🌿নদীর সম্পর্কের কিছু কথা 🌿@shohel44

in hive-129948 •  4 years ago  (edited)

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম

আমি @shohel44 বাংলাদেশের নাগরিক

তারিখঃ১৩ জুলাই ২০২১ সাল
আজঃমঙ্গলবার

আপনারা সবাই কেমন আছেন। আল্লাহ তায়ালার রহমতে অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বাড়ি থেকে একটু দুরে ছোট্ট একটি নদী। আজ এই নদী সম্পর্কের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের পোস্টটি ভালো লাগবে।

• w3w + Location + code:
https://w3w.co/motioning.liquids.oddest

20210706_161507-01.jpeg

আমরা সবাই নদীতে ঘুরতে পছন্দ করি। আর যদি বাড়ির কাছেই তাকে নদী। তাহলে তো আরো ঘুরতে বেশি পছন্দ করি। আর আমার বাড়ি থেকে একটু দুরেই নদী। আমি এই নদীতে অনেকবার ঘুরেছি। নদীতে ঘুরতে গিয়ে কতো মজা করছি। নদীতে গোসল করছি, মাছ ধরছি, শাক-সবজি কাটছি,ঘাস কাটছি, আর প্রচুর ছবি তুলছি। শাীত কালে তে নদীতে ঘুরতে আমি আরো পছন্দ করি। নদীতে অল্প পানি থাকে। আর নৌকাগুলো মাটিতে ঠেকে গেছে। অল্প পানিতে পশুপাখি করছে আনন্দ। নদীর এপার থেকে ওপারে ছোটাছুটি করছে। কেউ ধান লাগাই, কেউ ফেশারি বোনে,কেউ মটর বোনে, কেউ ধানের চারা দেই। কেউ বাদাম লাগাই,কেউ পটল লাগাই, কেউ বরই গাছ লাগাই ইত্যাদি। এসকল জিনিস, আনন্দ, সব কিছু নিয়েই এই নদীটার সম্পর্ক।

• w3w + Location + code:
https://w3w.co/motioning.liquids.oddest

20210706_162328-01.jpeg

নদীতে পানি ভরপুর এখন। নদী পারাপার হওয়ার জন্য নৌকার প্রয়োজন হয়। আর এই লোকগুলো নদীপারে নৌকা বানাচ্ছে। ঠান্ডা বাতাসে, কালো মেঘের নিচে, নৌকা তৈরি করছে। এই নৌকাটা কাটের তৈরি করা হচ্ছে। এই নৌকা দিয়ে ওপারের মানুষকে এপারে নিয়ে আসবে। আর এপারের মানুষকে নিয়ে ওপারে দিয়ে আসবে। এরকম করে তারা অকেন অর্থ উপার্জন করছে। তাদের জীবিকা নির্বাহ করছে। নদীতে মাছ ধরার কাজেও নৌকার প্রয়োজন। নৌকায়
দিয়ে জাল পাতা হয়, আর উঠানো হয়। অনেকেই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করছে।

• w3w + Location + code:
https://w3w.co/motioning.liquids.oddest

20210706_162214-01.jpeg

এই নদীর পারে অনেকেই পাট চাষ করে। পাট যখন কাটা হয়, তখন পাট জাগ দেওয়ার জন্য পুকুরে বা নদীতেই দেওয়া হয়। নদীতে এই লোকগুলো পাট জাগ দিছে। এই পাটের জাগ ডুবানোর জন্য অনেক ভারি ভারি বস্তু দেওয়া হয়। অবশেষে জাগ ডুবানো হয়ে গেলে। জাগ আসতে ২০-২৫ দিন টাইম লাগে। এরপরে এই পাটগুলো ধুয়া হবে। পকুরের থেকে নদীতে পাট জাগ দেওয়া ভালো। যেমনঃপুকুরে জাগ দেওয়া হলে অল্প পানি থাকায় পানি দুষিত হবে। আর পাটের রঙ কালো হবে। আর নদীতে জাগ দেওয়া হলে। বেশি পানি থাকায় পানি দুষিত হবে না। আর পাটের রঙও কালো হবে না। নদীতে বেশির ভাগ মানুষই পাট জাগ দেই।

আপনারা সবাই অবশ্যই কমেন্ট জানাবেন,পোষ্টি কেমন হয়েছে।আপনারা সবাই কনোরা মহামারি থেকে বাঁচার জন্য সুস্থতার দিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকুন। পরের পোষ্টে দেখা হবে।

আর একটি কথা সবাই ভালো ভাবে কাজ করুন। কপিরাইট করবেন না। নিজে যা লিখতে পারেন তাই লিখুন।

আর plagiarism কনটেস্ট পোষ্ট করবেন না। plagiarism কনটেস্ট পোস্ট
করলে @rex-sumon ভাইয়া তো আছেই। @rex-sumon ভাইয়া আমার বাংলা ব্লগ এই কমিউনিটিকে ১০০℅ plagiarism মুক্ত কমিউনিটি বানানো জন্য অনেক পরিশ্রম করছে। আমরা সবাই plagiarism পোষ্ট করা থেকে বিরত থাকিব। আমরা সবাই ১০০% plagiarism মুক্ত কমিউনিটি বানাতে চাই।


নদীফটোগ্রাফি
কেমেরাSamsung m 11
লোকেশনবাংলাদেশ
ফটোগ্রাফার@shohel44

20210628_170215.jpg

ধন্যবাদ সকল ইস্টিমিট বন্ধুরা
লেখকঃ@shohel44

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর করে গুছিয়ে নদী এবং নদীপাড়ের বর্ণনা দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে অনেকদিন পর পাটকে নদীর পাড়ে ভিজিয়ে রাখতে দেখলাম। ছোটবেলায় অনেক দেখতাম কিন্তু এখন আর 580 নেই আমাদের গ্রামে তাই পাট চাষের এই দৃশ্য আর দেখা হয়না। নদীটি অনেক সুন্দর পাশাপাশি আপনার ফটোগ্রফি গুলো অনেক ভালো হয়েছে। সব মিলিয়ে একটি চমৎকার পোষ্ট পড়লাম।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি আসলেই ভাবতেই পারিনাই, আমার পোস্ট পড়ে কাউর ছোট কালে কথা মনে পড়ে যাবে। ভাইয়া আপনার কমেন্ট আমাকে অনুপেরোনা জোগায়ছে।