Diy পোস্ট -- ❣️ " রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটো ফুল "

in hive-129948 •  5 months ago 
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,আমার বাংলা ব্লগএর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আমার শেয়ার করা পোস্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটো ফুলঃ


CollageMaker_202473014920708.jpg

photocollage_202473015727276.jpg

20240730_005016.jpg

20240730_004700.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,রঙিন কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত কতো কিছুই না তৈরি করে থাকি।রঙিন কাগজের তৈরি করা জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি নিজের হাতে তৈরি করতেও কিন্তু ভালো লাগে।আমি নানান সময় নানান রকমের জিনিস তৈরি করে থাকি।তবে আজ রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে দেখাবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তবে আসুন,আগে দেখে নেই রঙিন কাগজের এই ফুলগুলো তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. কেঁচি
৩.গ্লু

20240729_231303.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240729_231421.jpg

20240729_231537.jpg

আমি দু রঙের ফুল তৈরি করেছি।তাই দু রকমের কাগজ নিয়েছি।প্রথম ফুলটি তৈরি করতে এই কাগজটি নিলাম।এরপর মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে নিলাম।

ধাপ-২


20240729_231644.jpg

20240729_232129.jpg

এবার একেকটি কাগজকে মাঝ বরাবর ভাজ করে নিয়ে ছবির মতো কেটে নিলাম।

ধাপ-৩


20240729_232254.jpg

20240729_232350.jpg

এরপর কাগজের ভাজ খুলে উল্টো পাশে গ্লু লাগিয়ে দুপাশ আটকে নিলাম।

ধাপ-৪


20240729_233100.jpg

20240729_234228.jpg

অন্য রঙের কাগজ দিয়ে ও ঠিক একই ভাবে করে নিলাম।

ধাপ-৫


20240729_234556.jpg

20240729_234655.jpg

এবার সবুজ কাগজ কেটে পেচিয়ে ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৬


20240729_234835.jpg

20240729_235900.jpg

20240730_000306.jpg

20240730_000603.jpg

এবার ডালপর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাগজ গ্লু দিয়ে ডালের মধ্যে পেচিয়ে নিলাম।এবার মাঝের ফাঁকা অংশে এক টুকরো কাগজ ওই একই ভাবে কেটে নিয়ে গ্লু দিয়ে পেচিয়ে মাঝ বরাবর গ্লু দিয়ে আটকে নিলাম।এভাবে দুটো ফুল ই আমি তৈরি করে নিলাম।

ধাপ-৭


20240730_002203.jpg

20240730_002726.jpg

20240730_004826.jpg

এবার সবুজ কাগজ কেটে পাতা তৈরি করে নিলাম।এরপর গ্লু দিয়ে লাগিয়ে নিয়ে আমার ফুল তৈরি করা শেষ করলাম।আশাকরি আমার তৈরি করা ফুল দুটো আপনাদের কাছে ভালো লেগেছে।

উপস্থাপনা


photocollage_20247302025597.jpg

photocollage_202473015846883.jpg

photocollage_202473015440126.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ,ঢাকা

আজ আর নয়।আশাকরি আমার বানানো রঙিন কাগজের ফুল তৈরি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvSr7MKpyvjtSv7FKCGeaKcD79bYTSC4DDxDseh38BvA3nBwMkNuEu4GRXnAQ4AVPF9V4yJcfGu644v3x.jpeg

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও দারুন হয়েছে, আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে দুটো ফুল তৈরি করছেন। রঙ্গিন কাগজের তৈরি করা প্রতিটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। আর নিজে এগুলো তৈরি করতে আরও বেশি ভালো লাগে। আপনার আজকের রঙিন কাগজের ফুল খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। আসলে রঙিন কাগজ দিয়ে চেষ্টা করলে এভাবে অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করা সম্ভব। আর এই বিষয়ে আপনার যে দারুন দক্ষতা রয়েছে তা কিন্তু আমি পূর্ব থেকেই জানি। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এই ফুল তৈরি করা। আশা করব এভাবে সুন্দর সুন্দর ফুল তৈরি করে দেখাবেন আরো।

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

আরিব্বাস! কাগজের ফুলের কি বাহার। ছোটবেলায় কাগজ কেটে কেটে এরকম ফুল বানাতাম। মানে স্কুলে কর্মশিক্ষা ক্লাসে এসব শেখানো হত। আপনার পোস্ট দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছে আপু। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি দেখিয়েছেন। খুব ভালো লাগলো। যাকে বলে চমৎকার পোস্ট।

সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর দেখতে দুইটা ফুল তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই চমৎকার ফুল গুলো দেখতেও সুন্দর লাগছে। এরকম ভাবে অনেকগুলো ফুল তৈরি করে, ফুলদানির মধ্যে রেখে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে। আপনি দুইটা ভিন্ন কালারের ফুল তৈরি করেছেন, যা দেখে আমি তো মুগ্ধ হয়েছি। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছুই তৈরি করা হোক না কেন দেখতে সুন্দর লাগে। আপনার আজকের এই সুন্দর হাতের কাজ আমার অনেক ভালো লেগেছে।

আপনার ভালো লেগেছে জেনে আমার ও ভীষণ ভালো লাগলো আপু।

ওয়াও আপু আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মত আমার কাছেও রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে। যাইহোক আপনার ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ফুল তৈরির ধাপগুলো ছিল অনেক সুন্দর। সব শেষে এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে। মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।

মাশাল্লাহ ভাইরে ভাই কি ক্রিটিভিটি আপনাদের আপু। আমি তো সবসময় আপনাদের ক্রিয়েটিভিটি গুলো দেখে মুগ্ধ হয়ে যাই। আর অবাক হয়ে তাকিয়ে থাকি আপনাদের কাজগুলোর দিকে। আর ভাবি কিভাবে কি করেন রঙিন কাগজ দিয়ে আজ আপনি কি অসাধারণ সুন্দর দুটো ফুল বানিয়ে নিলেন।যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি আপু। দেখে মনে হচ্ছে এখনই আমার ফুলদানিতে সাজিয়ে রাখি।

ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য।

  ·  5 months ago (edited)

এটা সত্যি বলেছেন আপু নিজে হাতে যে কোন জিনিস তৈরি করার মাঝে আলাদা একটি আনন্দ অনুভব করা যায়। ফুল সৌন্দর্যের প্রতীক তাইতো ফুল দেখতে ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

এটা ঠিক যে, রঙ্গিন কাগজ দিয়ে আসলেই অনেক ধরনের জিনিস তৈরি করা যায়। প্রায় এক বছর আগে আমিও ঠিক এই ধরনের ফুল তৈরি করেছিলাম আপু। যাইহোক, আপনার শেয়ার করা রঙিন কাগজ দিয়ে তৈরি এই ফুল দুইটি দেখে অনেক ভালো লাগলো আমার। এত সুন্দরভাবে ফুল দুটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকমভাবে এরকম কাগজ দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার ডাই পোস্ট। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু। যা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। একদম নিঁখুত হাতে কাজটি সম্পন্ন করেছে। যাইহোক রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর ভাবে দুটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি ফুল বানিয়েছেন। কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুলের পাপড়ি তৈরি করেছেন। তবে কাগজের এই ফুল যদি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে হাহাহা। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাগজের ফুল দুটো তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটো ফুল অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দরভাবে আপনি ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে।

অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

রঙিন কাগজ দিয়ে তৈরি সকল জিনিসই ভালো লাগে দেখতে।আর আপনার তৈরি ফুলগুলোও সুন্দর হয়েছে আপু।ধাপগুলো সুন্দর ছিল, তবে ফুলের ডালে পাতা দেওয়াতে বেশি আকর্ষণীয় হয়েছে।ফুল সকলের প্রিয় একটি জিনিস, ধন্যবাদ আপু।

অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই দিদি।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করা যায়৷ আজকে আপনি খুবই সুন্দর ফুল তৈরি করেছেন৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ ফুল দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি ফুলটি তৈরি করার ধাপগুলো শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