ক্যানভা দিয়ে বানানো
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজ ও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজ Steemit Awards 2023 এর বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করতে এলাম।আমি আজকে স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এর জন্য আমার মনোনয়ন জমা দেব। সত্যি বলতে যখন থেকে স্টিমিট অ্যাওয়ার্ডের বিষয়টি শুনেছি তখন থেকেই এই বিষয়টি নিয়ে মনের অনুভূতি গুলো লেখার জন্য ভেতরে তাগিদ অনুভব করছিলাম।কিন্তু এতো বেশি ব্যস্ততার কারনে দেরী হয়ে গেলো এই পোস্টটি করতে।আমি আমার অনুভূতি গুলো লিখে শেয়ার করছি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Best Contributor @rme
যেরা বলতে যদি কাউকে বেছে নিতে হয় তবে আমি আমাদের @rme দাদাকেই বেছে নেবো।এর কারন হলো তিনি একাধারে অনেক গুনের অধিকারী। তিনি যেমন একজন ফাউন্ডার,তেমনি একজন ব্লগার তৈরির কারিগর,তেমনি সকলের ভেতরের সুপ্ত প্রতিভাকে বের করে আনায় দক্ষ।তিনি একটি পরিবার তৈরি করতে সক্ষম হয়েছেন।যা সকলের দ্বারা সম্ভব নয়।তার দক্ষ হাতে তৈরি #amarbanglablog এখন পুরো স্টিমিটে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।দক্ষতা, সৃজনশীলতা এবং এনগেজমেন্ট ভালো করায় আজ আমার বাংলা ব্লগ কমিউনিটি শীর্ষ স্থান দখল করতে সক্ষম হয়েছে।
একটি কমিউনিটি শুধু তৈরি করলেই হয় না।তাকে সঠিকভাবে পরিচালনার ও ব্যাপার আছে।আমাদের দাদা সেদিকে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন।আমি দীর্ঘ ২ বছর ধরে এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছি।আমার কখনো ধারনাই ছিল না বাংলা ভাষায় ব্লগিং করা যায়। আমার বাংলা ব্লগ এ এসে @rme দাদার অনুপ্রেরণায় আমি খুব খুবই সন্তুষ্ট এখানে কাজ করে।দাদা খুব দক্ষতার সাথে এই কমিউনিটিকে পরিচালনা করে অনেক দূর নিয়ে গেছেন।আশাকরি তিনি আরো বহু দুর এই জার্নিতে সফল হবেন।তাই আমি জ্ঞানে আর সজ্ঞানে আমার দাদা @rme দাদাকেই মনোনীত করলাম।
Best Community আমার বাংলা ব্লগ
আমি আমার চোখ বন্ধ করে এক বাক্যে বলতে চাই আমার বাংলা ব্লগ হচ্ছে বেস্ট কমিউনিটি। এখানে প্রতিটি সদস্য কে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক শিক্ষার মাধ্যমে ব্লগিং এর যাত্রা শুরু করা হয়।যা অন্য কোন কমিউনিটিতে আছে কিনা আমার জানা নেই।বাংলা ভাষায় ব্লগিং করার মজা এ যেনো নতুন ভালোবাসার জন্ম দিয়েছে।এখানকার প্রতিটি অ্যাডমিন এবং মডারেটর নিজেদের দায়িত্ব এতো সুন্দরভাবে পালন করেন যা হয়তোবা অন্য কোন কমিউনিটিতে দেখা যায় না।শুরু থেকেই আমার বাংলা ব্লগ ব্লগারদের সৃজনশীলতাকে মূল্যায়ন করে আসছে। প্রতিটি সদস্যের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের রয়েছে @abb-school,এখানে প্রতিটি সদস্যকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ব্লগিং যাত্রায় একজন উন্নতমানের ব্লগার হিসেবে তৈরি করতে সক্ষম হন।দক্ষতা আর সৃজনশীলতায় অনেক ধাপ এগিয়ে আছে আমার বাংলা ব্লগ এই কমিউনিটি।এতো এতো গুন যেই কমিউনিটির মধ্যে আছে তাকেই তো বেস্ট কমিউনিটি বলবো তাতে কোন সন্দেহ নেই।
Best Author @hafizullah
আজকে আমি বেস্ট অথর হিসেবে শুধুমাত্র একজনকেই বেছে নেবো সে হচ্ছে আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @hafizullah ভাইয়া।তিনি একাধারে নিজের অভিজ্ঞতার আলোকে নানা রকমের লেখা আমাদের মাঝে শেয়ার করে আসছেন।তিনি আমাদের ব্লগিং যাত্রায় অনেকবেশি সাপোর্টিং।@hafizullah ভাইয়া আমাদের সকলের ভালো লাগার মানুষ।তিনি নিত্য নতুন নানা বাস্তবিক বিষয় গুলো নিয়ে এতো চমৎকার ভাবে লিখেন,যা পড়লে আমরা আমাদের বাস্তবতার সাথে অনেকবেশি মিল খুঁজে পাই।তার লেখনির মাঝে অনেক বেশি ভালো লাগা খুঁজে পাই।কজনা ই বা পারে এতো সুন্দর করে বাস্তবতার দিকগুলো তুলে ধরতে।শুধু কি তাই তিনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভালোবাসা ও আবেগের কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেন।যা সত্যিই প্রশংসনীয়।ভাইয়ার এতো সুন্দর সুন্দর লেখনির জন্য আমরা সকলেই উৎসাহিত হয়ে থাকি।তাই আমি তাকে সেরা লেখক হিসেবে মনোনীত করলাম।
পরিশেষে
পরিশেষে এটাই বলতে চাই আমি যে কমিউনিটি এতোটাই বেস্ট সেই কমিউনিটিই মনোনীত হবার যোগ্যতা রাখে।আমি স্টিমিট অ্যাওয়ার্ড ২০২৩ এ আমার মনোনয়ন জমা দিতে পেরে আজ আমি খুব খুশী।আমার মনোনীত প্রতিটি বিষয় আমি আমার দিক থেকে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।আশাকরি বিষয়টি #steemit টীম যাচাই-বাছাই করবেন।আর সত্যিকারের যে দক্ষ তাকেই মনোনীত করবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা। আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Twitter link
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই হাফিজ ভাই চমৎকার একজন লেখক এবং তিনি উনার পোস্টের মাধ্যমে একেবারে বাস্তব চিত্র গুলো তুলে ধরেন আমাদের মাঝে। তাই আমিও উনাকে বেস্ট অথর হিসেবে মনোনীত করেছি। তাছাড়া দাদার কোনো তুলনা হয় না। কারণ তিনি স্টিমিট প্লাটফর্মকে এগিয়ে নেওয়ার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। আর আমাদের কমিউনিটি নিঃসন্দেহে সেরা কমিউনিটি। সবমিলিয়ে আপনার মনোনয়ন একেবারে পারফেক্ট হয়েছে আপু। যাইহোক মনোনয়ন দাখিল করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit