“আমার বাংলা ব্লগ” এর সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই খুব ভাল আছেন । আমিও আপনাদের শুভ কামনায় ভালোই আছি । ঈদের আমেজ শেষ হয়ে সবাই কর্ম ব্যস্ত দিনে চলে এসেছে । তারপরেও ঈদ এর পরবর্তী দাওয়াত আর সবার সাথে পুনর্মিলন যেন শেষ ই হচ্ছে না ।বন্ধুরা, আমি ত দাওয়াত , ঘোরাফেরার মধ্যে এখন ও আছি । আপনাদের কি অবস্থা ? এই গরমে সবাই ভাল আছেন ত ?এই গরমে আমাদের খুব বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে ।
বন্ধুরা,আমার পোস্টের টাইটেল দেখেই বুঝতে পারছেন , আমি আজ কোন রেসিপি নিয়ে আসিনি । আমি আজ ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আশাকরি আপনাদের কাছে ভাল লাগবে । বোনের বাসায় কাটানো কিছু সময়ের কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করব ।
আমরা সকাল বেলা ধানমন্ডি থেকে বসুন্ধরার দিকে রওনা হলাম।
বন্ধুরা], কর্মব্যস্ততা শুরু হয়ে গেলেও , বোনের বাসায় দাওয়াত না গেলেই নয় । খুব বেশি মন খারাপ করবে,তাই এই গরমেও বোনকে খুশি করতে আমি ধানমন্ডি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাই । সবুজ - প্রকৃতি আমার সব সময় ই মন কেড়ে নেয় ।বসুন্ধরা এলাকাটা সবুজে ঘেরা , শান্ত পরিবেশ আমার বেশ ভালোই লাগে । বাইরে ঘোরাঘুরি করব , তার কোন উপায় নেই ,এতো গরমে । তার পরেও কিছু ফটোগ্রাফি আমি নিয়েছি আমার ফোনে , তাই আপনাদের সাথে শেয়ার করব । আর কিছু মজার খাবারের ফটোগ্রাফি ও আমি শেয়ার করব ।
ধানমন্ডি পাতাম রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময়কার ফটোগ্রাফি
পথে যেতে যেতে ।
বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করার পর।
আর কিছু পথ বাকি।
বাসার খুব কাছাকাছি ।
গাড়ি থেকে নেমে এই বিড়ালটিকে দেখতে পাই ।
বাসার এক পাশের ছবি ।
বাসার অন্য পাশের ছবি ।
অবশেষে বাসায় গেলাম।
বাসায় ত চলে গেলাম । এবার কিছু খাবারের ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করব । আশাকরি ভাল লাগবে ।
পুডিং
বাচ্চাদের খুব পছন্দ চকলেট কেক। আমার বোন নিজের হাতে বানিয়েছিল।
এই গরমে সবাই খুব মজা করে আইসক্রিম খেয়েছিলাম।
পোলাও , চিকেন রোস্ট , চিকেন ভুনা ।
মাছের কাবাব
চিকেন সাসলিক।
ইলিশ মাছ ভাজা ।
বাইম মাছ ভুনা ।
বেলে মাছ ভুনা ।
বন্ধুরা, অনেক গরম , তারপরেও পরিবারের সবাই একসাথে মিলে অনেক হৈচৈ , খাওয়া-দাওয়া করে দিনটি বেশ ভালভাবেই মজা করে কাটালাম । গরম টা এতবেশি না হলে , এলাকাটা ঘুরে ঘুরে আরও বেশি ছবি তুলে আপনাদের শেয়ার করা যেত । আর কোন দিন গেলে ,আবার শেয়ার করব ।
আমার এই ফটোগ্রাফির তথ্য আমি নিচে তুলে ধরছি ।
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | SamsungA20,Samsung note10 |
ফটোগ্রাফি | @shimulakter |
স্থান | বসুন্ধরা,আবাসিক এলাকা |
বন্ধুরা, আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই । আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন , ভাল থাকবেন ।
সবাইকে অনেক ধন্যবাদ
আমি শিমুল আক্তার
বাংলাদেশ , ঢাকা থেকে
বিড়ালটিকে দেখে মনে হচ্ছে আপনার অপেক্ষায় চেয়েছিল। তবে দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন ঈদ উপলক্ষে আজ পর্যন্ত ভাইকে সাথে নিলে হয়তো আরেকটু ভালো হতো। ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। তবে সামনে এই জাতীয় পোস্টে লোকেশন উল্লেখ করবেন সোর্স হিসাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আইসক্রিমের ফটোগ্রাফি গুলো বেশ ভাল লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে সবকিছুর বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit