❤️❤️ " আমার স্বরচিত অনুভূতির একগুচ্ছ অনুকবিতা "

in hive-129948 •  6 months ago 
আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।

একগুচ্ছ অনুকবিতাঃ


অনুভূতির কবিতা_20240902_092406_0000.jpg

কানভা দিয়ে বানানো

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,আজ একগুচ্ছ অনুকবিতা শেয়ার করতে চলে এলাম।অনুভূতিগুলো আজ বড্ড বেশী এলোমেলো।আব্বুর কিডনির সমস্যার জন্য দুই মাস আগে ডায়লাসিস নিচ্ছিল,আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।আবার কিছুদিন ধরে আব্বু হাসপাতালে ভর্তি।লাঞ্চে পানি তাই হাসপাতালে প্রায় ৫ দিন ধরে ভর্তি আছে।কিডনির সমস্যা থাকলেও এখন প্রেশার নীচে নেমে গেছে।বড্ড বেশী দুঃশ্চিতায় আছি।কোনকিছু তে স্থির থাকা আমার হয়ে উঠছে না।মন খুবই খারাপ যাচ্ছে আমার।এরপরেও আপনাদের সাথে যুক্ত আছি প্রতিনিয়ত।

মন অস্থির থাকলে কোন কিছু ই আর ঠিক মতো করা হয়ে উঠে না।সব সময় চেষ্টা করে যাচ্ছি অ্যাক্টিভ থাকার।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।আজ অনুকবিতা গুলো কষ্টের অনুভূতি থেকে লিখলাম।মনের মাঝে কষ্টগুলো এমনভাবে আঁকড়ে ধরে আছে চাইলেও তা থেকে মুক্ত হতে পারছি না।তাই সেই কষ্টের অনুভূতি নিয়েই আমার আজকের অনুকবিতা গুলো।

কবিতা হোক কিংবা অনুকবিতা হোক ছন্দ না হলে ভালো লাগেনা।তাই আমি ছন্দ নিয়ে কবিতা লিখতে পছন্দ করি।আর সব সময় ই ছন্দ নিয়ে কবিতা লিখছি।আজকের অনুকবিতা গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে কবিতা লেখার অনুপ্রেরণা আমার বৃদ্ধি পাবে।আপনাদের অনুপ্রেরণায় লিখে চলেছি। আর লিখব আশাকরি।চলুন অনুকবিতা গুলো পড়ে আসি--

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm (1).gif

একগুচ্ছ অনুকবিতাঃ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu (1).gif

অনুকবিতা -১



বাবা মানে চোখের মনি
চোখের মনি হয়ে আছো
চাই না হারাতে চোখের আলো
থেকো তুমি আলো হয়ে।

মনটাতে আজ বিষাদের ছায়া
শান্তি নেই যে কোন কিছুতে
পরম শান্তি দিও গো প্রভু
সুস্থ করো বাবাকে মোদের।

অনুকবিতা -২



সাঝবেলার ওই মলিন আলোয়
দেখেছিলাম মুখটি তোমার
চাহনিতে ছিল যে তোমার
পেয়ে হারানোর কষ্ট গুলো।

কতটা কষ্ট পেলে মানুষ
বিশ্বাস হারায় এক নিমিষে
প্রথম শর্ত ভালোবাসার
বিশ্বাস শুধু বিশ্বাস ই যে।

অনুকবিতা -৩


দুঃখের রাত্রি পোহাবে কখন
আর কত রাত আছে বাকি
কষ্টের রাত হয় যে দীর্ঘ
মন বসে না কোন কাজে।

মনটাতে আজ বিষাদের ছোঁয়া
দ্বগ্ধ হলো যে মনের দুয়ার
জ্বলে জ্বলে পুড়ে যাচ্ছে
মনটা আমার অবশেষে।

অনুকবিতা -৪


বেঁচে থেকে লাভ কি বলো
তুমিহীনা হয়ে জীবন
অমবস্যা তিমির রাত্রি
কাটবে না দিন তোমায় ছাড়া।

ভেবে ভেবে দিন কাটে মোর
একলা বসে ঘরের কোণে
স্বপ্ন বুনি তোমায় নিয়ে
থাকব সুখে মিলে দুজন।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn (1).png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9W95TeopbVbf4Mku9zqxab82pkhTEGgTxeDknYmusm6rfyepo2LTu5AkYGN8TKapD2TWM4XbTAPnk2J9i3Lmc.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছন্দ মিল রেখে কবিতা লিখলে কবিতাগুলো চমৎকার হয়। আজকে আপনি ছন্দ মিলিয়ে খুব চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। তবে আপনার কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অসাধারণ অনু কবিতা লিখেছেন। অনেক সুন্দর করে আমাদের মাঝে অনু কবিতাগুলো উপস্থাপনা করেছেন।

আপনাদের সবার অনুপ্রেরণায় আজ ও লিখে চলেছি।ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার লেখা অনু কবিতার লাইনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। দারুন অনুভূতি নিয়ে আপনি এই অনু কবিতা গুলো লিখেছেন। অনু কবিতা গুলোর প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।

আসলে তেমন নয়।চেষ্টা করি, লিখি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

অনেক দারুন কিছু অনুকবিতা লিখে শেয়ার করলেন আপু। ঠিক বলেছেন আপু বাবা প্রতিটি সন্তানের চোখের মনি। আর আল্লাহর কাছে দোয়া করি কোন সন্তানকে যেন বাবা মা হারা না করেন। মনের সকল অনুভূতি দিয়ে চমৎকার অনুকাবিতাগুলো লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ধন্যবাদ আপু আপনাকে ও।

কিছুটা বিরহের অনুভূতি দিয়ে লেখা আপনার ছোট ছোট কবিতা। কবিতাগুলো আমাকে মুগ্ধ করেছে। বেশ সুন্দরভাবে লেখার চেষ্টা করেছেন এবং লাইনগুলোর মিল দেখে ভালো লাগলো।

ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

আপু আপনার আব্বুর জন্য অনেক অনেক দোয়া রইল তিনি যেনো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। বাবা-মা অসুস্থ থাকলে নিজেকে ঠিক রাখা খুবই কঠিন। তারপরও আপনি এক্টিভ থাকার চেষ্টা করছেন জেনে খুশি হলাম। যাই হোক আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেন। আপনার অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু।

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

এক একটি অনুকবিতা এক একটা বিষয় নিয়ে লেখা হয়।কিন্তু আপনার সবগুলো অনুকবিতা মনে হচ্ছে কষ্ট ও যন্ত্রণাকে নিয়ে লেখা হয়েছে।যাইহোক আপনার বাবার সুস্থতা কামনা করছি দ্রুত,শুভকামনা রইলো আপু।

অসংখ্য ধন্যবাদ দিদি।

আপনার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এইরকম অনু কবিতা গুলো পড়তে সব সময় আমার ভালো লাগে। বিশেষ করে ১ নাম্বার অনু কবিতা টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কবিতার লাইন গুলো সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করেন জেনে ভালো লাগলো আপু। এটা সত্যি বলেছেন কবিতা হোক কিংবা অনু কবিতা হোক ছন্দ ছাড়া ভালো লাগেনা। আপনি আজকে একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন পরে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

🌟 "I'm loving the vibes in this post! 🎉 The creativity, the positivity, the passion for the Steem community... it's all here! 😊 I'm so grateful to be a part of this amazing ecosystem, and I know that with your support, we can continue to grow and thrive together! 💖 So, don't forget to vote for our awesome witness, xpilar.witness, by heading over to https://steemitwallet.com/~witnesses - every vote counts, and it's a huge help in keeping the Steem community strong! 🙏 Let's keep spreading love and positivity throughout this platform, and let's continue to make Steem the best it can be! 💪"