সবাইকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের বাংলা ব্লগ। এই কমিউনিটিতে আজ আমার ২য় ব্লগ আর আমি এটি শুধুমাত্র স্টিমিটের ভাই বোন বন্ধুদের সাথেই শেয়ার করছি।
চলুন ব্লগের বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসা যাক। এটা গতকাল বিকাল এর ঘটনা যখন আমি কেদেছি আর আমার এই কান্নার পিছনে যে দায়ী তিনি হলেন মরিচ মশাই।
অনেকেই ঝাল খেতে ভালবাসেন কিন্তু রান্না করার সময় ভাবেন না যে এই ঝালটা সবাই নিতে পারবে কি পারবেনা।
ছোট বেলা থেকেই ঝাল এর ঝাঝটা নিতে পারিনা আমি কিন্তু এটা আমার এক ছোট বোন জানেনা।
আলোকচিত্র : আমার নিজের তোলা ছবি
ঢাকাতে সাটডাউন শুরু হবার আগে ভাবলাম একটু প্রয়োজনীয় জিনিস বাজার করে আনি, ছোট বোন বললো "আপু কাচা ঝাল / মরিচ আনবেন আমার জন্য ৫-১০ টাকার। ভাবলাম ১০ টাকার নিবো কিন্তু ৫ টাকার অনেক গুলো হয়েছে দেখে বেশি নিলাম না।
এটা দুইদিন আগের কথা ছিল। গতকাল বিকালে যেটা হয়েছে সেটা হল আমার বোনটি নুডলস রান্না করেছে আমি তেল কম খাই বলে সে কম তেল দিয়েছে। ভাল কথা কিন্তু সে জম ঝাল দিয়ে এটা রান্না করেছে আমি জানতামই না, কয়েক চামচ খাওয়ার পর বিনা দুঃখে কান্না করতে হল, জিহবা জ্বলে যাওয়ার উপক্রম।
ঘরে মধু ছিল খেলাম তাও কমেনা এই মরিচের ঝাঁজ, না পেরে সৌভাগ্যক্রমে ঘরে মিষ্টি আম ছিল যেটা দিয়ে জ্বালাপোড়া কমালাম। ছোট বোনটি বলল - " আপু আমি আপনার কথা ভেবে কম ঝাল দিছি, আমি যে ঝাল খাই সেই ঝাল দিলে আপনার যে কি হত 😑😑😑"
ছোটবেলা থেকেই মরিচের সাথে আমার অহিনকুল সম্পর্ক। আমি আর আমার আব্বু বেশি ঝাল খেতে পারিনা, বেশি ঝাল এ আমাদের চোখের পানি আর নাকের পানি এক হয়ে যায়। সহ্য হয়না বেশি মরিচের ঝাঁজ।
যারা ঝাল খেতে পারেন তারা আসলে লিজেন্ড আমার মতে, তবে রান্নার সময় পরিবারে আমার মতো বেচারি থাকলে মরিচ কম ব্যবহার করুন। ধন্যবাদ
CC:
@rme
@blacks
@photoman
@winkles
@royalmacro
@amarbanglablog
https://twitter.com/SHOHANA_ONE/status/1411243302599335939?s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্য যে সবাই ঝাল পছন্দ করেন না। যেমন আমাদের পরিবারে কেউ কেউ যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমনি আবার কেউ কেউ ঝাল অপছন্দ করেন। তবে আমার সাথে মরিচের সম্পর্কটি কোন কালেই ভালো ছিলো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক ভাই দলে আপনাকে পেলাম 😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মরিচ খেতে আমিও বেশি পছন্দ করি না, মরিচের ঝাল আমার অসহ্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আমার দলে 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাই নাকি আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks bro for your kind support @bangladesh.com
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit