ভিডিওগ্রাফি পোস্ট- - 📷 " পদ্মাসেতুর ভিডিওগ্রাফি | | original videography by @shimulakter

in hive-129948 •  11 months ago 
আসসালামু আলাইকুম


শুভ সন্ধ্যা সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ প্রথম আমি আপনাদের মাঝে ভিডিওগ্রাফি পোস্ট করতে চলে এলাম।ভিডিওগ্রাফি করার মতো তেমন বাইরে আমার যাওয়া হয় না।তাই ভিডিওগ্রাফি করা হয়ে উঠে।আমার আজকের প্রথম ভিডিওগ্রাফিটি পদ্মা সেতু নিয়ে করেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

পদ্মাসেতুর ভিডিওগ্রাফি


20240302_211401_0000.png

Banner credit --@shimulakter

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,পদ্মা সেতু ছিল আমাদের স্বপ্নের একটি সেতু।এই সেতু হওয়ার কারনে ঢাকার সাথে দদক্ষিনাঞ্চলের মানুষের খুব সুন্দর যোগাযোগের একটি মাধ্যম তৈরি হয়।তাই এর প্রতি অনেক বেশি ভালোবাসা মিশে আছে।সেতুটি হওয়ার পর এই বছরের শীতের সময়টাতে আমি বাড়িতে গিয়েছিলাম।আমার খুব ভালো লাগছিল স্বপ্নের এই সেতুটিকে দেখে।তাইতো তখন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আমি করেছিলাম।

20240121_134906.jpg

আমি খুব বেশী এক্সাইটেড ছিলাম তখন।যখন সেতুটির উপর দিয়ে যাচ্ছিলাম কি এক অদ্ভুত ভালো লাগা আমার মনে কাজ করছিলো। সেদিন কুয়াশা ছিল সামান্য। আমি মুগ্ধ নয়নে দেখছিলাম আর ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

20240121_134933.jpg

আগে বাড়িতে যেতে প্রায় ৭/৮ ঘন্টা লেগে যেতো। আর এই সেতু হওয়ার পর ৩/৪ ঘন্টায়ই পৌঁছে যাওয়া যাচ্ছে।এতা খুব স্বস্তির কথা।এখন দিনে দিনেই আসা যাওয়া করা যায়। আর এজন্য আরো বেশি ভালো লাগছিলো।

20240121_135302.jpg

পদ্মা নদী অনেকটাই ছোট হয়ে গিয়েছে।জায়গায় জায়গায় চর দেখা যাচ্ছিল।শীতের সময় তাই হয়তো পানি নদীতে কিছুটা কম কম মনে হচ্ছিল।তবে বলা যায় খুব ই চমৎকার হয়েছে সেতুটি।আমার কাছে তো ভীষন ভালো লেগেছিল।আপনারা দেখে বলেন তো আপনাদের কাছে কেমন লাগলো?

20240121_135256.jpg

20240121_135236.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

পদ্মাসেতুর ভিডিওগ্রাফি


6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

পোস্ট বিবরন


বিষয়ভিডিওগ্রাফি পোস্ট
ডিভাইসSamsungA20,A50
ভিডিওগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানপদ্মা সেতু,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...MVta4bNeJVaxcJxcdU9hJyaAM4Syv6vVBAr8gExqMDB4bTLYmf68XvsL4RS3afrYHquXpd1KxVU4BaEfNL6JoZ78AayTuvoDSdQmhsRozyXKpXcf9SXg2eg4n2.png

🌻প্রথমবারের মতো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছি।ভুল-ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunX6PjYbGByjxeSRFzkWyoTrBsM99Em2BzSjyUorHApJaQqWyYTwKbaZTF6Hapc...6PXKEgWMjHxXT2HjqGJtif3otQm1h4x2CvvNmEpSCqiojRyhADfGaKvsXp6td79UXw1gpn38CAzfUiqfkWzvCJPm3UVZzGYo2z3YHLptKUpBvjAc21npziY9TU.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকে আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে পদ্মা সেতুটি দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর আমিও পদ্মা সেতুর চমৎকার একটি ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যাহোক খুবই ভালো লাগলো অনেকদিন পরে পদ্মা সেতুটি দেখতে পারে।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

image.png

পদ্মা সেতুর উপর দিয়ে আমারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল। পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকার সাথে দক্ষিণ অঞ্চলের যোগাযোগ অনেকটাই সহজ হয়েছে। পদ্মা সেতু হওয়ার কারণেই এখন যাতায়াত করতে খুবই কম সময় লাগে। আমাদের মাঝে শেয়ার করা পদ্মা সেতুর ভিডিও গ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো আপু।

