জেনারেল রাইটিং -- 💕 " এ পৃথিবী অলস ও কর্মভীরুদের জন্য নয় " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।মন কিছুটা খারাপ।আসলে কাল থেকে সার্ভার ডাউনের কারনে কোন কাজই করা হয়ে উঠেনি।প্রতিদিনের কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

এ পৃথিবী অলস ও কর্মভীরুদের জন্য নয়ঃ


girl-5835891_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,আমার আজকের জেনারেল রাইটিং লেখার বিষয়টি সম্বন্ধে আপনারা আগেই অবগত হয়েছেন।আমার আজকের লেখার বিষয়টি হলো এ পৃথিবী অলস ও কর্মভীরুদের জন্য নয়।সত্যিই বন্ধুরা আমরা এই ডিজিটালের যুগে এসে নিজেদেরকে ডিজিটাল দেখতেই কিন্তু খুব বেশী পছন্দ করি।কিন্তু ডিজিটাল শুধু মুখে বললে হবে না।আমাদের কাজে ও আধুনিকতার ছোঁয়া আনতে হবে।এজন্য অলসতা পরিহার করে কাজে মনযোগী হতে হবে।

এই পৃথিবীতে যারা কাজকে ভালোবাসে তারাই টিকে থাকে।আর অলস কর্মভীরু মানুষ যারা তারা প্রতি পদে পদে হেরে যায়। জীবন মানেই একটি যুদ্ধক্ষেত্র।এখানে প্রতিটি প্রাণীকে যুদ্ধ করেই নিজেকে টিকিয়ে রাখতে হয়।জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজ করে এগিয়ে যেতে হয় যারা প্রতিনিয়ত কাজ করে যায়, তারাই একদিন সফল হয়।আর যারা কাজ করতে আলসেমি করে,কাজকে ভয় করে তারা কখনো কোন কাজেই সফল হতে পারে না। মানব জীবনের বিকাশ ঘটেছে পরিশ্রমের ফলেই।

আজ শ্রমিকদের শ্রমের ফলেই আমাদের দেশ এতো এগিয়ে গেছে।শ্রম না দিয়ে বসে থাকলে দেশ কখনো এতোটা উন্নয়নে এগিয়ে যেতো না।আমরা সবাই যে যার জায়গা থেকে যদি কঠোর পরিশ্রম করে যাই।তবে দেশ একদিন আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।কাজ কে অবহেলা নয়,কাজের প্রতি বিরুপ মনোভাব নয়।বরং কাজকে সম্মান করে, ভালোবেসে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

পৃথিবীর ইতিহাসে যতো বিখ্যাত ব্যক্তি বা মনীষী ছিলেন তারা সকলেই তাঁদের কাজের দ্বারাই অবিস্মরণীয় হয়ে আছেন।আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী পড়লে আমরা জানতে পারি- আমাদের এই প্রিয় নবী (সাঃ) ছোটবেলা থেকে কতোই না পরিশ্রম করে গেছেন।আজ তিনি আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছেন।আমরা সেই নবীর উম্মত হয়ে কেনো কাজকে দেখে ভয় পাবো।আমাদের নবী (সাঃ) নিজ হাতে সব কাজ করতেন।আমরা ও কাজকে দেখে ভয় না পেয়ে নিজের কাজ সময়মতো নিজের হাতে করে যাবো। এতে করে নিজে যেমন সফল হবো, তেমনি দেশ ও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

অন্যদিকে কর্মভীরু লোকেরা কখনও সফল হতে পারেনা।তারা সমাজের শত্রু,পরিবারের কাছে ও তারা অবহেলিত।কেউ এমন মানুষ কে পছন্দ ও করে না।তারা সমাজ ও পরিবারের বোঝা।এই পৃথিবী এমন কর্মভীরু মানুষের জন্য নয়।এই পৃথিবী চায় পরিশ্রমী মানুষ।যারা সৎ,সাহসী, পরিশ্রমী ও কাজের প্রতি আন্তরিক এই পৃথিবী শুধু তাদের জন্য ই। যারা পরিশ্রম দ্বারা নিজের এবং দেশের উন্নয়নে সচেষ্ট।

তাই সবশেষে বলা যায়,পরিশ্রমের দ্বারাই আমাদের কে উন্নয়নশীল দেশগুলোর সাথে এগিয়ে যেতে হবে।পৃথিবীতে টিকে থাকতে হলে পরিশ্রম ছাড়া আর কিছুই নেই।এই সমাজে টিকে থাকতে হলে কাজের বিকল্প আর কিছুই নেই।আসুন আমরা সবাই কর্মভীরু বা কাজের প্রতি অবহেলা না করে কাজকে ভালোবাসি।এই কাজ দিয়ে নিজের জীবন সাজাই।

আজ আর নয়।আশাকরি আমার আজকের লেখা জেনারেল রাইটিং পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগায় ই আমার সার্থকতা।

পোস্ট বিবরন


বিষয়জেনারেল রাইটিং
লেখা@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি আছি বাংলাদেশ ঢাকা থেকে।আমি এম এস সি ( জিওগ্রাফি) শেষ করি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমার ভালো লাগে বই পড়তে,ফটোগ্রাফি করতে,আর নতুন নতুন রান্না করতে।আমি খেতে নয় বরং রান্না করে সবাইকে খাওয়াতে বেশী ভালোবাসি।সবুজ প্রকৃতি আর পাহাড় আমার খুব পছন্দের জায়গা।আমি নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে প্রকাশ করতে বড্ড ভালোবাসি।আমি আমার বাংলাকে ভালোবাসি।বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে অনেক গর্ববোধ করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

বর্তমান পৃথিবীটা কেমন জানি রোবটের উপর নির্ভর হয়ে যাচ্ছে।যার কারণে মানুষ অলস থেকে অলসতর হয়ে যাচ্ছে।একটা গাছ মনোযোগ সহকারে করো না,গুরুত্ব দেয় না।এই কারণেই সেই মানুষটি সফলতা অর্জন করতে পারে না।একদম ঠিক কথা বলেছেন আপু যারা পৃথিবীকে ভালবাসে তারাই কেবলমাত্র কঠোর পরিশ্রম করার মাধ্যমে নিজের সফলতা অর্জন করতে পারে।পরিশ্রম করার বিষয় নিয়ে এই পোস্টে আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর সুন্দর একটি উদাহরণ তুলে ধরেছেন।আপনার আজকের পোষ্টটি পড়ে খুবই ভালো লাগলো।

ভালো থাকতে হলে এবং পৃথিবীকে উপভোগ করতে হলে অবশ্যই পকেটে টাকা থাকতে হবে।
কঠোর পরিশ্রম মাধ্যমে যারা টাকা উপার্জন করে তারাই একমাত্র পৃথিবী উপভোগ করতে পারে।
ঠিকই বলেছেন অলস এবং কর্ম ভীরুর জন্য পৃথিবী নয়।

অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন হ্যাঁ এই পৃথিবীতে যারা যত পরিশ্রম করবে তারা তত সফলতার কাছে এগিয়ে যাবে কেননা পরিশ্রমই একমাত্র সফলতার চাবিকাঠি। এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

একটা প্রবাদ আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কথাটা কিন্তু শতভাগ সত্য। আপনার পোস্টের টাইটেল টা আমার ভালো লেগেছে আসলে পৃথিবী টা অলস কর্মভিরুদের জন্য না। অসাধারণ ছিল আপনার লেখা টাও। যে জাতি যত বেশি পরিশ্রমী সেই জাতি তত বেশি উন্নত। সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে হলে এবং ভালো থাকতে হলে সবার প্রথমে পকেটে টাকা থাকা বেশি প্রয়োজন। ঠিক বলেছেন আপু আপনি আমাদের নবীজির জীবন কাহিনী পড়লে আমরা বেশ ধারণা পাবো। আমি মনে করি পরিশ্রম প্রত্যেকটা মানুষের সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

দারুন লিখেছেন আপু।পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র,আর এখানে টিকে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যেতেই হবে। আর যে হাত পা গুটিয়ে বসে রইল সে জীবন সংগ্রামে পিছিয়ে গেল। তাই টিকে থাকার জন্য আমাদের পরিশ্রম করতেই হবে। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন পরিশ্রম ছাড়া কোন মানুষ সফলতা অর্জন করতে পারে না। যে পরিশ্রম করতে পারে সে সফলতা অর্জন করতে পারে। আর যে ব্যক্তি অলস কর্মভীরু প্রতি পদে পদে বিপদে পড়ে। উন্নত দেশগুলো পরিশ্রম করে অনেক দূর এগিয়ে গেল। তবে যারা পরিশ্রম করতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে। আর অলস লোক দিয়ে কিছুই করাই সম্ভব না। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

যারা পরিশ্রম করে তারাই সফলতার মুখ দেখে। আর যে লোকগুলো অলস তারা প্রতিপদে পদে বিপদে পড়ে কারণ তারা সফলতার মুখ দেখেনা। তবে ঠিক বলেছেন উন্নত রাষ্ট্রের লোক গুলো অনেক পরিশ্রম এবং মেধা খাটিয়ে তারা অনেক দূর এগিয়ে গেছে। আসলে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রশতি। ঠিক বলেছেন আমাদের প্রিয় নবীজিও ছোটকাল নিজ হাতে নিজের সব কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।