DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  2 years ago 
আসসালামু-আলাইকুম

কেমন আছেন সবাই ???



আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামিঃ


photocollage_2023528102559561.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২।সাইন পেন

20230528_081612.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230528_081756.jpg

20230528_081838.jpg

20230528_081848.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বা ও আড়াআড়িভাবে ভাঁজ করে নেব।

ধাপ-২


BeautyPlus_20230528082004375_save.jpg

BeautyPlus_20230528082013865_save.jpg

এবার কাগজটিকে দুই পাশ থেকে টেনে সমান করে দুই ভাজ করে নিয়েছি।

ধাপ-৩


20230528_082113.jpg

এরপর কাগজের উল্টোদিকে ছোট একটি ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


20230528_082319.jpg

20230528_082541.jpg

এবার ভাঁজ করা অংশ দুপাশ থেকে টেনে নিলাম।এরপর দুপাশে ছবির মতো করে ছড়িয়ে নিলাম।

ধাপ-৫


BeautyPlus_20230528082836729_save.jpg

BeautyPlus_20230528082852153_save.jpg

এরপর দুপাশের অংশটুকু ভেঙ্গে ভাঁজ করে হাতা করে নিলাম।

ধাপ-৬


BeautyPlus_20230528082907137_save.jpg

20230528_082933.jpg

20230528_083534.jpg

এরপর সাইন পেন দিয়ে বোতাম এঁকে নিলাম।

উপস্থাপনাঃ


IMG_20230528_103533.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।🎀

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে আপনার রঙিন কাগজ দিয়ে কোটের অরিগামি চমৎকার হয়েছে। আসলে রঙিন কাগজের জিনিস গুলো মনযোগ সহকারে করলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি তৈরি করেছেন।খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে । আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি তৈরি করেছেন। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য ভিন্ন কিছু উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি বেস্ট চমৎকার হয়েছে। আসলে আপনার এই কাজটির প্রশংসা করতে হয়। অসংখ্য ধন্যবাদ নতুন একটি কাজ উপহার দেওয়ার জন্য।

সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

বাহ্ আপু আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি কোট তৈরি করে ফেলেছেন। সুন্দর সুন্দর ইউনিক পোস্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

যে কোন জিনিস নতুন কিছু দেখলেই দেখতে অনেক ভালো লাগে। আপু আপনার সৃজনশীলতা সব সময় আমি লক্ষ্য করে দেখি, আপনি যে কোন জিনিস খুবই সুন্দর ভাবে তৈরি করেন। আজকেও তার ব্যতিক্রম নয়। রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি দেখতে ভীষণ ভালো লেগেছে আমার। নিজের কাজের মাঝে ভিন্নতা আনার জন্য এবং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুবই ভালো। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা কোট টি দেখতে খুবই সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সব সময় চেষ্টা করি আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। আর পোস্টের ভিন্নতা আনার জন্য আপনিও ভিন্ন ভিন্ন পোস্ট করেন যা বেশ ভালো লাগে। আপনি আজ রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি কোর্টের অরিগ্যামি করেছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। তৈরির ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি অরিগামি করেছেন আপনি। আপনার তৈরি করা কোট দেখতে অনেক বেশি কিউট লাগছে। নিজের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য খুবই সুন্দর পদ্ধতি গ্রহণ করেছেন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার তৈরি করা জামাটিও দেখতে বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি সৃজনশীল কাজ শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু।

প্রতিদিন নিজেকে নতুনরূপে প্রকাশ করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়।আপু আপনার সৃজনশীলতা সবসময়ই লক্ষনীয়ভাবে প্রকাশ পায় যা সত্যি অনেক ভালো লাগে।রঙ্গিন কাগজ দিয়ে অরিগামি টি দেখতে ভীষণ ভালো হয়েছে।অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয়। কোর্টের অরিগামি তৈরি অনেক সুন্দর হয়েছে। সত্যিই এই ধরনের কিছু তৈরি করলে নিজের দক্ষতা বেড়ে যায়। যেটা আপনি খুব সুন্দর করে তৈরি করে দেখালেন।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কোট তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরী করা এই ধরনের কাজ দেখতে খুব সুন্দর লাগে। আপনি অনেকগুলো ধাপে কত তৈরী সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপু।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা সব রকমের জিনিস আমার অনেক বেশি পছন্দের। খুবই সুন্দর একটা পোশাক তৈরি করেছেন আপনি রঙিন কাগজে ব্যবহার করে। সত্যি অসম্ভব ভালো লাগছে এই পোশাকটি দেখতে। ভাঁজে ভাঁজে এরকম কাজগুলো করতে এমনিতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কলম দিয়ে দাগগুলো দেওয়ার কারণে, আরো বেশি সুন্দর লাগছে এই পোশাকটি। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

আমাদের এই কাজগুলোর মাধ্যমে আমাদের সৃজনশীলতা প্রকাশ পায়। এমন কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর একটি কাজ শেয়ার করেছেন আমাদের মাঝে।

ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে একটি কোটের অরিগামি তৈরি করেছেন। জামার কাছে বেশ ভালো লেগেছে এবং প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু খুব সুন্দর একটি ডাইপোস্ট শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় ।আমিও রঙিন কাগজ দিয়ে মাঝে মাঝে বিভিন্ন জিনিস তৈরি করি। তবে এভাবে এত সুন্দর কোট তৈরি করে কখনো দেখিনি অনেক সুন্দর হয়েছে।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

আসলে হাতে সময় থাকলে এবং নিজের দক্ষতা থাকলে অনেক কিছু তৈরি করা যায়। আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি কোটের অরিগামি তৈরি করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো‌ আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুবই সুন্দর দেখায়। কোট তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকার ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত দুর্দান্ত ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর একটি কোট তৈরি করেছেন। কালার সিলেকশনটা অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

সুন্দর ও প্রশংসনীয় মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে একটি কোট তৈরি করেছেন। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানানো ভালো লাগে দেখতেও ভালো লাগে। আমিও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে কিছু বানিয়ে থাকি। সত্যি বলতে আপনার কোট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কোট তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

অনেক অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপু আপনার বানানো এই কোট কি আমি পড়তে পারবো? পড়তে পারি আর নাই পারি। সাধারন রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর করে কোট বানানো যায় তা আমার জানা ছিল না। বেশ অসাধারন ছিল আজকের পোস্টটি। প্রতিটি ধাপও বেশ সুন্দর করে তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু।