DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি ড্রেস এর অরিগামি || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই ??

হ্যালো বন্ধুরা,



"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি ড্রেস এর অরিগামিঃ


IMG_20230622_154732.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...ZmJMhBvFWv1mCMKadcCwY5hmGZidXv7GwXJGxkexucjwD98Gqn9odRb2XDQBNTRG5SsBLP6BSuD8sxWMovLai7jcEGxpWefWwzfpoWz4BhUvgiVjAhVtvToNpW.png

বন্ধুরা,প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন ডাই পোস্ট শেয়ার করার। আপনাদের উৎসাহে এ ধরনের কাজ করার উৎসাহ আমার বেড়েই চলেছে।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ড্রেস এর অরিগামি আপনাদের মাঝে শেয়ার করলাম আশাকরি আমার আজকের ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

তবে চলুন কথা না বাড়িয়ে এই ডাই পোস্টটি করতে কি কি উপকরন লেগেছে তা তুলে ধরছি--

প্রয়োজনীয় উপকরনঃ


১। রঙিন কাগজ

20230622_100922.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20230622_101056.jpg

20230622_101105.jpg

20230622_101205.jpg

BeautyPlus_20230622101329667_save.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে ছবির মতো করে ভাঁজ করে নেবো।

ধাপ-২


BeautyPlus_20230622101459999_save.jpg

BeautyPlus_20230622101515439_save.jpg

20230622_101725.jpg

এরপর ছবির মতো করে দুপাশে ভাঁজ করে নিলাম।

ধাপ-৩


BeautyPlus_20230622101915378_save.jpg

BeautyPlus_20230622101924197_save.jpg

BeautyPlus_20230622101953661_save.jpg

এবার মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।এরপর ছবির মতো করে অল্প ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


BeautyPlus_20230622102003844_save.jpg

20230622_102058.jpg

20230622_102157.jpg

এবার নীচের দুপাশ টেনে নিলাম।এবার উপরের দুপাশে সামান্য ভাঁজ করে নেবো।

ধাপ-৫


20230622_102422.jpg

20230622_102525.jpg

20230622_102601.jpg

এরপর পেছনের অংশে উপরের ভাঁজটা করে নেবো।এরপর দুপাশ টেনে ভাঁজ করে নিলাম।এরপর উপরের দুপাশে ভাঁজ করে নিলাম।


উপস্থাপনাঃ


BeautyPlus_20230622102827609_save.jpg

photocollage_2023622174915562.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ


আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি ড্রেস এর অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...yaw8c1nrQtNTaKdRstUk5rPvhr4LhB5aGHf686ZxW2knNmkA5XfosiGoHqyBg1xMYgRHTpt49Y9rWsLnkesZJkoHXpcVJBBveF5C4XfWpBtrYvxUBUsYezhM9P.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার রঙিন কাগজের ড্রেসটা অসাধারণ হয়েছে। সত্যি আপু রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে ও দেখতে অনেক ভালো লাগলো।এ ড্রেসগুলো আমার মেয়ের অনেক পছন্দ তার পুতুলের জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ড্রেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে আপু।ধন্যবাদ আপনাকে।

আপনি ঠিক বলেছেন আপু বাচ্চারা এ ধরনের জিনিসগুলো খুব পছন্দ করে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

বাহ্ বেশ দারুন একটি অরিগামী উপহার দিয়েছেন আপু। সত্যি বলতে এধরনের কাজগুলো আমি ভীষণ পছন্দ করি। ছোট্ট ড্রেসটি ভীষণ কিউট দেখাচ্ছে। বেশ চমৎকার ধাপে ধাপে দেখিয়েছেন।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারলে দেখতে খুবই ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে ড্রেস তৈরি করেছেন। রঙ্গিন কাগজ ড্রেস টি দেখতে খুবই সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে ড্রেস তৈরি করার প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মন্তব্যটি পড়ে মনটা ভরে গেলো।🤗অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

ড্রেসটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। এভাবে একদিন এই কাগজের ড্রেস তৈরি করার চেষ্টা করবো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

আমার বানানো ড্রেসটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে একটি ড্রেসের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে ড্রেসে অরিগামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

নিজের সৃজনশীলতা প্রকাশ করার অন্যতম মাধ্যম আমার বাংলা ব্লগ কমিউনিটি। এখানে আমরা আমাদের নিজের সৃজনশীলতা খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারে যেটা আপনি আপনার পোষ্টের মাধ্যমে ফুটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমাদের মাঝে। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ড্রেস তৈরি করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

পোষ্টের সৃজনশীলতা এনে নিজের প্রতিভাকে বিকাশ করার এর থেকে ভাল মাধ্যম মনে হয় আর হয় না। যাইহোক আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। রঙিন কাগজের এই ড্রেসগুলো দেখতে খুবই ভালো লাগে। এমন একটি ড্রেস আমিও অনেক আগে তৈরি করেছিলাম। আপনার ড্রেসটি ও দেখতে খুব সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।