Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজের ফুল " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ফুল করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে ফুলঃ


IMG_20230816_163056.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

বন্ধুরা,আমি সব সময় নতুন কিছু করতে ভীষন পছন্দ করি।একঘেয়েমি কোনকিছুই আমার ভালো লাগে না।সবকিছুতে তাই একটু নতুনত্ব,একটু আলাদা কিছু সব সময়ই আমার চেষ্টাতে থাকে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই ফুলটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. কাগজ
২.গ্লু
৩. কাঁচি
৪.পেন্সিল
৫.স্কেল

20230816_094825.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230816_100714.jpg

20230816_101416.jpg

প্রথমে সাদা কাগজকে কেটে নেবো।এরপর ছবির মতো করে দাগ দিয়ে নেবো।

ধাপ-২


20230816_101754.jpg

20230816_102601.jpg

এরপর মাঝ বরাবর কেটে নিয়ে গ্লু দিয়ে আটকে নেবো।

ধাপ-৩


20230816_102612.jpg

20230816_102757.jpg

20230816_103257.jpg

এবার কাগজ লম্বা করে কেটে নিয়ে ছবির মতো করে কেটে নিলাম।এরপর গ্লু দিয়ে পেঁচিয়ে নিলাম।

ধাপ-৪


20230816_103606.jpg

20230816_103622.jpg

20230816_104214.jpg

এরপর গ্লু দিয়ে এক এক করে সব লাগিয়ে নিলাম।এরপর এক টুকরো কাগজ কেটে নিয়ে পেঁচিয়ে স্টিক বানিয়ে নিলাম।

ধাপ-৫


20230816_105316.jpg

BeautyPlus_20230816105728375_save.jpg

20230816_110145.jpg

এরপর পাতা কেটে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ-৬


20230816_112339.jpg

20230816_113237.jpg

20230816_113209.jpg

আমি একই পদ্ধতিতে এই ফুলটিও করে নিলাম।

উপস্থাপনা


20230816_113952.jpg

< br>

BeautyPlus_20230816113804900_save.jpg

20230816_113605.jpg

20230816_113332.jpg

আজ আর নয়। রঙিন কাগজের ফুলটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন। আসলে আপনার দক্ষতা দিয়ে এই সুন্দর ফুলটি তৈরি করেছেন। আমাদের সাথে শেয়ার করলেন। আপনার পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

রঙিন কাগজের ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। অনেক সুন্দর করে ফুল তৈরি করার ধাপসমূহ দেখিয়েছেন। আমি দেখে দেখে খুব সহজেই তৈরি করতে পারবো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার তৈরি রঙিন কাগজের ফুলগুলি খুবই সুন্দর হয়েছে।মনে হচ্ছে একদম সত্যিকারের ফুল ফুটে আছে।আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।রঙিন কাগজের তৈরি যেকোনো কিছুই আকর্ষণীয় দেখতে হয়, ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ দিদি।

অসাধারণ চমৎকার কিছু রঙিন কাগজে ফুল তৈরি করলেন। আপনার ফুল গুলো দেখে মনে হচ্ছিল যেন সত্যিকারের ফুল এগুলো। কয়েক কালার দিয়ে দুটি ফুল তৈরি করেছেন দেখে আরো ভালো লাগলো। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ভাবে মিশে গিয়েছে ফুল দুটোর সাথে। আমার কাছে আপনার ফুল তৈরি করা পদ্ধতি অনেক ভালো লাগলো দেখে। এত সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

আপু আমার বানানো ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষন ভালো লাগলো। ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম ফুল গুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

অনেক সুন্দর লাগছে আপু আপনার ডাই পোস্ট টি। আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করেছেন দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল। আমার কাছ থেকে তো সাদা ফুলটি খুবই ভালো লাগছে।

অনেক ধন্যবাদ আপু।

পআপু আপনার তৈরি রঙিন কাগজের ফুল দুটি চমৎকার হয়েছে। সত্যি আপু ফুল দুটি দেখে মনে হচ্ছে সত্যিকারের ফুল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপু।

রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

বাহ্ আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর দুইটি ফুল তৈরি করেছেন।দেখতে চমৎকার লাগছে।ফুল তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু। আপনার তৈরি ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে রঙ্গিন কাগজ ব্যবহার করে এই ফুল তৈরি করেছেন।এবং আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে ও।

নতুনত্ব আনার জন্য আমিও মাঝে মাঝে বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট তৈরি করি। আপনার আজকের ফুলের ডাই টি খুব সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া কালার কম্বিনেশনের কারণে ফুলগুলো আরো বেশি চমৎকার লাগছে।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

লাল সাদা এবং সবুজ রঙের রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন। আসলে এই ধরনের কিছু তৈরি করার মধ্যে ভালো লাগা কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়ে নিজের দক্ষতা বাড়ে। মাঝে মাঝে এই ধরনের কাজে করতে অনেক ভালো লাগে যেটা আপনি খুব সুন্দরভাবে করেছেন। অনেক সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটি ফুল তৈরি করে দেখিয়েছেন আপু। আপনার ফুল দুটি দেখতে কিছুটা গাঁদা ফুলের মত লাগলো। যেগুলো গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় সেই জাতীয় গাঁদা ফুল। যায় হোক খুবই সুন্দর, খুশি হলাম আপনার এত সুন্দর ফুল তৈরি করা দেখে।

অনেক ধন্যবাদ ভাইয়া।

আসলেই আপু , চেষ্টা করতে করতে আমরা অনেক কিছু নতুনত্ব শিখে যাই। রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলগুলি খুব সুন্দর লাগছে দেখতে। ফুল তৈরি করতে আমি একদমই পারিনা ,কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। দেখা যাক, ভবিষ্যতে পারি কিনা।

চেষ্টা করলে আপনিও পারবেন।ধন্যবাদ দিদি।

আপনি রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন আপু। ফুলগুলো সত্যিই অসাধারণ দেখতে হয়েছে। আপনাদের মাধ্যমে প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর ডাই গুলি দেখতে পাই, বেশ ভালই লাগে।

বাহ বেশ চমৎকার ফুল বানিয়েছেন তো রঙিন কাগজ দিয়ে। কালার কম্বিনেশন টা খুবই চমৎকার ছিল যার কারণে সুন্দর ফুটে উঠেছে। সুন্দর বর্ণনার পাশাপাশি ধাপে ধাপে কার্য সম্পন্নের ফটোগুলো দেওয়াতে আরো ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

কালার কম্বিনেশন ঠিক রেখে দারুণ একটি ফুল বানিয়েছেন কাগজ দিয়ে। ফুলটি বেশ পরিপাটি দেখাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সবার উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। ধন্যবাদ আপু।