আর্ট পোস্ট -- 💦 " একটি মেহেদি ডিজাইন আর্ট " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম


শুভ রাত্রি সবাইকে

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

একটি মেহেদি ডিজাইন আর্টঃ


CollageMaker_2024116185728516.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

কোন কাজ আসলে যেমন সহজ নয়।আবার সবকাজ কিন্তু কঠিনও নয়।কঠিন কাজগুলো নিয়মিত চর্চা করলে সহজ হয়ে উঠে।তাই আমিও চেষ্টা করে যাচ্ছি নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার।সেই প্রচেষ্টায় আজ আমি একটি মেহেদি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে।তবে আমি আমার চেষ্টা চালিয়েই যাবো। আজ এই মেহেদি আর্ট পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে চলুন আগে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২.কলম

20240116_182438.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240116_182538.jpg

20240116_183433.jpg

প্রথমে আমি একটি বিন্দু এঁকে পেচিয়ে একটি গোল ডিজাইন করে নিলাম।এরপর চারপাশে ছোট ছোট পাতা এঁকে নিলাম।

ধাপ -- ২


20240116_183612.jpg

20240116_183612.jpg

20240116_183752.jpg

এরপর পাতার চারপাশে ঘুরিয়ে একটি ফুল এঁকে নিলাম।ফুলটি কলম নিয়ে শেড দিয়ে নিলাম।

ধাপ -- ৩


20240116_183949.jpg

20240116_184134.jpg

এরপর একটি লম্বা ডাল দিয়ে পাতা এঁকে নিলাম। এবার সেই পাতাগুলো কলমের শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৪


20240116_184349.jpg

20240116_184610.jpg

এরপর ফুলটির দুপাশে আরো দুটি ফুল এঁকে নিলাম।এরপর পেন্সিলের শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৫


20240116_185127.jpg

20240116_185053.jpg

এবার উপরেও একটি ডাল এঁকে নিয়ে পাতা এঁকে নিলাম।আর সবগুলো পাতায় কলমের শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৬


20240116_185321.jpg

20240116_185348.jpg

সবশেষের ধাপে নিজের নামটি লিখে মেহেদি ডিজাইনটি আঁকা শেষ করলাম।

উপস্থাপনা


CollageMaker_202411619356326.jpg

20240116_185127.jpg

20240116_185118.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ.gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiVop3hbZX.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার একটা মেহেদীর ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যে এতটা সুন্দরভাবে মেহেদি ডিজাইন তৈরি করতে পারেন সেটা আমার জানা ছিল না। এই ধরনের ডিজাইনগুলো হাতে দিলে সেগুলো দেখতে আরো ভালো লাগবে।

মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন প্রস্তুত করেছেন।
বিশেষ করে মূল অংশে ফুলের নকশাগুলো দারুন ভাবে ফুটেছে।
এরকম চিত্র হাতের উপর প্রতি স্থাপন করলে দেখতে আরো বেশি ভালো লাগবে।
ধাপগুলো সুন্দরভাবে ফটোগ্রাফির সাথে উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই আট আমার কাছে বেশি ভালো লেগেছে এই জন্য, এর মধ্যে সুন্দরভাবে ফুলের দৃশ্য অঙ্কন করেছেন। আর এভাবে সৃষ্টি করেছেন সুন্দর এই মেহেদি ডিজাইন টা।

ধন্যবাদ ভাইয়া।

দারুণ একটি মেহেদি ডিজাইন করেছেন ৷ আমার কাছে বেশ ভালোই লেগেছে তিন ফুলের এই মেহেদি ডিজাইনটি ৷ আপনি কলম দিয়ে খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে ডিজাইন টি এঁকে দেখিয়েছেন ৷ অনেক ভালো লাগলো আপু আপনার এই মেহেদি ডিজাইন আর্ট ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আপনার মেহেদি ডিজাইন আর্ট গুলো ভালো লাগে। এর আগেও অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেছিলেন। আপনার আর্ট দেখে দেখে যে কেউ অনেক সুন্দর করে মেহেদী হাতে দিতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন এর আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই মেহেদী ডিজাইন এর আর্ট তৈরি করার ক্ষেত্রে ফুলের চিত্র অঙ্কন করা এবং লম্বা ডালের চিত্র অঙ্কন করে সুন্দর সুন্দর পাতার চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইনার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

এই ডিজাইন অনুযায়ী হাতে মেহেদি পড়লে দেখতে অনেক ভালো লাগবে। আপু আপনি এত সুন্দর করে এই মেহেদির ডিজাইন করেছেন দেখে অনেক ভালো লাগলো। ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

অসাধারণ ছিল, আজকের এই মেহেদী ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ফুল এবং লতা দিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করেছেন দুর্দান্ত হয়েছে।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

আমি মেহেদী দিতে খুব একটা এক্সপার্ট নই। ছোট ছোট ডিজাইন গুলো আমার ঠিক আসে না মানে সুন্দর হয় না। আপনার মেহেদী ডিজাইনটি বেশ ভালোই হয়েছে আপু। আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ দিদি।

ওয়াও অসাধারন মেহেদি ডিজাইন আর্ট। আজকে আপনি অনেক সুন্দর করে কলম দিয়ে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। মেহেদি ডিজাইন আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে।। ছোট ছোট ডিজাইনগুলোর কারণে মেহেদি ডিজাইন অনেক সুন্দর লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনি কলম দিয়ে অনেক সুন্দর করে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। মেহেদি ডিজাইন আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনার মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে ছোট ছোট ডিজাইনগুলো দিয়ে চমৎকার মেহেদি ডিজাইন আর্ট করলেন। এবং আমাদের মাঝে মেহেদি ডিজাইন আর্ট উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু খুব সুন্দর একটি মেহেদীর ডিজাইন অংকন করে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত মেহেদির ডিজাইনটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনি মেহেদির ডিজাইন অংকনের প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে আমরা সকলেই এই মেহেদীর ডিজাইনটি আঁকতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপু ,এত সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

জানেন আপু ডিজাইন টা তো দূর্দান্ত হয়েছে। কিন্তু আমি শুধু ভাবছি যে, এত সুন্দর করে কি আদেও হাতে মেহেদি দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব!! হিহিহিহি। খুব ভালো লাগলো প্রতিটি ধাপ । যদিও আমি পারি না এমন টা। তবে আপনার কাজ দেখে খুব ভালো লাগলো।