ফটোগ্রাফি পোস্ট ----🥰 " ক্যাকটাস ও পাতাবাহার গাছের কিছু ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

হ্যালো বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম। ফটোগ্রাফি করতে আমার ভীষন ভালো লাগে।আমি বাইরে কম গেলেও ঘরে বসে ফটোগ্রাফি করি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা।

ক্যাকটাস ও পাতাবাহার গাছের কিছু ফটোগ্রাফিঃ


আমরা সবাই খুব ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।একটু যেনো সময় নেই কারো।এতো এতো ব্যস্ততার মাঝে প্রকৃতির মাঝে যাওয়া খুব কমই হয়।তাই প্রকৃতির সান্নিধ্যে যখন যাওয়া হয় তখন খুব ভালো লাগে।প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেললে ও যেনো খুব ভালো লাগে।আমি প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির ছোঁয়া পেলে মনটা সজীবতায় ভরে যায়।মনটাতে চায় না যে ঘরে ফিরে আসি। সেদিন তীব্র প্রখর রোদে গিয়েছিলাম নার্সারীতে।এতো রোদের তাপেও প্রকৃতির মুগ্ধতায় নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেদিন বেশকিছু ফটোগ্রাফি করেছি।তার মধ্যে থেকে কিছু সুন্দর গাছের ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার করা গাছের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন সুন্দর কিছু গাছ দেখে আসি।


প্রথম ফটোগ্রাফি


20230529_113541.jpg

এই গাছগুলো টবের মধ্যে করে বারান্দায় ঝুলিয়ে রেখে ও এর যত্ন নেয়া যায়।

দ্বিতীয় ফটোগ্রাফি


20230529_112808.jpg

এই গাছ দুটোও আমার কাছে খুব ভালো লেগেছিল। তাইতো সেদিন ফটোগ্রাফি করেছিলাম।আশাকরি আপনাদের কাছে ও খুব ভালো লেগেছে।

তৃতীয় ফটোগ্রাফি


20230529_112426.jpg

সব সবুজের৷ মাঝে এই গাছটি কিছুটা ভিন্ন। গাছটি সিলভার কালারের।নার্সারির ভাইটির কাছে নাম জানতে চাইলে উনি বললেন,এই গাছটির নাম সিলভার কুইন। নামটি বেশ সুন্দর।

চতুর্থ ফটোগ্রাফি


20230529_112533.jpg

20230529_112518.jpg

20230529_112520.jpg

বিভিন্ন ধরনের ক্যাকটাস ও এখানে ছিল।দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। আমি ক্যাকটাসের ও ফটোগ্রাফি সেদিন করেছিলাম।আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু।

পঞ্চম ফটোগ্রাফি


20230529_112547.jpg

এই গাছটি ও খুব সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

ষষ্ঠ ফটোগ্রাফি


20230529_112728.jpg

সপ্তম ফটোগ্রাফি


20230529_112741.jpg

এই গাছটি ও খুব সুন্দর লাগছিলো। যদিও নাম আমার জানা নেই।ফটোগ্রাফি করেছিলাম।তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।


পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনধানমন্ডি, ঢাকা

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আজ আর নয়। আশাকরি আমার করা ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হবো।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif


💞ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই ধরনের গাছগুলোতে ফুল না হলেও এগুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে পাতাবাহার গাছের সৌন্দর্য যেন অন্য রকমের। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা ক্যাকটাস এবং পাতাবাহার গাছের ফটোগ্রাফি গুলো দেখে।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

প্রকৃতির সৌন্দর্য দেখে সত্যি আপু নিজেকে হারিয়ে ফেলি।আর বৃষ্টি যেনও আরও রূপবতী করে তুলেছে প্রকৃতিকে।আপু সত্যি আপনি অসম্ভব দারুণ সব ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দারুণ ছিলও সবুজে ভরা।আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।আপনার জন্য ও রইলো শুভকামনা।

ক্যাকটাস ও পাতাবাহার গাছের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি, যা দেখে আমি তো একেবারেই মুগ্ধ আপু। সবগুলো ফটোগ্রাফির থেকে তৃতীয় নাম্বারে থাকা গাছটার ফটোগ্রাফি, একটু বেশি ভিন্ন রকম লেগেছে আমার কাছে। প্রত্যেকটা গাছের সৌন্দর্যতা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম গাছের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে আমার কাছে। ক্যাকটাস গাছের ফটোগ্রাফি ও জাস্ট অসাধারণ ছিল।

অনেক ধন্যবাদ আপু।

আপনার ফটোগ্রাফি দেখে আমি চোখ ফেরাতে পারিনি এত সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো প্রত্যেকটি ফটোগ্রাফি অপরূপ হয়েছিল। সবচাইতে মজার বিষয় যে পাতাবাহার ফুলগুলো সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার মত আমিও প্রকৃত প্রেমী মানুষ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার মন খুব সহজেই কেড়ে নেয়। সপ্তাহ ফটোগ্রাফিটি ও পাতাবাহারি গাছের মতই। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল।

Posted using SteemPro Mobile

চিমটি আপু।🥰 অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ফুলের বা গাছের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর কিছু পাতাবাহার এবং ক্যাকটাসের ছবি শেয়ার করেছেন। পাতাবাহার গাছ সৌন্দর্য বৃদ্ধির জন্য বাসা বাড়িতে লাগানো হয়। আপনি খুব সুন্দর কিছু পাতাবাহার গাছের ছবি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে সিলভার কুইন গাছ আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যাকটাস কাঁটাযুক্ত হলেও দেখতে কিন্তু দারুন লাগছে। ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য।

প্রকৃতির সৌন্দর্যে আমরা সব সময় মুগ্ধ হয়ে যাই। সত্যি প্রকৃতি অনেক সুন্দর। আর প্রকৃতির সেই সৃষ্টিশীল সৌন্দর্য ও গাছ গুলো দেখে অনেক ভালো লাগে। ক্যাকটাস ও পাতাবাহার গাছের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপু আমার কাছে অনেক ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ আপু।

প্রকৃতি ভালোবাসে না এমন ব্যাক্তি খুজে পাওয়া কঠিন। আপনি নার্সারিতে গিয়ে বেশ কিছু পাতা বাহার ও ক্যাকটাসের ফটোগ্রাফি করেছেন। এমন কিছু গাছ আছে যেগুলো ফুলের সৌন্দর্য্যের চেয়ে কোন অংশে কম নয়। আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়েছে। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

আপনার মত আমিও প্রকৃতি প্রেমী মানুষ। আসলে আমার গাছপালা অনেক বেশি ভালো লাগে। আমি তো মাঝেমধ্যে আপনার ভাইয়াকে বলি আমাদের সুন্দর একটা বাড়ি হবে আর সেই বাড়ির পুরো ছাদ জুড়ে শুধু বিভিন্ন গাছ থাকবে। যাইহোক আপু প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।