হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
এক সপ্তাহে আমার super walk এক্টিভিটিসঃ
বন্ধুরা,আজ আমি নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।আমার আজকের পোস্টটি মূলত সুপার ওয়ার্ক অ্যাপসের একটিভিটি নিয়ে।এটি এমন একটি অ্যাপস এই অ্যাপসটির মাধ্যমে হাঁটাহাঁটি করে ও আর্ন করা যায়।শুনতে অবাক লাগলে ও কথাটি কিন্তু সত্যি।যদিও আমি নানা ঝামেলার কারনে এক সপ্তাহ আগে অ্যাপসটি ডাউনলোড করি।**আমার বাংলা ব্লগ **কমিউনিটিতে সব ইউজাররা প্রথমে ই অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছিল।আমাদের সবার প্রিয় @rexsumon ভাইয়া এই অ্যাপসটির বিষয়ে আমাদের মাঝে নানা ধারনা দিয়েছিলেন।হাঁটাহাঁটি করে আর্ন করবো এই বিষয়টি আমার ভীষণ ভালো লাগে।যদিও আমি এম্নিতেই প্রতিদিন হাঁটাহাঁটি করে থাকি।তবে ডিসেম্বর মাসে স্কুল বন্ধ হওয়াতে হাঁটাহাঁটি আমার কমই হয়েছে।তারপরেও চেষ্টা করেছি হাঁটাহাঁটি করে পয়েন্ট তোলার।
এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করা যায় এবং তার পাশাপাশি ইনকাম ও করা যায়।এই অ্যাপসটির কারনে হাটাহাটি করলে কিছু কয়েন দেওয়া হয় এবং প্রত্যেকটা স্টেপ কাউন্ট করা হয়।যদিও আমি হাঁটাহাটি করি।কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আমি প্রতিনিয়ত কতটুকু হাঁটছি তা কাউন্ট করা সহজ হয়।আর এই বিষয়টি আমার ভীষণ ভালো লেগেছে।আমি এক সপ্তাহ অথাৎ গত সাতদিন কতটুকু হাঁটাহাটি করেছিলাম তার আপনাদের মাঝে শেয়ার করছি।আমি প্রতিদিন কতটুকু হেঁটেছি আর সেজন্য কতটা পয়েন্ট পেয়েছি তার স্ক্রিন শর্ট আপনাদের মাঝে তুলে ধরলাম।
প্রথম সপ্তাহে হাঁটাহাঁটি কম হলেও এ সপ্তাহে ইনশা আল্লাহ হাঁটাহাঁটির পরিমান আমার বৃদ্ধি পাবে।আমি এই সাত দিনে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেই পয়েন্ট কাউন্ট করলাম।তবে আশাকরি সামনের অথাৎ চলতি সপ্তাহে আমি আমার হাঁটাহাঁটির পরিমান বৃদ্ধি করবো।এতো চমৎকার একটি অ্যাপের কারনে আশাকরি সবার হাঁটাহাঁটি খুব ভালো হচ্ছে।সত্যি কথা বলতে যারা হাঁটাহাঁটি একদমই করেন না, এবার এই অ্যাপের মাধ্যমে তাদের হাঁটাহাঁটির এক্টিভিটিস খুবই গ্রো করবে আশাকরি।
বন্ধুরা,আমার এক সপ্তাহের হাঁটাহাঁটি করার এক্টিভিটিস আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি চেষ্টা করেছি হাঁটাহাঁটির মধ্যে দিয়ে কাঙ্খিত কয়েনগুলো সংগ্রহ করার।আশাকরি হাঁটাহাঁটির পরিমান বৃদ্ধি করবো সামনের দিনগুলোতে।আশা করছি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার এক সপ্তাহের এক্টিভিটিস।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে এগিয়ে যাব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত এক সপ্তাহে ভালই তো হাটাহাটি করেছেন। আমি জানি আপনি স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন। আপনি নিজ থেকেই হাঁটাহাঁটি করেন। এখন যেহেতু অ্যাপসটির মাধ্যমে হাটা গুলো কাউন্ট করা যায়। এখন হেটে আরো বেশি মজা পাবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুমন ভাই আমাদের জন্য অনেক সুন্দর একটি অ্যাপস নিয়ে আসছে।বর্তমান সবাই এখন অ্যাপস পেয়ে হাঁটাচলা করতেছে।আমরা যত বেশি হাঁটাচলা করবো ততই আমাদের শরীরের জন্য ভালো। যাইহোক আপনার গত সপ্তাহের এক্টিভিটি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Nominated 💧
অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit