লাইফ স্টাইল পোস্ট -- 💝 " কাঁচা আমের খোঁজে অনলাইন শপিং চালডালে " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

হ্যালো,

আমার বাংলা ব্লগবাসী,কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।গরমে খুব বেশি নাজেহাল অবস্থা।গরম যেনো কিছুতেই কমছে না।এই গরমেও আল্লাহ রাব্বুল আলামীন সুস্থ রেখেছেন,ভালো রেখেছেন তাতেই অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি।এই গরমে আপনারা নিজেদেরকে কতটুকু সেভ রাখছেন,ভালো থাকাটা খুব দরকার।আশাকরি সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার। আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।


CollageMaker_2023721203625115.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

কাঁচা আমের খোঁজে অনলাইন শপিং চালডালেঃ


বন্ধুরা,আজকে আমার ব্লগের টাইটেল পড়ে বেশ বুঝতে পেরেছেন আমার আজকের ব্লগটি কি নিয়ে লেখা।ঠিক ধরেছেন পাকা আমের মৌসুমে কাঁচা আমের খোঁজে চালডালে অনলাইন কেনাকাটা করেছি তাই আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।বন্ধুরা,আমি পুরোপুরি না হলেও বেশীর ভাগই অনলাইন কেনাকাটায় অভ্যস্থ।কেননা,আমি ভীড়,হৈচৈ খুব কম পছন্দ করি।আর প্রায় অনেক দিন থেকেই চালডালে কেনাকাটা করি।করোনা চলাকালীন সময় আমি এই চালডাল অনলাইন শপিং থেকেই কেনাকাটা করেছি।প্রায় এই এক বছর কিছু আনা হচ্ছে না চালডাল থেকে।কারন আমার বাসার কাছেই দোকান, সেখানে লিস্ট দিয়ে দিলে ওরা এসেই সব দিয়ে যায়। তাই এক বছর ধরে চালডাল অনলাইন শপিং আমার করা হয় না।চালডাল থেকে প্রায়ই ফোন দেয়।ফোন দিয়ে জানায় আমার জন্য কি কি অফার আছে এসব আর কি ।আপনারা জানেন আমি সেদিন স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম।সেখানে কেনাকাটার ফাঁকে আমি কিন্তু সেখানে কাঁচা আমের সন্ধান ও করেছিলাম।কিন্তু কাঁচা আম পাইনি।

Screenshot_20230716-120945_Chaldal.jpg

এখন আপনাদের মনে প্রশ্ন এসেছে তাই না,আমার কাঁচা আম এই পাকা আমের সিজনে কেন দরকার,তাইতো?? তবে বলছি শুনুন আসলে কাঁচা আম অনেক আনা হয়েছে ঈদের আগ পর্যন্ত।আমি সেই কাঁচা আম বানিয়ে খেয়েছি,ডালে দিয়ে খেয়েছি নয়ত আচার দিয়েছি।এখন আমার কাঁচা আম দরকার বাকি মাসগুলোতেও আম ডাল খেতে।আমার কাঁচা আম এবার সংরক্ষণ করা হয়নি।আমি আম ডাল খুব পছন্দ করি।এজন্য কাঁচা আম কেটে বক্সে রেখে দেই।আর ডাল রান্না করলে ২/৩ টুকরা আম দিয়ে দেই।খেতে ভীষণ মজার হয়।কিন্তু এবার ঈদের আগে ছেলের পরীক্ষা থাকায় এতো চাপে ছিলাম যে,কাঁচা আম এবার রাখাই হয়নি।তাই সেদিন ঝটপট ফোনটা হাতে নিয়ে চালডালে ঢুকলাম দেখতে আম আছে কিনা।গ্রীন ম্যাংগো লেখার সাথে সাথে পেয়ে গেলাম।কাঁচা আম পেয়ে আমি যেনো হাফ ছেড়ে বাঁচলাম।কিছুটা অবাকও হলাম।বাইরে বের হলেই পাকা আমে বাজার,পথ ভরা সেখানে চালডালে কাঁচা আম ! তাই সন্দেহবশত ১ কেজির ই অর্ডার করলাম।আর শুধু এক কেজি আম অর্ডার করতে কেমন লাগে,তাই প্রয়োজনীয় আরো কিছু অর্ডার করলাম।এদের সার্ভিস খুব ভালো।খুব ভোরে অর্ডার করলে ৯/১০ টার মধ্যে চলে আসে।আর ৯/১০ টায় অর্ডার করলে ২/৩ টার মধ্যে দিয়ে যায়। আর যদি রাত ১১/১২ টায় অর্ডার করি তখন সকাল না হতেই বেল বাজায় ৮ টায়।আবার আরো সুবিধা আছে যদি কোন প্রডাক্ট পছন্দ না হয় তখন ফোন দিলে তারা এসে নিয়ে যাবে।আবার অন্য নতুন প্রোডাক্ট এসে দিয়ে যাবে।সে ক্ষেত্রে ডেলিভারি চার্জ ও আর লাগবে না।

