বিষয় -- " হাঁটা শরীরের জন্য ভালো " | |@shimulakter | | ৩০। ০৯.২০২২ ইং | |

in hive-129948 •  2 years ago  (edited)

আজ ১৫ ই আশ্বিন | | ১৪২৯ বঙ্গাব্দ,শরৎকাল | |

আসসালামু আলাইকুম , আদাব “আমার বাংলা ব্লগ “ এর সকল ভারতীয় ও বাংলাদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ,আশাকরি সবাই ভালো আছেন ।আমিও আপনাদের শুভকামনায় ও ভালোবাসায় ভালোই আছি । বন্ধুরা , আমি আপনাদের ভালোবাসায় প্রতিনিয়ত কোন না কোন ব্লগ নিয়ে হাজির হচ্ছি । আমার আজকের ব্লগ একটু ভিন্ন । নিশ্চয় আমার ব্লগের টাইটেল দেখে বুঝে গেছেন ,আমি আজ স্বাস্থ্যের জন্য ভালো "হাঁটা" এ বিষয় নিয়ে আমার আজকের ব্লগ নিয়ে হাজির হয়েছি ।

WhatsApp Image 2022-09-30 at 9.54.56 AM.jpeg
সুন্দর পরিবেশ

হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো

বন্ধুরা , এ সময়ে এসে শরীরকে ঠিক রাখতে হলে আমাদের প্রত্যেকের হাঁটার অভ্যাস করা উচিত । আমি নিয়মিত সকালে ৩০-৪০ মিনিট হাঁটি । আপনারা হয়ত ভাবছেন , আমার কোন প্রব্লেম আছে শরীরে বা হয়ত আমার শরীরের অনেক ওজন ,তাই হয়ত আমি হাঁটার অভ্যাস করেছি । না বন্ধুরা , তেমনটা নয় । আসলে শরীরকে ফিট রাখতে হলে , হাঁটার কোন বিকল্প নেই । আর বন্ধুরা , আমার ডাস্ট এলার্জি ছাড়া আর কোন রোগ শরীরে বাসা বাঁধেনি । আমি অনেকটাই ভালো আছি । তবে হে , ডাস্ট এলার্জির জন্য যত ডাক্তার ই দেখিয়েছি ,তারা একটা কথাই বলতো সব সময় ,তা হলো মাস্ক ব্যবহার করতে । কিন্তু বন্ধুরা, কখনো পারিনি । কিন্তু করোনা এসে , আমার এ অভ্যাসটা বদলে দিয়ে গেল । আমি নিয়মিত এখন মাস্ক পরি ।

WhatsApp Image 2022-09-30 at 9.55.43 AM.jpeg
প্রবেশ পথ

WhatsApp Image 2022-09-30 at 11.16.57 AM.jpeg
নিজের একটা সেলফি তুললাম

বন্ধুরা , আমি প্রতিদিন সকালে হাঁটতে চলে যাই । আমি এমন এক মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে যাই ,তাতে করে শুধু শরীর ই নয় , মনটাও আমার সতেজ হয়ে যায় । আমি সবুজ প্রকৃতি অনেক পছন্দ করি ।সবুজ প্রকৃতি আমার মনকে প্রশান্তি এনে দেয় । সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজ । বন্ধুরা, আমি ঢাকা ইউনিভার্সিটির লেদার ইন্সটিটিউট এড়িয়াতে হাঁটতে যাই । এ জায়গাটা এত সুন্দর যে , আমার শরীরের সাথে সাথে মনটাও চাঙ্গা হয়ে যায় । সকালটা যদি নিজের জন্য একটু সময় বের করে হাঁটাহাঁটি করা যায় ,তবে সারাটা দিন ভালো ভাবে কেটে যায় । সকালে হাঁটতে যাওয়ার আগে একটি সেলফি তুলে নিলাম ।

WhatsApp Image 2022-09-30 at 9.57.01 AM.jpeg
প্রবেশ পথ

WhatsApp Image 2022-09-30 at 10.32.51 AM.jpeg
সবুজ গালিচা

বন্ধুরা ,আমি যেই এড়িয়াতে হাঁটতে যাই তা খুবই সুন্দর একটি জায়গা । আর আমি হাঁটার জন্য সকালের টাইমটাই বেছে নিয়েছি ।কারন এ সময়টা পরিবেশ নিরিবিলি , আর সকালের স্নিগ্ধ মন মাতানো পরিবেশ আমার খুব ভাল লাগে । এখানে এসে মন ভরে নিঃশ্বাস নেয়া যায় ।এ পরিবেশে পা ফেললেই আপনার মনে হবে কেউ যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে । এখানে অনেক আন্টি-আংকেল , আপু-ভাইয়ারা হাঁটতে আসে ।

WhatsApp Image 2022-09-30 at 10.33.47 AM.jpeg
এ পথ দিয়ে হেঁটে যাওয়া

WhatsApp Image 2022-09-30 at 10.33.29 AM.jpeg
ফুলের গাছ

WhatsApp Image 2022-09-30 at 11.28.43 AM.jpeg
ফুলের গাছ

সকালে হেঁটে দিনটি শুরু করলে সারাটা দিন বেশ ভালোই লাগে । আমি আজ আপনাদের জন্য কিছু ছবি তুলেছি । আপনারা দেখে হয়ত বুঝতে পারছেন জায়গাটা কত সুন্দর ।কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর । এখানে বিশ্রাম নেয়ার জন্য বড় একটি বট গাছ ও আছে ।অনেকেই হেঁটে এসে এখানে বিশ্রাম নেয় । সবকিছু মিলিয়ে খুবই ভাল লাগে আমার ।

WhatsApp Image 2022-09-30 at 10.33.06 AM.jpeg
গাছের নীচে বিশ্রাম নেয়া

আমি আপনাদের জন্য কিছু গাছের ফটোগ্রাফি নিলাম ।আশাকরি ভাল লাগবে আপনাদের ।মনকে সতেজ রাখতে হলে এমন পরিবেশ সত্যি ই খুব দরকার । সকালের বাতাস শরীরের জন্য অনেক উপকার । বন্ধুরা আশাকরব আপনারাও সবাই না ঘুমিয়ে থেকে সকালে হাঁটাহাঁটির অভ্যাস করবেন । এতে করে শরীর আর মন দুটোই ভাল থাকবে ।

আমার আজকের ফটোগ্রাফির সব তথ্য নীচে তুলে ধরছি --

ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থাননিজ বাসস্থান ও ঝিগাতলা , বিডি আর ৫ নং গেইট সংলগ্ন এলাকা

আজ এ পর্যন্তই । আশাকরি আমার আজকের ব্লগ আপনাদের ভাল লেগেছে । সবচেয়ে বড় কথা হল আমাদের প্রত্যেকের নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে ।তাই হাঁটার কোন বিকল্প নেই ।সবাই সুস্থ থাকবেন , ভাল থাকবেন ।আমি আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

WhatsApp Image 2022-09-30 at 9.43.13 AM.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি যে সকালে ৩০-৪০ মিনিট হাঁটেন এটা শুনে বেশ ভালো লাগলো। তবে কি বিশ্বাস করবেন না আমি বিকালবেলা টা, টানা দু'ঘণ্টা হাটি। তবে সেটা নিয়মিত না সপ্তাহে দুদিন কিংবা তিনদিন।

আর আমি হাঁটার জন্য সকালের টাইমটাই বেছে নিয়েছি ।কারন এ সময়টা পরিবেশ নিরিবিলি , আর সকালের স্নিগ্ধ মন মাতানো পরিবেশ আমার খুব ভাল লাগে

আসলে সকালবেলা টাই হাঁটার জন্য পারফেক্ট। অন্য কোন সময় হাঁটলে ঠিক সকালের মতো অতটা এনার্জি পাওয়া যায় না। আর চারিদিকে তো কোলহল লেগেই থাকে।

অনেক ধন্যবাদ ভাইয়া ব্লগটি পড়ে মন্তব্য দেয়ার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

আপু আমিও আপনার মত প্রতিদিন ২০মিনিট হাটি আর ১৫ মিনিট দৌড়াই।এতে শরীর এর সক্ষমতা আর শক্তি প্রচুর বৃদ্ধি পেয়েছে।আর স্ট্যামিনার কথা নাই বা বললাম।আপনি অনেক সুন্দর ভাবে হাটার উপকারিতা তুলে ধরেছেন।আর আপনি যেখানে হাটতে যান সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও অনেক সুন্দর।ধন্যবাদ এই পোস্টের মাধ্যমে অনেকি হাটতে উৎসাহী হবে।

অনেক ধন্যবাদ ভাইয়া। জেনে ভাল লাগলো। অনেক অভিনন্দন আপনাকে।

আপু কথা কিন্তুু সত্য নিয়মিত সকালে ৩০-৪০ মিনিট হাঁটাহাটি করা জরুরী। আপনি যে জাগায় হাটেন সেটা তো অনেক সুন্দর। ঢাকা ইউনিভার্সিটির এলাকা তো তাই এত সুন্দর সবুজ প্রকৃতি। ধন্যবাদ আপু।