"আমার বাংলা ব্লগ" এর বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি।
ছুটিতে বাসায় গিয়ে তেমন কোন কাজ ছিলো না। বাবা-মা কে কিছু কাজে সাহায্য করছিলাম আর বিকেল হলেই বন্ধুদের সাথে আড্ডা দিতে বার হতাম। আমরা কয়েকজন বন্ধু একদিন বিকেলে বসে আমাদের স্কুল জীবনের কথা গুলো বলছিলাম কত সুন্দর ছিলো দিনগুলোর। কতদিন হলো সবার সাথে দেখা হয় না। তখনই সিদ্ধান্ত হলো একটা ক্রিকেট টুর্নামেন্ট হলে সবার দেখা হবে আবার। সেই মতো সবাই কাজে নামলো। আমাদের সেন্ট লুইস স্কুলের SSC-2016,SSC-2019,SSC-2020,SSC-2021 এই চারটি ব্যাচের মধ্যে খেলা আয়োজন করা হলো। খেলার কিছু ছবি শেয়ার করলাম
খেলা শুরু হওয়ার কথা সকল ৮ টা তে কিন্তু সবাই আসাতে একটু দেরি হওয়ার কারনে খেলা শুধু হয় সকাল ৯ টা তে। খেলা হবে চারটি দলে দুই রাউন্ডে। প্রথম রাউন্ডে মুখোমুখি হলো SSC-16 বনাম SSC - 2020 ও SSC-2019 বনাম SSC-2021। ফলাফল SSC- 2020 ও SSC-2019 বিজয় অর্জন করে ফাইনালে পৌঁছে গেছে। ফাইনালের ফলাফল SSC-2020 বিজয় অর্জন করলো। আমি এই দলের একজন খেলোয়াড় ছিলাম। তার কিছু ছবি তুলে ধরলাম।
সবাই অনেক দিন পারে একসাথে হলাম। মনে হলো সবাই আবার সেই স্কুল জীবনে ফিরে গেলাম। কত মজা, আনন্দ আর সবার প্রতি সবার ভালোবাসা। আসলেই বন্ধুত্বর কোন বর্ননা হয় না। এছারাও সবাই সবার বন্ধুদের একসাথে পেয়ে কিন্তু আনন্দময় সময় পার করলো।
এরপর সবাই একসাথে বললাম কথা হলো,বড়ভাইরা আজকের আয়োজন নিয়ে আমাদের অনেক বাহবা দিলেন। এত সুন্দর আয়োজনে সবাই অনেক খুশি। আমারাও অনেক খুশি। এভাবেই শেষ হলো আমাদের দিনটা। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব। সবাইকে অনেক মিস করবো। দিনটি এভাবেই শেষ হলো।
আজকের মতো এখানেই শেষ করলাম। আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে। কোন ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন এবং সামনে আগাতে সাহায্য করবেন। ভালো থাকুক আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা।
বাহ! আসলে বয়স বাড়ার সাথে সাথে এগুলোই হয় এক মাত্র একসাথে হওয়ার জায়গা।
ভাই, যতদিন ABB স্কুলে আছেন ততদিন পোস্ট করার সময় @abb-school কে 5% ও @shy-fox কে 10% বেনিফিসিয়ারী দেওয়া অবশ্যক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit