আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।
মাঃ
বন্ধুরা,আজ বিশ্ব মা দিবস। বছরের মে মাসের দ্বিতীয় রবিবারে বিশ্ব " মা দিবস"পালন করা হয়।এই দিনটি পৃথিবীর সকল মাকে নিয়ে পালন করা হয় বিশেষ একটি দিন হিসেবে।এই দিনটি বিশেষ ভাবে সব দেশেই মা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। ছোট এই একটি শব্দ "মা" এর গভীরতা কিন্তু অনেক।আমরা এই সুন্দর পৃথিবী দুচোখ ভরে দেখছি তা কিন্তু এই মায়ের ই কারনে।মা আমাদের লালন-পালন করে বড় করে তুলেছেন,নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন।নিজের ঘুম, আরামকে বিসর্জন দিয়ে শুধু সন্তানের কথাই ভেবে গেছেন।এই সন্তানকে আগলে রেখেছেন সব অনিষ্ট থেকে।এই মায়ের অবদান আসলে বলে বা লিখে শেষ করা যাবে না।
যখন খুব ছোট ছিলাম আমরা কথা বলতে পারতাম না।তখন আমাদের সব চাওয়া-পাওয়া আমাদের এই মা ই বুঝে যেতেন।আমরা ঘুমাবো নাকি খাবার খাবো সবটাই কিন্তু এই মা বুঝে যেতেন।আমাদের কে লালন-পালন করে বড় করে তোলা, লেখাপড়া শেখানো সবই যেনো মায়ের হাতেই হয়েছে সবার।আমরা যদি বিভিন্ন পশুপাখির দিকে লক্ষ্য করি তবে দেখতে পাই এই পশুপাখির মধ্যে ও মায়ের অবদান সমানভাবেই আছে।
একজন শিশুর শারিরীক ও মানসিক বিকাশে মায়ের অবদান অনেক বেশি।মা তার সন্তানকে হাসি,আনন্দ, খেলাধুলার মধ্যে দিয়ে বড় করে তোলেন।যখন সেই শিশুটি বড় হয় তখন মা তাকে সঠিক শিক্ষা দিতে ধীরে ধীরে তাকে লেখাপড়ার দিকে আগ্রহী করে তোলেন। তাকে নানা রকম গল্পে,খেলার ছলে পড়াশোনা করতে নানা রকম সহযোগিতা করে থাকেন।
আমরা যখন অসুস্থ হয়ে পরি তখন এই মা কিন্তু দিন-রাত নিজের কথা না ভেবে বাচ্চার খেয়াল করে থাকেন।নিজের সন্তানটি কি করলে একটু আরাম পাবে তাই মায়ের ভাবনাতে সব সময়ই থাকে।সন্তানকে মা পাশে নয় বরং নিজের বুকের উপর আগলে রেখে কিছুটা স্বস্তি তখন পান।আর এরই নাম কিন্তু মা।এই মায়ের অবদান আমরা কি করে ভুলি।
আমরা যদি মানুষ ছাড়া অন্য কোন প্রানীর দিকে তাকাই তবে দেখতে পাই সব প্রানীকূলের মাঝেই সন্তানের প্রতি মায়ের অবদান অপরিসীম। যেমন - মাকড়শার কথাই যদি বলি তবে আমরা দেখতে পাই একটি মা মাকড়সা তার মধ্যে ডিম ধারন করেন।বাচ্চা ফোটানো পর্যন্ত তার কতই না পরিশ্রম করে যেতে হয়।সেই ডিম থেকে যখন বাচ্চা ফুটে যায়।সেই বাচ্চারা তখন সেই মায়ের শরীরের অংশ খেয়েই বড় হয়।এই ব্যাপারটা আমি যখন ছেলেবেলায় দেখি তখন আমার খুব কষ্ট হয় মা মাকড়শার জন্য। আম্মুর কাছে জানতে চাইলে আম্মু আমাকে এটাই বলেছিল।তবে দেখুন একটি পোকা জাতীয় প্রানী হয়েও কতো ত্যাগ সে সন্তানের জন্য করে যায়।
মায়ের এতো অবদান সেই মাকে আমরা একটি বিশেষ দিনে কেন মনে করবো?? আজ আমি এই মা দিবসে পোস্ট শেয়ার করেছি শুধু এই মেসেজ দিতে - পৃথিবীর সব মা ই সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই আমরা একটি বিশেষ দিনে নয় বরং সুখে - দুঃখে সব সময় মায়ের পাশে থাকবো।মাকে সময় দেব।যে বয়সে এসে মা সঙ্গীহীন একাকিত্ব অনুভব করে সেই সময়টাতে তার পাশে বন্ধুর মতো ছায়া দেব।মাকে হাসি-খুশিতে রাখবো।মায়ের মুখে হাসি ফোটানো মানেই জান্নাতের পথ তৈরী করা।তাই মা দিবস বলে একদিন মাকে নিয়ে গল্প,কবিতা, উপন্যাস লিখবো তেমনটার আসলে দরকার নেই। দরকার হলো সার্বক্ষনিক মায়ের পাশে থাকা, মাকে বুঝতে পারা, এটা খুব গুরুত্বপূর্ণ। সকল কাজের গুরুত্বের সাথে মাকে সময় দেয়াও একটি গুরুত্বপূর্ণ কাজ এটা আমাদের আজ ভাবতে হবে।এই বিষয়টিকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো।তবেই তো মা দিবস স্বার্থকতা পাবে।পৃথিবীর সকল মা-বাবার প্রতি রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা ও অভিনন্দন। ভালো থাকুক পৃথিবীর সকল মা-বাবা।
আজ এখানেই ইতি টানলাম।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু মা দিবস নিয়ে বেশ সুন্দর লিখেছেন কিন্তু আপনি।মা খুব ছোট একটি শব্দ হলেও এর গভীরতা বিশ্লেষন করতে গেলে যুগের পর যুগ শেষ হয়ে যাবে হয়তো।ঠিকই বলেছেন আপনি মায়ের কোনো তুলনা হয়না,মায়ের তুলনা একমাত্র মা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু। শেষে একটু ভুল আছে কমেন্টে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আল্লাহ তায়ালার দেওয়া সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ একটি উপহার হচ্ছে মা। আসলে মা এমন একজন যার গুরুত্ব সবার আগে। এই পৃথিবীর আলো দেখার একমাত্র কারণ হচ্ছে আমাদের মা। আজকের এই দিনে পৃথিবীর সকল মাকে আমার তরফ থেকে জানাই অনেক শ্রদ্ধা ভালবাসা। আসলে এই দিনটাকে বিশ্ব মা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে তুলে ধরে আপনি আজকের এই পোস্টটি লিখেছেন পড়ে ভীষণ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ হয় না। মা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বিপদে আমাদের রক্ষা করে, একাকীত্বে সঙ্গ দেয়। সত্যি আপু আপনার লেখাগুলো পড়ে মুগ্ধ হলাম। আপনি কিন্তু দারুণ লিখেছেন। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লেগেছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু মা শুধু দিবসে নয়, মা সব সময় সবদিনেই মা। সত্যি মা কথাটি অনেক ছোট কিন্তু এর গভীরতা অনেক। মা তো মাই, মায়ের তুলনা পৃথিবীতে কারো সাথে হয় না। হাজার কষ্টের মাঝে মা তার সন্তানের আগলে রাখেন। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করেছেন খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই বলো মা, পৃথিবীতে মায়ের নেই তুলনা- গানটির কথাগুলো মনে হয়ে গেল। পড়ছিলাম আর কাঁদছিলাম মাকে নিয়ে করা আজকের পোস্টটি। যার মা নেই সে কেবল বুঝে মা কি জিনিস। মায়ের সাথে পৃথিবীতে কারো তুলনা করা যায় না। মায়ের গল্প বলে শেষ করা যাবে না আপু। অনেক কিছু লেখার ইচ্ছা থাকলেও ভাষাগুলো হারিয়ে ফেললাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মা দিবস উপলক্ষ্যে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। মা নিয়ে লিখতে গেলে আসলে শেষ হবে না। মা একটি জাতির রক্ষক। সন্তান মানুষের মত মানুষ হওয়ার পেছনে মা এর অবদান অপরিসীম। প্রতিটি সন্তানের সব থেকে বড় বন্ধু না। এই মা দিবসে মায়ের অনেক স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit