জেনারেল রাইটিং -- 🥰 " কালকের দিনটি " || আমার বাংলা ব্লগ

in hive-129948 •  7 months ago 
আসসালামু আলাইকুম


শুভ দুপুর সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।নতুন আর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট লেখা শুরু করছি।



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ জেনারেল রাইটিং।আজকের জেনারেল রাইটিং বিষয়টি সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।তবে চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করি।

কালকের দিনটিঃ


আমার বাংলা ব্লগ_20240614_133409_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আপনারা সকলেই জানেন কালকের দিনটি ছিল আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের ৩য় দিন।এই তিন দিন খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনগুলো কেটে গেলো।আর কালকের দিনটি ছিল একটু বেশী স্পেশাল।তার কারন কালকে বড় দাদার কন্ঠে গান আর এডমিন মডারেটর ভাইয়া ও আপুদের কন্ঠে গান,কবিতায় মূখরিত হয়েছিল দিনটি।এই প্রথম তাদের পরিবেশনায় হ্যাং আউট আরো বেশী প্রানবন্ত হয়ে উঠেছিল।

এরপরের যে বিষয়টি আমার ভীষণ ভালো লাগার জায়গা নিয়েছিল তা হচ্ছে বছরের কোয়ালিটি ফুল কমেন্টকারী হিসেবে আমাকে মনোনীত করার জন্য।আমি সত্যি ই খুবই আনন্দিত হয়েছিলাম।আমি তেমন বাকপটু নই।আর তাইতো লেখনীর মাধ্যমে আমি আমার কালকের দিনটির আনন্দের অনুভূতি আপনাদের মাঝে তুলে ধরছি।

এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর থেকে আপ্রান চেষ্টা করে চলেছি নিজের ভেতর থাকা প্রতিভা গুলোর সঠিক ভাবে তুলে ধরার। চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার।সবার মতো আমার ভাগ্যে পরিবারের সাপোর্ট আসলে নেই।আমি আগে ও কোন একটি পোস্টে বলেছিলাম।পরিবারের সাপোর্ট থাকলে হয়তো আরো বেশী এগিয়ে যাওয়াটা আমার জন্য সম্ভব হতো।মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই।কিন্তু তারপরেও নিজেকে একদিনের জন্য ও আপনাদের কাছ থেকে দূরে রাখিনি।সবকিছু সামলে নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে গেছি প্রতিনিয়ত।

আমরা অনেক ক্ষেত্রেই দেখি কাজের ক্ষেত্রে মামা,চাচা,খালু থাকলে যেকোনো জায়গায় কাজ পাওয়াটা বা এগিয়ে যাওয়াটা সহজ হয়।আমার ক্ষেত্রে আসলে এমন কেউ ই ছিল না।এখানে এডমিন,মডারেটর দের সহযোগিতায় আজ আমি এখানে।নিজের চেষ্টাটাকে চালিয়ে রেখেছি।এভাবে ই আমার পথচলা।যাই হোক কতটা আনন্দিত কাল হয়েছিলাম তা লিখে ও হয়তো প্রকাশ ঘটানো যাবেনা।তবে এটা বলবো যেকোনো কাজের স্বীকৃতি আমাদেরকে সেই কাজের প্রতি আরো বেশী ধাবিত করে।

আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় বড় দাদা @rme আর শ্রদ্ধেয় ছোট দাদা @blacks দাদার কাছে।আর ও কৃতজ্ঞ এডমিন,মডারেটর প্যানেলের সকলের প্রতি।তারা আমাকে সম্মানিত করেছেন সবার মধ্য থেকে।এজন্য আমি খুবই আনন্দিত।আরো বেশী কৃতজ্ঞতা প্রকাশ করছি বড় দাদার প্রতি কারন দাদার কারনে সত্যি ই আমি ঘরে বসেও কিছু একটা করতে পেরেছি আজ।সেটা আমার বাংলা ব্লগ সম্ভব করে দিয়েছে।অন্তত নিজের একটা পরিচয় হয়েছে আমি একজন ব্লগার।এটা আমার কাছে অনেক বড় পাওয়া।এই প্রাপ্তিটা আমার কাছে কোন অংশে কম নয়।আমি অল্পতেই অনেক বেশী তুষ্ট থাকি।তাই এতেই আমি অনেক খুশি।আর তাইতো কালকের দিনটি অনেক বেশি স্পেশাল ছিল আমার জন্য।

পরিবারের কোনরকম সাপোর্ট ছাড়া ও আমি এগিয়ে যাচ্ছি আমার বাংলা ব্লগ এর সাথে।এভাবেই এগিয়ে যেতে চাই আমার বাংলা ব্লগকে সাথে করে নিয়ে।আমি জানি আমার সাথে আমার বাংলা ব্লগ পরিবার আছে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।যতদিন আছে দেহে এই প্রান,আমার বাংলা ব্লগ এর করে যাব জয়গান। আপনাদের মাঝে মনের অনুভূতি গুলো তুলে ধরার চেষ্টা করলাম।আশাকরি আপনাদের কাছে আমার অনুভূতি গুলো কিছুটা হলে ও তুলে ধরতে পেরেছি।আর বাকিটা না হয় রহলো আমার মনের মাঝে ভালো লাগা অনুভূতি হয়ে।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Screenshot_20240529-005646_WhatsApp.jpg

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

"আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমরা সকলেই আসলে গর্ব প্রকাশ করি আপু। আপনি যেমন এখানে নিজের যোগ্যতায় এবং নিজের কষ্টের দ্বারা একজন ভালো ব্লগার হয়েছেন, তেমনি অনেকেই রয়েছে এখানে যারা নিজের চেষ্টায় একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তবে এসব কিছুর জন্য আমাদের দাদাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। কারণ এই মানুষটা আমাদের এতটাই সাপোর্ট করেছে যে, আমরা এখন অনেকটাই স্বাবলম্বী এখান থেকে। অনেক ভালো লাগলো আপু "আমার বাংলা ব্লগ" সম্পর্কে আপনার এত সুন্দর অভিজ্ঞতা জেনে।