ভালোবাসার কবিতা -- 💖 " তুমি আমার জান্নাত " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিআপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজও একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


সোর্স

বন্ধুরা,সপ্তাহে একটি কবিতা আমি প্রতিনিয়ত পোস্ট করার চেষ্টা করি।কবিতা লেখার আগ্রহ আমার এই কমিউনিটিতে এসেই হয়েছে।এখন কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও ভালো লাগে।আমার আজকের কবিতার নাম "তুমি আমার জান্নাত"

এখানে মাকে জান্নাত বলা হয়েছে। আমাদের সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি হচ্ছে মা।এই মায়ের ঋণ কোন সন্তানের পক্ষেই শোধ করা সম্ভব নয়।তবে এই মা কে ভালোবেসে,মায়ের মুখে হাসি ফুটিয়ে আমরা জান্নাত পেতে পারি।মা আমাাদের কতোই না কষ্ট করে লালন-পালন করে বড় করে তোলেন।আমরা সন্তান হয়ে কজনাই বা তা উপলব্ধি করি।এই মায়ের অবদানের কথা আমাদের ভুলে গেলে চলবে না।আমাদের মনে সব সময় লালন করতে হবে মা আমাদের জান্নাত। এই মাকে কখনো ই কোনভাবে অবহেলা করা যাবে না।

সুখে-দুঃখে আমাদের একমাত্র আপন মানুষটিই হলো মা।সেই মাকে নিয়ে আমার আজকের এই কবিতাটি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।মন্দ লাগলেও কমেন্ট করে জানাবেন।কারন আপনাদের অনুপ্রেরণায় আজ আমি এতোদূর।

চলুন তবে কথা আর না বাড়াই।কবিতাটি পড়ে আসি---

স্বরচিত কবিতা -- " তুমি আমার জান্নাত "


লেখা - শিমুল আক্তার


তুমি আমার জান্নাত মাগো
তুমি পরশমনি
তোমার বিহনে থাকি মাগো
কেমন করে আমি।
হাতটি ধরে হাঁটতে শিখালে
তুমি যতন করে
ঘুম পাড়ানি গান গেয়ে মা
ঘুম পারাতে রাতে।
আমার পাশে নেই তুমি মা
এমন ভাবনা এলে
কান্নারা সব ভিড় করে আমার
দুচোখ ভরে জলে।
তুমি মা আমার স্বর্গসুধা
তুমি আশার আলো
জনম জনম আমি তোমায়
বাসবো যে ভালো।
ভরসার হাত তুমি আমার
চলার পথের সাথী
পাশে থেকে উৎসাহ আর উদ্দীপনা
দিয়েছো নিরবধি।
মন খারাপের দিনগুলোতে
তুমি দিয়েছো সাহস
এমন করে কে রবে মা
ছায়ার মতো পাশে।
সেবা যতন করে তোমায়
রাখবো পাশে পাশে
ফোটাবো হাসি তোমার মুখে
জান্নাত পাবো তবে।

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা


আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আমাদের সব থেকে আপনজন এবং সব থেকে ভালো বন্ধু মা।মাকে নিয়ে লিখলে কলমের কালি ফুরিয়ে যাবে লেখা শেষ হবে না। মাকে নিয়ে আপনার অনুভূতি থেকে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

বেশ ভালো লাগলো আপু আপনার এই অনেক সুন্দর কবিতাটি আবৃত্তি করে। আমাদের মাঝে দারুণভাবে একটি কবিতা রচনা করেছেন মা সন্তানের ভালোবাসা কে কেন্দ্র করে। আসলে এই জাতীয় কবিতাগুলো বারবার ভালোবাসা সৃষ্টি করে মা সন্তানের সেই আদর স্নেহর কথা স্মরণ করিয়ে দিয়ে। আপনার কবিতাটা যদি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করতেন হয়তো আরো বেশি ভালো লাগতো।

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আসলেই আপু ঠিকই বলেছেন। আমাদের মা আমাদের কাছে যেন জান্নাত। তার হাসি একেবারে যেন জান্নাত এর অনূভুতি দেয়। মাকে নিয়ে কবিতা টা অসাধারণ লিখেছেন আপু। মা ভালো খারাপ সবসময়ই আমাদের পাশে থাকে আমাদের সাহস দিয়ে থাকে। তার সঙ্গে পৃথিবীর আর কারো তুলনা হয় না।

Posted using SteemPro Mobile

সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

মায়ের ঋণ কখনো পরিশোধ করবার মতো না। তাই তো মায়ের জায়গাটা সবার উর্ধ্বে। মা হলো জান্নাত। মাকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন আপু 💟

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন এটা যেন ভীষণ ভালো লেগেছে আপু। আর আপনি আজকে তুমি আমার জান্নাত নিয়ে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। নিজের মনের অনুভূতিগুলো এই কবিতার মধ্যে আপনি প্রকাশ করেছেন। কবিতার প্রত্যেকটা লাইন এখন খুব চমৎকারভাবে লিখেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি কবিতাটিতে মাকে জান্নাতের সাথে তুলনা করেছেন। আসলে আপনি ঠিকই বলেছেন মা হচ্ছে জান্নাত। কারণ এ পৃথিবীতে একজন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন তিনি হচ্ছেন আমাদের মা। মায়ের ভালোবাসার কোন শেষ নেই। একমাত্র তিনিই যিনি তার জীবনের চেয়ে আমাদের বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন মা। মাকে জান্নাতের সাথে তুলনা করে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু মায়ের ভালোবাসার এমন একটি কবিতা শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

সুন্দর ও সাবলীল মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।