ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " পদ্মা সেতুর ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


শুভ সন্ধ্যা সবাইকে।প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

ফটোগ্রাফি করতে আমার ভীষন ভালো লাগে।তবে আগে বিভিন্ন রেসিপির কিংবা সেলফিই তোলা হতো কিন্তু এখন চেষ্টা করি ভালো ভালো যা কিছু চোখে পরে তার ফটোগ্রাফি করতে।ফটোগ্রাফিটা আসলে একদিনে ভালো হওয়ার নয়।এজন্য দরকার হয় প্রতিনিয়ত চেষ্টার। প্রতিনিয়ত চেষ্টা করলে সবই সম্ভব হয়।

কিছুদিন আগে আমি আমার শ্বশুরবাড়ি ঝালকাঠি গিয়েছিলাম।আর এই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে গেলাম।খুব ভালো লেগেছে আমার। আমি খুব বেশী উৎসাহ নিয়েছিলাম ফটোগ্রাফি করার।কিন্তু আগে আমি জানালার পাশে সব সময় ই বসতাম।এবার ছেলে বসলো তাই আর জানালার পাশে বসার সুযোগ হয়নি।তারপরেও আমি চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করার।সেই ফটোগ্রাফি গুলো ই আপনাদের মাঝে শেয়ার করতে আজ ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করছি।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

20231224_143442.jpg

20231222_142113.jpg

20231222_142105.jpg

নদীর সৌন্দর্য আর সেতুর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।অনেক বছর পর সেদিন পদ্মা সেতু দিয়ে বাড়িতে যেতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে আমার মনে।আগে লঞ্চে কিংবা স্টিমারে যাওয়া হতো বাড়িতে।এরপর নিজেদের গাড়িতে করেই যাওয়া হতো।কিন্তু অপেক্ষায় ছিলাম কবে সেতুটি হবে অল্প কিছু সময়ের মধ্যে বাড়ি যাওয়া যাবে। সেই স্বপ্ন আজ পূরণ হলো।

20231224_143943.jpg

20231224_143931.jpg

20231224_143923.jpg

এই পদ্মা সেতুটি হওয়াতে অনেক মানুষের স্বপ্ন পূরন হয়েছে।বিশেষ করে দক্ষিনাঞ্চলের মানুষের সাথে ঢাকার যোগসূত্র স্থাপন হয়েছে।

20231224_143522.jpg

20231224_143501.jpg

নদীতে হালকা কুয়াশা ছিল সেদিন।নদীতে ট্রলারগুলো সারি সারি ভাবে চলে যাচ্ছিল।খুব সুন্দর লাগছিলো দেখতে।আমি ফটোগ্রাফিগুলো তাড়াতাড়ি করে নিলাম।

20231224_143511.jpg

20231224_143506.jpg

20231224_143423.jpg

20231224_143359.jpg

20231224_141456.jpg

আজ আর নয়। আশাকরি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনপদ্মা সেতু,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন স্বপ্নের পর্দা সেতুর কয়েকটা ফটোগ্রাফি। স্বপ্নের পদ্মা সেতুতে আপনি দেখছি খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করুলেন। ধন্যবাদ আপু স্বপ্নের পদ্মা সেতুর বেশ কয়েকটি ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

আজকে আপনি সকলেরই স্বপ্নের সেতু পদ্মা সেতুর কিছু ফটোগ্রাফি করেছেন এবং ভীষণ ভালো লাগলো আমার দেখে এবং ফটোগ্রাফির মাধ্যমে যাই হোক দেখতে পেলাম স্বপ্নের পদ্মা সেতু। আপনি দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন ও সুন্দর বর্ণনা দিয়েছেন ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ আপনাকে ও মন্তব্য করে পাশে থাকার জন্য।

পদ্মা সেতুর উপর থেকে ধারণ করা খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। টিভিতে দেখেছিলাম পদ্মা সেতুর সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর। সেই সৌন্দর্যগুলো আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেরে আরো ভালো লাগলো।

অনেক ধন্যবাদ আপু।

আমারও খুব ইচ্ছে রয়েছে আপু পদ্মা সেতু ভ্রমন করতে যাওয়া। আপনি চেষ্টা করেছেন যতটা সম্ভব ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করতে। আমার খুবই ভালো লাগলো আপনার এই পদ্মা সেতু বিষয়ে সুন্দর পোস্ট দেখতে এবং বেশ কিছু ধারনা পেতে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

পদ্মা সেতু দেখার খুব ইচ্ছা আছে আমার। কিন্তু জানিনা কবে সামনাসামনি দেখতে পাব। এখনো তো যাওয়া হয়নি। সবসময় শুধু টিভিতে বা ফেসবুকে দেখা হয়। তবে আজকে আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে খুব কাছে থেকে দেখতে পেলাম। ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

স্বপ্নের পদ্মা সেতুতে আপনি খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন। খুবই সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। এই পদ্মা সেতু শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকের মধ্যেই দেখেছি। তবে আজকে আপনার কাছ থেকে এই ফটোগ্রাফি গুলো দেখতে পেরে খুবই ভালো লাগলো৷

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

অবশেষে পদ্মা সেতুর ফটোগ্রাফি নিয়ে হাজির হলেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালোই লাগছে। নদীতো শুকায় যাচ্ছে। নদীর মাঝখানেই চর পড়েছে। যায়হোক স্বপ্নের পদ্মা সেতুতে চড়ে শশুর বাড়ি গেলেন। ধন্যবাদ।

হে ভাইয়া গিয়েছিলাম,ধন্যবাদ আপনাকে।