আসসালামু আলাইকুম
ঈদ মোবারক।অনেক অনেক শুভেচ্ছা ওঅভিনন্দন সবাইকে।
হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।
ঈদ উপলক্ষে হাতে মেহেদী পড়ার অনুভূতিঃ
বন্ধুরা, গত শনিবার ২২শে এপ্রিল- ২০২৩ পবিত্র ইদুল ফিতর পালিত হয়েছে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ এলো খুশির ঈদ।সবাই যে যার জায়গা থেকে খুব বেশি আনন্দ নিয়ে ঈদ উদযাপন করছেন এমনটাই আশাকরি।ঈদ মানেই খুশি,ঈদ মানেই অনেক বেশি ব্যস্ততা।এই ব্যস্ততার মাঝে ও আমি আজ আপনাদের মাঝে নিজের ঈদের খুশি ভাগ করে নিতে চলে এলাম।আপনারা সবাই জানেন বিশেষ এই ঈদ আয়োজনে বিশেষ বিশেষ খাবার রান্না করা হয়।আর এই রান্নাগুলো ঘরের গৃহিণীদেরকেই করতে হয়।এরপর ঘরের সব কাজেই গৃহিণীদের হাত দুটো খুব দরকার হয়।এতে অবশ্য আনন্দ ও আছে।সবাইকে খাবার রান্না করে খাওয়ানোর মধ্যে ভালোলাগাটুকু ও অনেক। এরপর প্রতিদিন পোস্ট করা,পোস্ট পড়ে কমেন্ট সবই কিন্তু এই হাতেরই কাজ।তাই এত এত ব্যস্ততার ভিড়ে আমার হাতে মেহেদী পরা আর হয়ে উঠেনি।
সবকিছু কেনাকাটার মাঝে মেহেদী ও আমার কেনা হয়েছিল।কিন্তু হাতে পরার সময় আর হয়ে উঠেনি। আগে নানা ধরনের মেহেদী কিনলে ও এখন শুধু কাভেরি মেহেদীটাই কেনা হয়। আমি আগের পোস্টে বলেছিলাম ঈদের দিন আব্বু-আম্মুর সাথে আমি আমার বোন দুজনই দেখা করতে গিয়েছিলাম।এরপর কাল আমার বোন মিলিটারি মিউজিয়াম ঘুরতে এসে আমার বাসায় এসেছিল। আমাদের বলেছিল যেতে কিন্তু আমরা আগেই গিয়েছিলাম তাই যাইনি। ওরা বিকেল ৫ টায় ঘুরে আমাদের বাসায় আসে। ওদের রাতে না খাইয়ে ছাড়ব না,তাই আমি আগেই সব রান্না করে রেখেছিলাম। তাই ওরা এলে হাল্কা নাস্তা দিয়েছিলাম। এরপর আমার বোন আমার হাতে মেহেদী পরিয়ে দিল। আসলে মেহেদী ঈদ ছাড়াও আমার হাতে পরতে বেশ ভাল লাগে।কিন্তু সময় সুযোগ আর হয়ে উঠে না। চুলে মেহেদী দিলেও হাতে সময়ের জন্য আসলে দেয়া হয় না।কারন কাজ তো সবই হাত দিয়ে করতে হয়।যাই হোক বোন আমার হাতে মেহেদী দেয়ার পর এবার ঈদ আমার পূর্ণতা পেলো।
একটা কথা আজ না বললেই নয়।সত্যি কথা বলতে বিয়ের আগে আমি দুই হাতের দুই পাতায় হাত ভরে ডিজাইন করে মেহেদী পরতাম।কিন্তু এখন শুধু হাতের উপরেই দেই।এত কাজ করতে হয় যাতে পানিতে না রঙ তাড়াতাড়ি চলে যায় তাই হাতের উপরেই এখন মেহেদী দেই।কি বলেন,বুদ্ধিটা কেমন ? অল্প সময় তাই বোনকে বললাম হাল্কা ডিজাইন করে দিতে।যাক বোন আমার ধীরে ধীরে মেহেদী দিয়ে দিল।তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
সত্যি কথা এটাই মেহেদী হাতে না পরলে আসলে ঈদ ঈদ মনে হয় না।বিশেষ দিনের বিশেষ কিছু তো থাকতেই হয়,কি বলেন আপনারা ? আমার ঈদ এবার আরও বেশি আনন্দময় হল।আশাকরি আমার মেহেদী হাতে পরার অনুভূতি আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।
পোস্ট বিবরন
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
---|---|
বিষয় | ঈদ উপলক্ষে হাতে মেহেদী পড়ার অনুভূতি |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন নতুন জামা কাপড় এবং হাত ভর্তি বিভিন্ন সাজের মেহেদী থাকে।।
আপনি অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন প্রস্তুত করেছেন সেই সাথে আপনার অনুভূতি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেয়েরা এবং ছোট ছোট বাচ্চারা মেহেদী পড়তে সব থেকে বেশি পছন্দ করে। ঈদ আসলেই বেশিরভাগ মেহেদি পড়ার আনাগোনা দেখা যায়। আর মেহেদি পড়ার মধ্যেও অন্যরকম একটা আনন্দ এবং অনুভূতি রয়েছে। আপনার হাতে পড়া মেহেদির ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। যা দেখ আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ঈদের সময় হাতে মেহেদী লাগালে আনন্দের সীমা থাকে না। আপনি খুব চমৎকার হাতের মেহেদীর ডিজাইন করেছেন। হাতে মেহেদি লাগানোর অনুভূতি সত্যি খুব অন্যরকম। আপনার হাতের মেহেদী ডিজাইন খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদে মেহেদী না পড়লে ভালো লাগে না।আমার কোনো ইদে পড়া হয়না,ডিজাইন ভালো দিতে পারিনা এজন্য।নিজের দেওয়া ডিজাইন পছন্দ হয়না আরকি।বিয়ের আগে হাতের দুই পিঠেই মেহেদী দিতেন এখন কাজ করতে হয় তাই শুধু উপরেই দেন।ভালো লেগেছে আপু আপনার মেহেদী দেওয়ার অনুভূতি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদ উপলক্ষে হাতে মেহেদি ডিজাইন টা কিন্তু দারুন ছিল। আপনার ভাবিও এভাবে সেজেছিল আমার জন্য। অবশ্য সে তার বাবার বাসায় ছিল আমি নিজের বাড়িতে ছিলাম। গিয়ে দেখি কি দারুন হাতে মেহেদি দিয়ে বসে আছে। যাই হোক অনেক ভালো লাগলো আর এত সুন্দর ভাবে আমাদের মাঝে ব্লগ সাজিয়ে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব ভাল লাগলো মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit