বিষয় - কবিতা | | আমার স্বরচিত কবিতা - "কেউ একজন " | | @shimulakter | | ১৮। ০৯ । ২০২২ ইং | |

in hive-129948 •  2 years ago 

হ্যালো,

আসসালামু আলাইকুম, আদাব ভারতীয় ও বাংলাদেশের সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভাল আছেন । আমিও আপনাদের শুভকামনায় ভাল আছি ।আমি শিমুল আক্তার বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করে যাচ্ছি ।সব সময় আপনাদের সাথে করে এগিয়ে যাব ,এই কামনা করি । আপনারা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে আমার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন ,এটাই আশাকরি । “ আমার বাংলা ব্লগ “ আমার ভালোবাসার একটা জায়গা । এখানে থাকতে পেরে অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার মধ্যে । আমি সবার সাথে এভাবে থাকতে চাই সব সময় ।

কবিতা (12).jpg
সোর্স

বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে স্বরচিত একটি কবিতা নিয়ে হাজির হয়েছি । আমার লেখা কবিতা আপনারা পছন্দ করেন ,তাইতো দিনের পর দিন আমার কবিতা লেখার আগ্রহ বেড়েই চলেছে । আমার আজকের কবিতা “ কেউ একজন “। আমার এই কবিতা আপনাদের ভালো লেগে থাকলেই আমার সার্থকতা । পড়ে , অবশ্যই জানাবেন কেমন হল । আশাকরি ভালোই লাগবে । এ বিশ্বাস নিয়েই আমার এগিয়ে যাওয়া এই কবিতার রাজ্যে ।

আমার আজকের কবিতা “কেউ একজন “ এর মূল কথা হল এই জীবনের সাথে এমন একজন মানুষ থাকুক যে কিনা সবকিছুর সাথে জড়িয়ে থাকবে । ভাল লাগা ,মন্দ লাগা, ভালোবাসায় ,ভাবনায় সবকিছুর সাথে মানুষটি মিশে থাকুক একাকার হয়ে । এমন একজন মানুষ খুব বেশি দরকার ।এই ভাবনা থেকেই এই কবিতা লেখা । আজকাল ভালোবাসার মানুষ সত্যি ই পাওয়া খুব কঠিন । এই সময়ে এসে এমন একজন ভালোবাসার মানুষকে পাশে পাওয়া সত্যি ই ভাগ্যের ব্যাপার । এমন একজন মানুষ আসলে সবার ই দরকার । এই ভাবনা থেকেই এই কবিতাটি লেখা -” কেউ একজন “। আশাকরি আপনাদের ভাল লাগবে ।

তবে চলুন কবিতাটি পড়ে আসি । ভালো , মন্দ যাই লাগুক জানাবেন আশাকরি ।ভালো লাগা থেকে আমার এই কবিতা লেখা । আপনাদের ভালো লাগলে , আমার ভালো লাগা আরও দ্বিগুণ বেড়ে যাবে ।

কেউ একজন

কেউ একজন আমার কথা ভাবুক
কষ্টের রাতে আমার কাঁধে হাতটি তার রাখুক ।
জীবনে চলার পথ এতটা সহজ নয় ,
এমন একজনকে পাশে তাইতো দরকার হয় ।
কেউ একজন আমায় ভালোবাসুক ,
মন খারাপের দিনগুলোতে আমার পাশে থাকুক ।
মন খারাপের আজকাল কোন কারন নাই,
এমন একটি মানুষকে তাই পাশে চাই ।
কেউ একজন আমায় নিয়ে থাকুক
সবকিছুর মাঝেও সে আমায় নিয়ে চলুক ।
চলার পথটি নয়কো সহজ আজ
এমন অবস্থায় এ মানুষটির দরকার ।
কেউ একজন আমার কথা শুনুক
হাজার কথামালার মাঝে আগ্রহ তার থাকুক
আজকাল হরেক রকম কথার অভাব নাই
তাইতো আমার কথা শোনার এমন একজনকে চাই ।
কেউ একজন আমায় নিয়ে স্বপ্নের জাল বুনুক
স্বপ্নগুলো তার কারনে পূরণ হতে চলুক ।
স্বপ্ন আর বাস্তবতা খুব দ্বন্দ্ব আজ
আমায় নিয়ে তার দুচোখে স্বপ্নগুলো থাক ।
কেউ একজন আমার জন্য অপেক্ষাতে থাকুক
অপেক্ষা তো নয়কো সহজ জানা
অনেক কাজের মাঝেও সে
প্রতীক্ষাতে আমার থাকুক ।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

আমি শিমুল আক্তার ।আমার ইউজার আইডি @shimulakter.আমি ঢাকায় বসবাস করি ।আমি একজন বাঙালী হিসেবে অনেক বেশি গর্ববোধ করি ।আমি বই পড়তে , গান শুনতে অনেক ভালবাসি ।ভ্রমন করতে খুব পছন্দ করি । কবিতা লিখতে আমি খুব ভালোবাসি ।তাইতো প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি । এছাড়া মজার মজার রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি । আমার যে কোন কিছু শেখার খুব আগ্রহ । কিছু শিখতে পারলে ,অনেক বেশি আনন্দিত হই ।ভালোবাসি মানুষকে । আর মানুষের পাশে থাকার চেষ্টা করে যাই প্রতিনিয়ত ।

WhatsApp Image 2022-04-30 at 11.50.08 AM.jpeg

WhatsApp Image 2022-09-13 at 9.15.00 AM.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঠিক বলেছেন আপু কেউ একজন এরকম থাকা দরকার। যার কাছে কষ্টের কথা বলা যাবে, যার কাছে স্বপ্নের কথা বলা যাবে, তার সাথে একসাথে অনেক পথ পাড়ি দেওয়া যাবে এরকম একজন মানুষ থাকা দরকার। আপনার কবিতাটা পড়ে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করেছেন অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

আসলেই এমন একজন সবার জীবনে থাকা উচিত কিন্তু কয়জনই বা পায় এমন মানুষ বিপদে আপদে সব সময়ে পাশে।যাই হোক আপনার কবিতা বেশ সুন্দর। আশা সামনে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছে পাব।ধন্যবাদ

আপু আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। নতুন কবিতা লিখছি আশাকরি সব সময় পাশে থাকবেন। অনেক ধন্যবাদ আপু। 🥰

আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে আপু। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আসলে কেউ একজন এরকম থাকা খুবই দরকার। যার কাছে মনের সকল কথা শেয়ার করা যাবে দুঃখ কষ্ট হাসি কান্নার কথাগুলো তার কাছে শেয়ার করা যাবে। সত্যি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কবিতা টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 😊

জীবন চলার পথে প্রতিটি এমন মানুষ প্রয়োজন যে কিনা না বলার কস্ট গুলো সহজে বুঝে নিতে পারে।আপনার কবিতা টি অনেক সুন্দর হয়েছে আপু।এভাবে চালিয়ে যান।আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ। আমার কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু । অনেক শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিটা মানুষের এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে নিজের সবটা মন খুলে শেয়ার করা যায় , সুখ এবং কি কষ্টের কথাও ভাগাভাগি করার যায় , চলার পথে এমন একজন থাকুক যার উপর ভরশা করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় , এমন একজন থাকুক যে কিনা মনের কথা নাহ বলতেই বুঝে ফেলে , এমন একজন থাকূক যে কিনা আমার ভেংগে যাওয়া মনকে জোরা লাগানোয় ব্যস্ত থাকবে , এক কথায় আমাকে আমার মত করে বুঝবে , ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

ভাইয়া আপনাকে ও অনেক ধন্যবাদ। আমার কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপু।এরকম একজন সবার জীবনেই থাকা উচিত যে শুধু তাকে নিয়েই থাকবে। আপনার কবিতা দিন দিন আগের থেকে ভাল হচ্ছে।

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পাশে সব সময় থেকে সাপোর্ট করার জন্য। অনেক শুভকামনা আপনার জন্য।

আসলেই একটা মানুষ দরকার ৷যে সব সময় পাশে থাকবে কষ্ট গুলো বুঝবে ৷ যার সাথে নিজের সব কথা মন খুলে শেয়ার করা যাবে ৷ এমন একজন মানুষ থাকলে তো ভালোই ৷ কিন্তু বর্তমান সময়ে এমন মানুষ পাওয়াই তো কঠিন ৷ অনেক সুন্দর লিখেছেন আপু ৷ অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য

সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য আজ আমি কবিতা লেখার আগ্রহ পাচ্ছি। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

প্রতিটি মানুষই চায় তার জীবনে এরকম একটি মানুষ থাকুক। সব মানুষেরই এরকম একটা মনের মানুষ থাকা উচিত। দিনশেষে সবকিছু শেয়ার করার জন্য একজন মানুষ থাকা দরকার। কিন্তু বর্তমানে কয়জনই বা সেরকম মানুষ পায়। আসলেই সবার জীবনে এরকম একজন করে মানুষ থাকলে সবার জীবনটা সুন্দর হতো। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। বরাবরই খুব সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আপনাকে ধন্যবাদ আপু।

আপু আপনি ও সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমার কবিতা আপনার ভাল লাগে জেনে অনেক ভাল লাগলো। অনেক শুভকামনা আপু আপনার জন্য। ভাল থাকবেন।

বাহ্ বেশ লিখেছেন তো আপু। তবে লেখাটা খুব পরিচিত লাগছে। ঠিক এমন এক ধাঁচের কবিতা আমি পড়েছিলাম বেশ কিছু দিন আগে ওটার নাম ছিল কেউ একজন থাকুক। যাই হোক লেখাতে মনের ভাবটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। আমাদের প্রত্যেকের জীবনে হয়তো এমন কাউকে সত্যিই খুব প্রয়োজন। যার জন্য আমরা নিজেরা নিজেকে খুঁজে পাব বার বার। ভালো থাকবেন। আরো ভালো ভালো লিখবেন এমনটাই আশা রাখি।

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার কবিতা পড়ে সুন্দর মন্তব্য দেয়ার জন্য আপনাকে অভিনন্দন। এভাবে পাশে থেকে সাপোর্ট করলে, সামনে আরো সুন্দর সুন্দর কবিতা লেখার আগ্রহ পাব। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আরে বাহ আপু!!!
আপনি তো বেশ প্রতিনিয়ত আমাদের কে কবিতা শেয়ার করেছেন ৷
খুব ভালো লাগে আপনার কবিতা পড়ে৷

আপু মন থেকে চাইলে আপন মানুষ পাওয়া সম্ভব ৷যে কী না সবসময় ভালো মন্দ দুঃখ কষ্ট
সুখ সবকিছুর সময়ে হাতটি ধরে সাহস জোগাবে ৷

যাই হোক আপনার কেউ একজন আপন মানুষ হোক এমনটাই প্রত্যাশা করি৷ কি বলি আপনার তো আছে ৷হিহিহিিহিহহহ

আমার লেখা কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। এমন কবিতা নিয়ে আবার হাজির হব। অপেক্ষা করুন। অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।