20230716_091035.jpg

20230716_120652.jpg

20230719_221843.jpg

প্রয়োজনীয় আরো কিছু অর্ডার করলাম।এর মধ্যে ডিম ও ছিল।এদের ডিম দেয়ার পদ্ধতিটি খুব ভালো লাগে আমার।এরপর আম পেয়ে তো আমি মহা খুশি।হাত দিয়ে চেপে দেখলাম আমগুলি শক্ত।তাই ভাবলাম আম কাঁচাই হবে।যাক আম পেয়ে আম কাটতে লাগলাম।আমগুলোর উপরে সবুজ থাকলেও ভেতরে হালকা রঙ ধরেছে।কিন্তু খেতে ভীষণ টক।যাক কিছুটা তৃপ্তি পেলাম।এরপর আমগুলো কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম।

20230716_121619.jpg

20230716_121705.jpg

এভাবেই আমি আমার কাঁচা আম পেয়ে খুব তৃপ্তি পেলাম।আর তাইতো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।সবাই খুব ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।


পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

🌷অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু প্রথমে আমি ভেবেছিলাম আপনি চালডাল সহ কাঁচা আম কিনেছেন। পরে দেখলাম না চালডাল হলো অনলাইন শপিং যেখানে কাঁচা আম মরিচ আঙ্গুর আরো কিছু জিনিস কেনাবেচা করা হয়। এটা আপন ঠিক বলেছেন তাই দেখে যখন পাকা আমের বাজার তখন সেখানে কাঁচা আম সেটা একটু বিষয়টা কেমনই দাঁড়ায়। এর জন্য আপনি এক কেজি আমের অর্ডার দিয়েছেন। সাথে ডিম কিনেছেন। সবকিছু মিলে বোঝা আছে সালে ডালে শপিংমল অনেকটা ভালো। পরবর্তীতে এখান থেকে অনেক কিছু কেন সম্ভব। ধন্যবাদ আপু সুন্দর একটি শপিংমলে বাজার নিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপু আম ডাল খেতে কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে ।আমিও আমের সিজনে অনেক কাঁচা আম ফ্রিজিং করে রাখি। আর আপনি এই সিজনে যেহেতু রাখতে পারেননি তাই এখন চাল ডাল অনলাইন শপিং থেকে কিনে নিয়ে এসেছেন। কাঁচা আম দেখে একেবারে জিবি চল চলে এসেছে।

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য করে পাশে থাকার জন্য।

ডাল রান্না করার সময় কাঁচা আম দিলে খেতে ভালোই লাগে। লেখা দেখে আমি প্রথমে ভেবেছিলাম আপনি চাল ডাল সহ কাঁচা আম কিনেছেন। পরে পুরো পোস্ট করে বুঝতে পারলাম অনলাইন শপিং থেকে এগুলো কিনে এনেছেন। তাদের সার্ভিস ভালো জেনে আমার কাছেও খুব ভালো লাগলো। ডিম দেওয়ার সিস্টেমটাও আমার কাছে ভালো লেগেছে। কাঁচা আমগুলো দেখে খেতে ইচ্ছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

অনলাইন থেকে যদিও সেভাবে কিছু কেনা হয় না। তবে কাঁচা আম দেখে কাঁচা আম খেতে ইচ্ছে করছে আপু। এই সময় কাঁচা আম পাওয়া ভীষণ মুশকিল। কেটে রাখা কাঁচা আমগুলো খুবই
লোভনীয় লাগছে আপু। আপনার এই পোষ্ট পড়ে অনেক ভালো লাগলো।

আমি বলতে গেলে অনলাইনমুখি আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

করোনার সময় থেকে মানুষ অনলাইলনে কেনা কাটায় অভ্যস্ত হয়ে পরেছে। এখন অনেক অনলাইন শপ বেশ ভাল সার্ভিস প্রদান করে। তা যাই হোক আপনি সারা বছর আমের ডাল খাওয়ার জন্য চালডাল অনলাইন শপথেকে আম কিনেছেন। এসময় কাঁচা আম পাওয়া বেশ কস্টকর ।তবে শেষ পর্যন্ত পেয়েছেন সেটাই বড় বিষয়। যাক তাহলে সারা বছর আম ডাল খেতে পারবেন।

আসলে অনলাইন থেকে একসঙ্গে কয়েকটি আইটেম কিনলে বেশ ভালই লাগে । তবে কখনো এরকম আম কেনা হয়নি ।আপনার কাঁচা আম দেখে বেশ কাঁচা আম খেতে ইচ্ছে করছে ।যদিও এখন কাঁচা আম পাওয়া যায় না এজন্য আরো বেশি লোভনীয় লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

চালডালে যাওয়ার কি দরকার ছিল? আমার কাছেই তো ছিল অনেক কাঁচা আম। বললেই তো পাঠিয়ে দিতাম। যা বলেছেন ডাল দিয়ে কাঁচা আম সে তো অনেক টেস্ট। আবার লাগলে আমাকে বলবেন।হিহিহি