DIY-এসো নিজে করি: "গাছের ডালে টিয়া পাখির চিত্র অঙ্কন" || আমার বাংলা ব্লগ // @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "গাছের ডালে টিয়া পাখির চিত্র" অঙ্কন নিয়ে। আজকে আমার জেলায় তাপমাত্রা অনেক বেশি ছিল তবুও প্রচণ্ড গরমে ঘরে বসে একটি চিত্র অঙ্কন করেছি। আমার ছুটির দিনের অবসর সময় টাকে কাজে লাগানোর জন্য আমি আজ এই টিয়া পাখির চিত্রটি অঙ্কন করেছি। আশা করি আমার অঙ্কিত গাছের ডালে বসে থাকা টিয়া পাখির চিত্রটি আপনাদের সকলের মনোরঞ্জন করবে।



গাছের ডালে টিয়া পাখির চিত্র অঙ্কন 🐦

IMG20210925174637.jpg
Cemera: Oppo-A12.



যেকোন ধরনের চিত্র অঙ্কন করতে আমার ভালো লাগে। আমি মাঝে মাঝেই অঙ্কন করতে বসি। আজকেও আমি অঙ্কন করতে বসেছিলাম। আজ আমি গাছের ডালে বসে থাকা টিয়া পাখির চিত্র অঙ্কন করেছি। এই টিয়া পাখির চিত্রটি অঙ্কন করতে আমার অনেক সময় লেগেছে। কারণ আমি প্রথমে পেন্সিলের সাহায্যে গাছ এবং টিয়া পাখির চিত্র অঙ্কন করেছি। এরপর গাছ এবং টিয়া পাখির সৌন্দর্য বৃদ্ধির জন্য রং পেন্সিলের ব্যবহার করেছি।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) সাদা কাগজ
২) পেন্সিল
৩) স্কেল
৪) রাবার
৫) পেন্সিল কাটার
৬) রং পেন্সিল
৭) কালার পেন।

IMG20210925164319.jpg
Cemera: Oppo-A12.



গাছের ডালে টিয়া পাখির চিত্র অঙ্কনের ধাপসমূহ :

🐦ধাপ-১ 🐦

IMG20210925164724.jpg
Cemera: Oppo-A12.



এই চিত্রটি অঙ্কন করার জন্য প্রথমে আমি একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি আর্ট পেপারের চারদিকে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি।



🐦ধাপ-২ 🐦

IMG20210925165056.jpg
Cemera: Oppo-A12.



আমি দ্বিতীয় ধাপে গাছের চিত্র অঙ্কন করেছি। আমি খুব সুন্দর ভাবে গাছের ডালপালা অঙ্কন করেছি।



🐦ধাপ-৩ 🐦

IMG20210925165433.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার টিয়া পাখি অঙ্কন করার জন্য প্রথমে গাছের ডালের পাশে টিয়া পাখির শরীরের মাঝের অংশ অঙ্কন করার চেষ্টা করেছি।



🐦ধাপ-৪ 🐦

IMG20210925165835.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি টিয়া পাখির মাথার অংশ অঙ্কন করেছি। আমি খুব সাবধানতার সাথে টিয়া পাখির ঠোঁটের অংশ অঙ্কন করে নিয়েছি।



🐦ধাপ-৫ 🐦

IMG20210925170430.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার সুন্দর টিয়া পাখির পাখার অংশ ধীরে ধীরে অঙ্কন করে নিয়েছি। টিয়া পাখির পাখা সুন্দর করতে আমি খুব ধীরে ধীরে অঙ্কন করেছি।



🐦ধাপ-৬ 🐦

IMG20210925170654.jpg
Cemera: Oppo-A12.



টিয়া পাখির পাখা অঙ্কন করা শেষ হয়ে গেলে আমি আমার সুন্দর টিয়া পাখির লেজের অংশ অঙ্কন করে নিয়েছি।



🐦ধাপ-৭ 🐦

IMG20210925171322.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি খুব সাবধানতার সাথে টিয়া পাখির চোখ অঙ্কন করেছি। এরপর আমি গলার দিকের অংশ অঙ্কন করে নিয়েছি। আমি আমার সুন্দর টিয়া পাখির পা খুব সুন্দর ভাবে অঙ্কন করেছি।



🐦ধাপ-৮ 🐦

IMG20210925171655.jpg
Cemera: Oppo-A12.



গাছে ডালে টিয়া পাখি সম্পূর্ণরূপে অঙ্কন করা শেষ হয়ে গেলে এবার আমি আমার অঙ্কিত চিত্রটি পেন্সিল দিয়ে ভালোভাবে গাঢ় করে নিয়েছি।



🐦ধাপ-৯ 🐦

IMG20210925172413.jpg
Cemera: Oppo-A12.

IMG20210925172548.jpg
Cemera: Oppo-A12.



আমার সুন্দর টিয়া পাখিটি যে গাছের ডালের উপরে বসে আছে সে গাছটিকে সুন্দর করে তোলার জন্য এবার আমি গাছের ছোট ছোট পাতা অঙ্কন করেছি। এরপর আমি আমার অঙ্কিত চিত্রটির সাথে একটি সেলফি তুলেছি।



🐦ধাপ-১০ 🐦

IMG20210925172816.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার এই চিত্রটি সুন্দর করে তোলার জন্য রং পেন্সিলের ব্যবহার করেছি। প্রথমে আমি টিয়া পাখির মাঝের অংশে রং পেন্সিল দ্বারা রং করে নিয়েছি।



🐦ধাপ-১১ 🐦

IMG20210925173105.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার সুন্দর টিয়া পাখির লাল ঠোঁট দুটো লাল রং পেন্সিল দ্বারা অঙ্কন করেছি। এরপর আমি টিয়া পাখির গলার অংশে লাল রং ব্যবহার করেছি।



🐦ধাপ-১২ 🐦

IMG20210925173417.jpg
Cemera: Oppo-A12.



এভাবে আমি ধীরে ধীরে সম্পূর্ণ টিয়া পাখি খুব সুন্দর ভাবে রং করে নিয়েছি। যখন আমি টিয়া পাখি রং করছিলাম তখন দেখতে অনেক সুন্দর লেগেছিল।



🐦ধাপ-১৩ 🐦

IMG20210925173659.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি গাছটির পাতাগুলো সুন্দর করে তোলার জন্য সবুজ রং পেন্সিলের মাধ্যমে খুব সুন্দর ভাবে রাঙিয়ে তোলার চেষ্টা করেছি।



🐦শেষ ধাপ 🐦

IMG20210925174209.jpg
Cemera: Oppo-A12.



আমি এবার সম্পূর্ণ চিত্রটি মোটা কালীর পেন্সিল দ্বারা সুন্দরভাবে অঙ্কন করে নিয়েছি। আমি খুব সাবধানতার সাথে আমার অঙ্কিত চিত্রটির পুরো অংশ গাঢ় করে নিয়েছি।



উপস্থাপন:

IMG20210925174640.jpg
Cemera: Oppo-A12.

IMG20210925174725.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার অঙ্কিত চিত্রটির সম্পূর্ণ অংশের কাজ খুব নিখুঁতভাবে শেষ করে উপস্থাপন করেছি। আশা করি আমার অঙ্কিত এই চিত্রটি আপনাদের অনেক ভালো লেগেছে। "গাছের ডালে টিয়া পাখির চিত্র অঙ্কন" আমি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।



গাছের ডালে বসে থাকা আমার এই টিয়া পাখির চিত্র অঙ্কনটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। আপনাদের উৎসাহ আমাকে ভবিষ্যতে আরো ভালো কিছু অঙ্কন করতে সহায়তা করবে।



❤️ ধন্যবাদ সকলকে ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার টিয়া পাখি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। কালার কম্বিনেশন অসাধারণ হইছে। অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি ধাপে ধাপে ছবি অংকন টি উপস্থাপন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার ছবি অংকন টি। আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া।

আসলে অনেক সুন্দর ছিল আপনি ধাপে ধাপে পরিবেশন করেছেন খুবই ভালো লাগলো ভাইয়া শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া।

এক কথায় অসাধারণ হয়েছে। গাছের ডালে টিয়া পাখি বসে আছে। সত্যিই মনোমুগ্ধকর লাগছে। শুভেচ্ছা অবিরাম ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।

অও, টিয়া পাখিটি অসাধারণ হয়েছে ভাইয়া।উপস্থাপনাটি খুবই সাজানো গোছানো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

গাছের ডালে টিয়া পাখি অংকন টি অসাধারণ হয়েছে খুব ভালো লেগেছে আমার ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥

ধন্যবাদ আপু।