsApp Image 2022-07-23 at 1.49.12 PM.jpeg
আমরা সকাল বেলা ধানমন্ডি থেকে বসুন্ধরার দিকে রওনা হলাম।

বন্ধুরা], কর্মব্যস্ততা শুরু হয়ে গেলেও , বোনের বাসায় দাওয়াত না গেলেই নয় । খুব বেশি মন খারাপ করবে,তাই এই গরমেও বোনকে খুশি করতে আমি ধানমন্ডি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাই । সবুজ - প্রকৃতি আমার সব সময় ই মন কেড়ে নেয় ।বসুন্ধরা এলাকাটা সবুজে ঘেরা , শান্ত পরিবেশ আমার বেশ ভালোই লাগে । বাইরে ঘোরাঘুরি করব , তার কোন উপায় নেই ,এতো গরমে । তার পরেও কিছু ফটোগ্রাফি আমি নিয়েছি আমার ফোনে , তাই আপনাদের সাথে শেয়ার করব । আর কিছু মজার খাবারের ফটোগ্রাফি ও আমি শেয়ার করব ।

WhatsApp Image 2022-07-23 at 1.52.37 PM.jpeg
ধানমন্ডি পাতাম রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময়কার ফটোগ্রাফি

WhatsApp Image 2022-07-23 at 1.51.36 PM.jpeg
পথে যেতে যেতে ।

WhatsApp Image 2022-07-23 at 1.53.18 PM.jpeg
বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করার পর।

WhatsApp Image 2022-07-23 at 4.03.04 PM.jpeg
আর কিছু পথ বাকি।

WhatsApp Image 2022-07-23 at 1.53.41 PM.jpeg
বাসার খুব কাছাকাছি ।

WhatsApp Image 2022-07-24 at 8.44.27 AM.jpeg
গাড়ি থেকে নেমে এই বিড়ালটিকে দেখতে পাই ।
WhatsApp Image 2022-07-23 at 1.54.30 PM.jpeg
বাসার এক পাশের ছবি ।

WhatsApp Image 2022-07-23 at 1.54.12 PM.jpeg
বাসার অন্য পাশের ছবি ।

WhatsApp Image 2022-07-23 at 1.54.19 PM.jpeg
অবশেষে বাসায় গেলাম।

বাসায় ত চলে গেলাম । এবার কিছু খাবারের ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করব । আশাকরি ভাল লাগবে ।

WhatsApp Image 2022-07-23 at 1.57.35 PM.jpeg
পুডিং

WhatsApp Image 2022-07-23 at 1.57.02 PM.jpeg
বাচ্চাদের খুব পছন্দ চকলেট কেক। আমার বোন নিজের হাতে বানিয়েছিল।

WhatsApp Image 2022-07-23 at 1.56.04 PM.jpeg
এই গরমে সবাই খুব মজা করে আইসক্রিম খেয়েছিলাম।

WhatsApp Image 2022-07-24 at 9.20.26 AM.jpeg
পোলাও , চিকেন রোস্ট , চিকেন ভুনা ।

WhatsApp Image 2022-07-23 at 2.02.48 PM.jpeg
মাছের কাবাব

WhatsApp Image 2022-07-24 at 9.23.42 AM.jpeg
চিকেন সাসলিক।

WhatsApp Image 2022-07-23 at 1.56.50 PM.jpeg
ইলিশ মাছ ভাজা ।

WhatsApp Image 2022-07-23 at 1.58.16 PM.jpeg
বাইম মাছ ভুনা ।

WhatsApp Image 2022-07-23 at 1.58.37 PM (1).jpeg

বেলে মাছ ভুনা ।
বন্ধুরা, অনেক গরম , তারপরেও পরিবারের সবাই একসাথে মিলে অনেক হৈচৈ , খাওয়া-দাওয়া করে দিনটি বেশ ভালভাবেই মজা করে কাটালাম । গরম টা এতবেশি না হলে , এলাকাটা ঘুরে ঘুরে আরও বেশি ছবি তুলে আপনাদের শেয়ার করা যেত । আর কোন দিন গেলে ,আবার শেয়ার করব ।

আমার এই ফটোগ্রাফির তথ্য আমি নিচে তুলে ধরছি ।

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসSamsungA20,Samsung note10
ফটোগ্রাফি@shimulakter
স্থানবসুন্ধরা,আবাসিক এলাকা

বন্ধুরা, আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই । আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন , ভাল থাকবেন ।

সবাইকে অনেক ধন্যবাদ

আমি শিমুল আক্তার
বাংলাদেশ , ঢাকা থেকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিড়ালটিকে দেখে মনে হচ্ছে আপনার অপেক্ষায় চেয়েছিল। তবে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন ঈদ উপলক্ষে আজ পর্যন্ত ভাইকে সাথে নিলে হয়তো আরেকটু ভালো হতো। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। তবে সামনে এই জাতীয় পোস্টে লোকেশন উল্লেখ করবেন সোর্স হিসাবে।

ধন্যবাদ ভাইয়া ।

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আইসক্রিমের ফটোগ্রাফি গুলো বেশ ভাল লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া ।