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভীষন ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

বাংলাদেশের প্রায় সব নদীতে চর দেখা যায়। আমি যখন বাড়িতে যাই তখন যমুনা নদীতেও চর দেখা যায়। হয়তো নদী শাষনের কারনে এমন হচ্ছে। আমি এখনও পদ্মা সেতু যাইনি। যাবো যাবো করেই যাওয়া হচ্ছে না। তবে বেশ সুন্দর লাগছে সেতুটি। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কিছুটা হলেও দেখা হয়ে গেলো। ধন্য্বাদ ভিডিওগ্রাফিটি শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

সত্যি আপু পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। সেই স্বপ্ন যখন বাস্তবায়ন হয়েছে এটা সবার জন্যই ভালো। আসলে পদ্মা সেতুর জন্য সময় কত কম লাগে আমাদের। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনার ভিডিও গ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

অনেক ধন্যবাদ আপু প্রশংসা করে অনুপ্রাণিত করার জন্য।

Posted using SteemPro Mobile

পদ্মা সেতুর উপর থেকে ধারণ করা খুবই সুন্দর ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় পদ্মা সেতু দেখেছিলাম না আপনার পোস্টের মাধ্যমেই প্রথমবারের মতো দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমবারের মতো আমাকে পদ্মা সেতু দেখার সুযোগ করে দেবার জন্য।

আপনাকে ও অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

নিজেকে ভিন্ন রূপে তুলে ধরতে আপনি সব সময় চেষ্টা করে যাচেছন। আজও একটি ভিন্ন রকমের পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিলেন। দারুন ছিল আপনার ভিডিওগ্রাফি। আসলে যে কোন প্রকৃতির ভিডিওগ্রাফিই কিন্তু দারুন লাগে। শুভ কামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

সময় অনেক পরিবর্তন আপু ৷ পদ্মাসেতু পুরো দেশের একটি রোল মডেলে ৷ তবে এই পদ্মাসেতু হওয়াতে ঢাকা ও দদক্ষিনাঞ্চলের যাতায়াত সত্যি প্রতি মানুষকে কতটা স্বস্তি এনে দিয়েছে সেটা তারাই জানে৷ ঠিক যেমন আপনি বললেন আগে বাড়ি যেতে ৭/৮ ঘন্টা আর এখন ৩ ঘন্টা ভাবুন ৷ যা হোক আমারো ইচ্ছা আছে পদ্মাসেতুর হয়তো কোনো একবার যাবো দেখতে এটা সেই প্রথম থেকে আশা মনে ৷ যা হোক অনেক সুন্দর অনুভুতি সেই সাথে ভিডিও টি শেয়ার করছেন ৷

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Posted using SteemPro Mobile

এখনো কোনদিন পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াতের সুযোগ হয়নি।তবে, আমি অনেকের ভিডিও এর মাধ্যমে পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করেছি। আজকে আমি আপনার ভিডিও এর মাধ্যমে পদ্মা সেতুর সৌন্দর্য দেখতে পারলাম। বর্তমানে পদ্মা নদীতে পানির পরিমাণ খুবই কম।এই পদ্মা সেতু বাংলাদেশের সকল মানুষের একটি স্বপ্নের সেতু।

সময় সুযোগ করে দেখে যাবেন এসে।ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

পদ্মা সেতু বাস্তবে দেখাও সৌভাগ্য হয় নাই,সৃষ্টিকর্তা কপালে লিখে থাকলে অবশ্যই পদ্মা সেতু দেখবো এবং আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে কি দারুন দৃশ্যগুলি দেখতে পেলাম। আমার তো ভীষণ ভালো লাগতেছে
আপনার মাধ্যমে পদ্মা সেতু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেলাম।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

পদ্মা সেতু আসলেই আমাদের অনেক স্বপ্নের একটা সেতু ছিল। এই পদ্মা সেতু আসলেই আমাদের অনেক গর্বের। যাই হোক প্রথমবারের মতো ভিডিওগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে ভালো লাগলো। পদ্মা সেতুর ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো যদিও এর আগে অনেকবার পদ্মা সেতু দেখতে যাওয়া হয়েছে। সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মধ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile