লেভেল - ৪ হতে আমার অর্জন | | By- @shimulakter | |২৬.৮.২০২২ইং

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম , আদাব

“আমার বাংলা ব্লগ” এর ভারত ও বাংলাদেশের সকল ভাই ও বোনেরা , সবাই কেমন আছেন । আশাকরি সবাই খুব ভাল আছেন । আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে ও আপনাদের শুভকামনায় অনেক ভাল আছি ।বন্ধুরা , আজ আমি লেভেল-৪ থেকে যা যা জানতে পেরেছি , সেই বিষয় গুলো নিয়ে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব ।

বন্ধুরা , #abb-school এর মাধ্যমে আমাদের প্রফেসরবৃন্দ আমাদের প্রতিটি লেভেলে যথাসম্ভব প্রতিটা বিষয় বেশ খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন । তাদের কাছে সত্যি খুব কৃ্তজ্ঞ আমি । তাদের প্রতি কৃ্তজ্ঞতা প্রকাশ করে আমি আমার লেভেল -৪ থেকে যা জেনেছি তা তুলে ধরছি ।

WhatsApp Image 2022-08-26 at 12.24.03 AM.jpeg

লিখিত পরীক্ষা লেভেল -৪

প্রশ্নঃP2P কি ?

উত্তরঃP2P হলো Person to Person ট্রান্সফার ।অর্থাৎ একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem , SBD ;TRX ট্রান্সফার করাকে এক কথায় বলা হয় P2P ট্রান্সফার । তবে P2P করা আমার বাংলা ব্লগে সম্পূর্ণ নিষিদ্ধ ।তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তবে P2P ট্রান্সফার করার সময় অবশ্যই মেমোতে সেটা উল্লেখ করতে হবে ।

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃ P2P এর মাধ্যমে আমার steemit একাউন্ট থেকে @level4lest একাউন্টে SBD ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলোঃ

Step-1

Screenshot_26.jpg

Step-2

Screenshot_28.jpg

Step-3

Screenshot_67.jpg

Step-4

Screenshot_65.jpg

প্রথমে আমি অ্যাক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করব । এরপর ওয়ালেটে প্রবেশ করে স্টিম ডলারের পাশে যে ড্রপ ডাউন চিহ্নটি রয়েছে ,ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব ।এরপর উপরের স্ক্রিনশট অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে রেড মার্কগুলো দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যাব ।এভাবেই আমার SBD ট্রান্সফার হয়ে যাবে ।

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 STEEM সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ?

উত্তরঃ |P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0;001 Steem ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলঃ

Step-1

Screenshot_31.jpg

Step-2

Screenshot_32.jpg

Step-3

Screenshot_33.jpg

Step-4

Screenshot_66.jpg

উত্তরঃপ্রথমে আমি অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেট লগইন করব ।এরপর ওয়ালেটে প্রবেশ করে Steem এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব ।আমার দেয়া উপরের স্ক্রিনশটগুলো অনুযায়ী একে একে ইন্টারফেসগুলো আসবে এবং আমি যে রেড মার্কগুলো দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে ।তবেই আমাদের STEEM ট্রান্সফার সম্পূর্ণ হবে ।

প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃP2Pএর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টেে 0.001 TRX ট্রান্সফার স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলঃ

Step-1

Screenshot_34.jpg

Step-2

Screenshot_35.jpg

Step-3

Screenshot_36.jpg

Step-4

Screenshot_68.jpg

প্রশ্নঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশট শেয়ার করুন ।

উত্তরঃ Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশট নীচে দেওয়া হলোঃ

Step-1

Screenshot_56.jpg

Step-2

Screenshot_58.jpg

Step-3

Screenshot_59.jpg

Step-4

Screenshot_60.jpg

প্রথমে আমার প্রাইভেট অ্যাক্টিভ কী দিয়ে ওয়ালেটে লগইন করতে হবে ।তারপর উপরের ডানদিকে ক্লিক করে Currency Market এ ক্লিক করব । এরপর Buy steem সেকশনের নীচে priceএর ঘরে আমি আমার পছন্দমত price সিলেক্ট করব।এবার Total এর ঘরে কত SBD পরিমান Steem কিনবো সেটা দেব ।এরপর Buy Steem এ ক্লিক করব।উপরে স্ক্রিনশটের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া আমি এক এক করে তুলে ধরেছি ।

প্রশ্নঃ Poloniex Exchange Site এ একটি একাউন্ট Create করুন ।

উত্তরঃ Account খোলার জন্য আমি প্রথমে Poloniex এ যেতে হবে ।এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে । এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে ।তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইলে একটা মেসেজ যাবে ।এরপিওর ইমেইলের ইনবক্স এ গিয়ে কনফার্ম করলেই আইডি একটিভেট হয়ে যাবে ।নীচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

Step-2

Screenshot_37.jpg

Step-2

Screenshot_38.jpg

Step-3

Screenshot_39.jpg

Step-4

Screenshot_40.jpg

প্রশ্নঃ আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ Steem Transfer করুন ।

উত্তরঃ প্রথমে Poloniex একাউন্টে লগইন করে নিতে হবে ।এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে ।এরপর ডিপোজিট থেকে সার্চ এর ,মাধ্যমে আমার স্টিম সিলেক্ট করতে হবে এবং এটা সিলেক্ট করার পর একটি মেমো এবং একটি ঠিকানা পাওয়া যাবে এবং সেই মেমো আর ঠিকানাটিকে আমার অবশ্যই কপি করতে হবে ।এরপর আমাকে পুনরায় ফিরে এসে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে ।এরপর আবার স্টিম থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে ।এরপর To তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং অ্যামাউন্ট দিয়ে কপি করা মেমো পেস্ট করতে হবে ।এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে ।এরপর সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করতে হবে ।প্রথমে আমার Poloniex এ activity পেইজে স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে ।তারপর ৫০ কনফার্মেশন সেকেন্ডের পর তা Depositied হয়ে আমার ব্যালেন্স এড হয়ে যাবে ।নীচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলোঃ

Step-1

Screenshot_41.jpg

Step-2

Screenshot_43.jpg

Screenshot_44.jpg

Step-3

Screenshot_45.jpg

Step-4

Screenshot_46.jpg

Step-5

Screenshot_48.jpg

প্রশ্নঃ আপনার Steemit একাউন্ট হতে Poloniex Exchange Site এ TRX Transferকরুন ।

উত্তরঃ প্রথমে Poloniex একাউন্টে লগইন করে নিতে হবে ।এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে ।এরপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমার TRX সিলেক্ট করতে হবে ।এরপর ডিপোজিট on ট্রন এ ক্লিক করতে হবে ।এরপর অ্যাড্রেস কপি করতে হবে এবং এরপর আমার Steemit wallet trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে ।পরবর্তী ধাপে সুইচ টু tron এ ক্লিক করতে হবে ।এরপর কপি করা অ্যাড্রেস টি পেস্ট করব এবং অ্যামাউন্টের ঘরে কত অ্যামাউন্ট trx করব তা অবশ্যই দেব ।এরপর নেক্সট এ ক্লিক করতে হবে ।এভাবেই ট্রান্সফার হয়ে যাবে ।নীচে সমস্ত প্রক্রিয়ার স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হলঃ

Step-1

Screenshot_49.jpg

Step-2

Screenshot_50.jpg

Step-3

Screenshot_51.jpg

Step-4

Screenshot_52.jpg

Step-5

Screenshot_53.jpg

Step-6

Screenshot_54.jpg

Step-7

Screenshot_55.jpg

প্রশ্নঃ- Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তরঃ-polonex এ steem কে usdt তে convert করার জন্য প্রথমে trade এ ক্লিক করতে হবে। এরপর spot এ ক্লিক করে উপরের বাম দিক হতে , search option এ গিয়ে steem search দিতে হবে। এরপর STEEM / USDT pair টি select করতে হবে। তারপর sell এ ক্লিক করে price এবং amount লিখতে হবে। price লিখার ক্ষেত্রে order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করব। তারপর SELL Steem এ ক্লিক করব। এরপর wallet এ গেলে দেখা যাবে steem গুলো usdt তে convert হয়ে গিয়েছে।
Poloniex Exchange site এ Steemit Account হতে প্রেরিত Steem কে USDT তে Exchange করার স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হলঃ

Step-1

Screenshot_61.jpg

Step-2

Screenshot_63.jpg

polonex এ Trx কে usdt তে convert করার জন্য প্রথমে trade এ ক্লিক করতে হবে। এরপর spot এ ক্লিক করে উপরের বাম দিক হতে , search option এ গিয়ে TRX search দিতে হবে। এরপর TRX / USDT pair টি select করে sell এ ক্লিক করে price এবং amount লিখতে হবে। price লিখার ক্ষেত্রে order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করব। তারপর SELL TRX এ ক্লিক করতে হবে। এরপর wallet এ গেলে দেখা যাবেTRX গুলো usdt তে convert হয়ে গিয়েছে।

TRX এর ক্ষেত্রেঃ

Step-1

Screenshot_64.jpg

পরিশেষে বলবো যে, লেভেল- ৪ হলো abb-school এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলে স্টিমিটের আর্থিক দিকগুলো আমি সুন্দর ও সাবলীল ভাবে করতে পারবো। আমি সর্বাত্বকভাবে চেষ্টা করেছি এই লেভেলের লিখিত পরীক্ষার সকল বিষয় কে পরিপূর্ণ ভাবে তুলে ধরতে। আমি এ পর্যায়ে আমার সম্মানিত মডারেটর @Nusura Nur আপু কে বিশেষভাবে অনুরোধ করবো যদি আমার ভুলগুলো কে ক্ষমা সুন্দর ভাবে দেখে আমাকে অবহিত করেন । যাতে আমি তা সংশোধন করে সামনের দিকে অগ্রসর হতে পারি।

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ফোর থেকে আপনি অনেক কিছু শিখেছেন খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।। অনেক লম্বা একটি পোস্ট লিখেছেন সবগুলো বিষয় নিয়েই কমবেশি আলোচনা করেছেন।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

অনেক ধন্যবাদ ভাইয়া। পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য শুকরিয়া। পাশে আছেন, থাকবেন সব সময় এটাই চাই। অনেক শুভকামনা আপনার জন্য।

আপু আপনি লেভেল ফোর এর লিখিত পরীক্ষা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, দেখে বোঝাই যাচ্ছে লেভেল ফোর থেকে আপনি সবকিছু খুব ভালোভাবে শিখেছেন, দেখে অনেক ভালো লাগলো।শুভকামনা রইল আপু।

অনেক ধন্যবাদ আপু । এক্সাম নিয়ে সারাদিন অনেক ঝামেলা গেলো ।এখন কিছুটা স্বস্তি । এখন হাতে-কলমে পুরোপুরি শেখা শেষ করলাম । এখন ভাল লাগছে । অনেক শুভকামনা আপু আপনার জন্য ।

আপনার পোষ্টিটি খুব ভাল ভাবে দেখিছি। অনেক সুন্দর হয়েছে। সব কিছু খুব সুন্দর ভাবেই উত্তর দিয়েছেন। সব কিছু সাকসেস হয়েছে তার প্রমান সূরুপ ওয়ালেটের একটি স্কিট শর্ট দিলে ভাল হতো। ধন্যবাদ অনেক ভাল হয়েছে।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। সব সময় পাশে থেকে সাপোর্ট করবেন আশাকরি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ।