শুভ দুপুর সবাইকে
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter, আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন কথা আর না বাড়িয়ে আজকের লাইফ স্টাইলের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছিঃ
কথা দিলে কথা রাখতে হয়ঃ
বন্ধুরা,আজ নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।আমার আজকের পোস্টের টাইটেল পড়ে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমি আসলে আজ কোন বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।হে বন্ধুরা,আজকের বিষয়টি হচ্ছে যে কাউকে আমরা কথা দিলে তা আমাদের রক্ষা করা উচিত।আমি আসলে তেমনটাই শিখে এসেছি।আর এজন্যই সেদিন অর্ডার করতে হলো খাবারের।কথা দিয়েছিলাম ছেলেকে তাইতো রক্ষা করলাম কথা।
আপনারা হয়তো জানেন আমার ছেলের মিড টার্ম এক্সাম চলছে।তাকে পড়ানো মানে একটি যুদ্ধ জয় করার সমান।সে খুব কম পড়ে।খেলায় তিনি ফার্স্ট।তবে কোন খেলায়ই সে দেয়নি।এক দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল।দৌড় দেয়ার সময় তাকে এক ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল বলে আর কোন খেলায়ই সে দেবে না।কিন্তু ফুটবল খেলায় সে খুব ভালো। তখন কি পরিমানে যে দৌড়ে যায় তা যদি আপনাদের দেখাতে পারতাম তবে বুঝতে পারতেন।
এইতো সেদিন ৫ তারিখে প্রথমেই ম্যাথ এক্সাম ছিল।ছোটবেলা হাতে গুনে যোগ -বিয়োগ শেখানো হলে ও ক্লাস ফোরে উঠে তিনি হাতে কোন কিছু না গুনে মুখে মুখে করে নেয় বড়দের মতো।যা আমার একদমই পছন্দ নয়।আর তাই ছেলেকে বলেছি তুমি যদি এক্সামে বসে মুখে না গুনে হাতে গুনে ম্যাথ করো তবে পছন্দের দুটো খাবার খাওয়াবো।আর এ কারনেই কথা দেয়া।তাইতো সেদিন কথা রাখতে হলো।যদিও বাইরের খাবার আমার পছন্দ নয়।মোটামুটি সব খাবারই নিজে তৈরি করার চেষ্টা করি।কিন্তু সেদিন বাসায় আর বানানো হলো না।কারন এক্সাম।
আমি এক্সামের ঠিক এক সপ্তাহ আগে থেকে বাসার সব কাজ মোটামুটি গুছিয়ে ফেলি।এ সময়ে কোন বাড়তি কাজ আমি করিনা।কারন ছেলেকে পড়তে বসিয়ে কোথাও গেলে সে পড়বে না।পড়া থেকে উঠে যাবে।আর আমি যদি রান্না করতে যাই তবে আমার রান্না শেষ হতে হতে অন্য সব কাজ আমার সময় মতো করা হবে না।তাই সবকিছু ভেবে অনলাইনে খাবার অর্ডার করে দিলাম।বিরিয়ানি আর বার্গার।তবে আর একটা আইটেম ও আমি দিয়েছিলাম।আর তা হলো কোন আইসক্রিম।আইসক্রিম খাওয়ায় সে রাজা।যদিও আমি খুব পছন্দ করি আইসক্রিম,হিহিহি।বাইরের খাবার আমি না খেলেও আইসক্রিমটা কিন্তু আমি খেয়ে থাকি।
এক্সাম ভালো হয়েছে।আর সবচেয়ে বড় কথা ছেলে হাতে গুনে গুনেই করেছে সব ম্যাথ।তাইতো সেদিন খুশী হয়ে তার পছন্দের বিরিয়ানি,বার্গার আর তার সাথে কোন আইসক্রিম এনে ছেলেকে দিয়েছিলাম।ছেলে ভালো ই জানে ছোট সময় থেকে মামনি কথা দিলে তা রাখে।আর এজন্য ই এভাবে কথা দিয়ে যদি ভালো কিছু হয়,তবে কথা দেয়াই ভালো। কি বলেন আপনারা??
আজ আর নয়।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | Samsung A50 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপু একদম ঠিক কথা বলেছেন। কথা দিলে কথা রাখতে হয়। আর যদি সেই কথা দেওয়া হয় ছোট কোন বাচ্চাকে তাহলে তো সেটা রাখাটাই বেশ জরুরী। আপনি বেশ সুন্দর করে ছেলেকে কথা দেওয়া এবং সেই সাথে ছেলের জন্য খাওয়ার অর্ডার করার বিষয়টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথা দিয়ে কথা রাখতে হয় এটা ঠিক, কিন্তু এই কথা কয়জন রাখে। তবে আমি বলব শুধু একজনই রাখে সে হল মা। সন্তানকে যদি কোন কথা দেয় তাহলে সেই কথাটা পূর্ণ করে শুধু মা। আপনার সন্তানকে খাওয়াবেন বলে কথা দিয়েছেন এবং সেই কথা আপনি রেখেছেন। সন্তানের পরীক্ষা চলাকালীন সময় আপনি যে গুরুত্ব দিয়েছেন এটা আমার ভীষণ ভালো লাগলো। ছেলে পরীক্ষার জন্য কয়জন মা এত গুরুত্ব দিয়ে থাকে। সন্তান ভালো কিছু করলে পিতা-মাতার অনেক খুশি লাগে। পোস্ট পড়ে ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু , কথা দিলে কথা রাখতে হয় ৷ আপনি আপনার ছেলেকে কথা দিয়েছে দুটো পছন্দের খাবার খাওয়াবেন যদি সে এক্সামে বসে মুখে না গুনে হাতে গুনে ম্যাথ করে ৷ সেটাই সে করেছে এবং আপনি আপনার কথা রেখেছে এটা দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে বাচ্চারা একটু বেশিই দুষ্টুমি করে , তাদের মাঝে মাঝে এভাবেই লোভ দেখিয়ে ভালো কিছু করে নিতে হয় ৷ যাই হোক , বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে ৷ ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য ৷ খাবার ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আমার ব্লগটি পড়ে সুন্দর মতামত তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরো পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো আপু। আপনার ছেলের পরীক্ষা ভালো হয়েছে সেটা জেনেও ভালো লাগলো। আর এটা খুবই ভালো অভ্যাস যে ছোটবেলা থেকেই তার মায়ের মাধ্যমে শিখছে যে কাউকে কোন কথা দিলে সেটা রাখতে হয়। আর মানুষ ছোট থেকে তার পরিবার থেকে যা শিখে, সেটা সারাজীবন ই মেনে চলে অজান্তেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু আপনি ঠিক বলেছেন বড় কিংবা ছোট হোক কথা দিয়ে রাখতে হয়।আর বাচ্চাদের কথা রাখলে তারা বেশি খুশি হয়। খেলায় ব্যস্ত থাকলে কি হবে প্রতিযোগিতায় তারা ফেল।যাইহোক প্রিয় খাবার গুলো পেয়েছে এটাই অনেক। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকেও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথা দিয়ে কথা রাখাটা অনেক বড় একটা বিষয়৷ এর মধ্যে অনেক বড় ধরনের সম্পর্ক লুকিয়ে থাকে৷ যদি কথা দিয়ে কথা রাখা না হয় তাহলে অনেকের মনের মধ্যে অনেক ধরনের কষ্ট সৃষ্টি হয়ে যায়৷ আপনার ছেলের পরীক্ষা ভালো হয়েছে শুনে খুব ভালো লাগলো৷ সে এখন থেকে শিক্ষা পাচ্ছে যে কথা দিলে কথা রাখতে হয়৷ এই শিক্ষার ভবিষ্যতেও তার অনেক কাজে দিবে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো মানুষ কেই কথা দিয়ে কথা রাখতে হয়।বিশেষ করে বাচ্চাদের কথা দিলে রাখতে হয় কারণ বাচ্চাদের কে কথা দিয়ে কথা না রাখলে ওরাও শিখে নেবে যে কথা দিয়ে কথা না রাখলেও চলে।জেনে ভালো লাগলো লেখায় ফার্স্ট ও ফুটবলে সেরা আপনার বাবুটা।আসলে মেধাবী বাচ্চাদের সারাদিন বই খুলে বসে থাকতে হয় না তাদের অল্প পড়লেই মুখস্থ হয়ে যায়।ছেলের পরিক্ষা ভালো হয়েছে এবং সেজন্য কথা দিয়েছিলেন এব সেই কথা পূরণ করেছেন বিরিয়ানি ও বার্গার অর্ডার করে জেনে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিরিয়ানি,বার্গার এর লোভ দিলে তো আমিও আপু হাতে গুনে গুনেই সব ম্যাথ করা শুরু করে দিতাম। হা হা হা...🤭🤭 তবে আপনি আপনার ছেলেকে দেওয়া কথা যে রেখেছেন, এটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। এতে করে দেখবেন ভবিষ্যতে তার উৎসাহ আরো অনেক বাড়বে এবং আপনাকে অনেক বেশি বিশ্বাস করবে। তার ভিতরে একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে ভালো কিছু করার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit