SIM card এর ব্যাখ্যা
স্বাগতম, আমার প্রিয় বন্ধু
সম্পুর্ন পোস্টটি পড়ার অনুরোধ রইলো
বর্তমান যুগে প্রায় প্রতিটি মানুষিই একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য বা কথা বলা, মেসেজ পাঠানো, ইন্টারনেটেরের মাধ্যমে নেটওয়ার্ক এ যুক্ত থাকার জন্য SIM কার্ড এর ব্যাবহার করে থাকে। আপনিও হয়তো SIM কার্ড ব্যাবহার করেন/করেছেন । আপনি কি জানেন
- SIM কি ? কিভাবে নেটওয়ার্কে যুক্ত হয়?
- একটি ছোট SIM দিয়ে কিভাবে কথা বলা, মেসেজ পাঠানো এবং ইন্টারনেট ব্যাবহার করা সম্ভব?
SIM কি ? কিভাবে নেটওয়ার্কে যুক্ত হয়?
➤ SIM শব্দের পুর্নরুপ হলো Subscriber Identity Module. প্রতিটি SIM কার্ড এ একটি নির্দিষ্ট IMSI বা International Mobile Subscriber Identity থাকে আর এই IMSI এর সাথে একটি Authentication Key থাকে। এই IMSI এবং Authentication Key, SIM কার্ড এর প্রভাইডারের কাছেও থাকে। IMSI নাম্বার বিভিন্ন ডিজিটের হতে পারে। এর প্রথম একটি–তিনটি কান্ট্রি কোর্ড {+88} পরের একটি–তিনটি নেটওয়ার্ক প্রভাইডার নাম্বার হয়ে থাকে {017} পরের বাকি সংখ্যা গুলো SIM কার্ড এর নাম্বার হয়ে থাকে। অথাৎ IMSI হলো মোবাইল নাম্বার। যখন SIM কার্ড মোবাইলে প্রবেশ করানো হয় তখন SIM কার্ড তার নাম্বার নেটওয়ার্ক প্রভাইডারের কাছে পাঠায় তখন নেটওয়ার্ক প্রভাইডার IMSI নাম্বারের জন্য ডাটাবেইজ থেকে Authentication Key খুঁজে বাইর করার পরে একটি রেনডোম নাম্বার তৈরি করে। এই রেনডোম নাম্বার এর সাথে Authentication Key ক্যালকুলাস করে নতুন নাম্বার তৈরি করে। এবং সেই নাম্বার যদি SIM কার্ড এ থাকা নাম্বার এর সাথে মিলে যায় তাহলে SIM নেটওয়ার্ক এর সাথে যুক্ত হয়ে যায়। মোবাইল নাম্বার আর SIM কার্ড নাম্বার একই নয়।
একটি ছোট SIM দিয়ে কিভাবে কথা বলা, মেসেজ পাঠানো এবং ইন্টারনেট ব্যাবহার করা সম্ভব?
➤ আজ থেকে কয়েক বছর আগে টেলিফোনের মাধ্যমে এক শহর থেকে অন্য শহরের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা হতো। এই পদ্ধতিতে যোগাযোগ স্থাপন করার জন্য তার ব্যাবহার করা হতো। তারের মাধ্যমে আমাদের শব্দ আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারতাম। কিন্তু বর্তমান যুগে ব্যাপারটা একদমই ভিন্ন কারণ বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানের মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমরা শুধু মোবাইলে তার নাম্বার ডায়াল করে তাকে কল করলেই আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো। কিন্তু আমরা কি জানি কেনো আমরা এত সহজে দুরের কোনো মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারছি? এই সকল বিষয় জানা আমাদের জন্য খুবি গুরুত্বপূর্ণ। চলুন যেনে নেইঃ-
✰ আমরা যখন কারো সাথে যোগাযোগ করার জন্য তার নাম্বার ডায়াল করে তাকে কল দেই তখন সার্ভার আমাদের কল করা নাম্বারটি কোথায় আছে সেটি খুঁজতে থাকে। নাম্বারটি যদি নেটওয়ার্ক এর ভিতরে থাকে তাহলে তার কাছে কলটি স্থানান্তর করা হয়। আমার যখন কথা বলি তখন আমাদের কথাগুলি মাইক্রোফোন বাইনারি কোডে পরিবর্তন করে সেটি মোবাইলে থাকা অ্যানটিনাতে পাঠায়। অ্যানটিনা আবার বাইনারি কোডকে বৈদ্যুতিক চুম্বকিয় তরঙ্গে পরিনত করে সেটি নিকট বর্তি টাওয়ারের কাছে পাঠায়। এই টাওয়ার আবার সেই তরঙ্গকে অন্য টাওয়ারে পাঠায় যেই টাওয়ারের আন্ডারে আপনার কল করা নাম্বার আছে। আপনি যেই SIM এ কল করেন সেই SIM যেই মোবাইলে থাকে তার অ্যানটেনা সেই তরঙ্গ কে গ্রহন করে সেটিকে বৈদ্যুতিক চুম্বকিয় তরঙ্গ থেকে বাইনারি কোড এ পরিবর্তন করে। সেই মোবাইলে থাকা "speaker" বাইনারি কোড পরিবর্তন করে শব্দে পরিণত করে। বিষয়টি অনেক জটিল হওয়ার পরে-ও আলোর গতিতে সম্পুর্ন হওয়ার কারণে আমরা অনুভব করতে পারি না।প্রায় একই পদ্ধতি মেসেজ আদান-প্রদান করা হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট ব্যাবহার করার ক্ষেত্রে আপনি যে সেবাটি পেতে চান সেটি সার্ভার থেকে বৈদ্যুতিক চুম্বকিয় তরঙ্গে আপনার মোবাইলে পাঠায় আর বাকি কাজ আপনার মোবাইল সম্পুর্ন করে আপনাকে সেবাটি দিয়ে থাকে।।।
বিষয়গুলিকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি । ভবিষ্যতে আরো ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো।
আগে মনে করতাম সিমে শুধু নাম্বার সেভ করা হয় আর মোবাইলে লাগানো থাকলে এই কথা বলা যায় সবার সাথে। আপনার পোস্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম আসলে সিমের কি কাজ সিম কিভাবে কাজ করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit