ফটোগ্রাফি- পিটুনিয়া ফুলের সৌন্দর্য ফটোগ্রাফি||

in hive-129948 •  5 months ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি অনেকদিন আগে করেছিলাম। ইতোমধ্যে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ারও করেছিলাম। আজকে যখন ফোনের গ্যালারি ঘেটে দেখছিলাম তখন দেখি বেশ কিছু ফটোগ্রাফি এখনো রয়ে গেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করবো না সেটা হতেই পারে না। তাই চলে এলাম দারুন দারুন সব পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি নিয়ে। তো বন্ধুরা চলুন আমার আজকের ফটোগ্রাফি দেখে নেয়া যাক।

পিটুনিয়া ফুলের সৌন্দর্য ফটোগ্রাফি:

IMG_20240821_131955.jpgCemera: Oppo-A12.
Location


পিটুনিয়া ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য বিভিন্ন রকমের। এর আগে যেহেতু আমি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম তাই এই ফটোগ্রাফিটি হয়তো বাদ পরে গিয়েছিল। যখন চোখের সামনে দেখলাম সাদা এবং বেগুনি রঙের মিশ্রণের এই সুন্দর ফুল তখন তো নিজেকে সামলে রাখতেই পারছিলাম না। ঝটপট চলে এলাম ফটোগ্রাফিটি শেয়ার করতে। সাদা এবং বেগুনি রঙের পিটুনিয়া ফুলের মিশ্রণ খুবই সুন্দর ছিল।

IMG_20240821_131909.jpgCemera: Oppo-A12.
Location


লাল রঙের ফুল খুবই সুন্দর হয়। আর যদি লাল রঙের পিটুনিয়া ফুল হয় তাহলে ফুলের সৌন্দর্য আরো বহু গুণ বেড়ে যায়। এই সুন্দর ফুলের সৌন্দর্য দেখে বেশ কিছু ছবি তোলা হয়েছিল। সেখান থেকে এই ফটোগ্রাফিটি নির্বাচন করেছি। আর ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। সুন্দর এই ফুলটি খুবই ভালো লেগেছিল। আশা করছি লাল রংয়ের পিটুনিয়া ফুল আপনাদের কাছেও ভালো লেগেছে।

IMG_20240821_132033.jpgCemera: Oppo-A12.
Location


এই ফুলের সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। নার্সারিতে গেলে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। গারো বেগুনি রঙের ফুল খুবই কম দেখা যায়। এই রং এর ফুল এর আগে আমি খুব একটা দেখেছি বলে মনে হচ্ছে না। এই সুন্দর পিটুনিয়া ফুলের অপরূপ দৃশ্য মন ভরিয়ে তুলেছিল। আর আমিও ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। সেখান থেকেই সুন্দর একটি ছবি নির্বাচিত করে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি এই সুন্দর ফুলটি সবার ভালো লাগবে।

IMG_20240821_132134.jpgCemera: Oppo-A12.
Location


রানী গোলাপি রঙের যেকোনো ফুল দেখতে খুবই ভালো লাগে। এই ফুলটি দেখতেও ভালো লেগেছিল। অনেকগুলো ফুল একসাথে ফুটে থাকতে দেখে বেশি ভালো লেগেছিল। রানী গোলাপী রঙের যেকোনো ফুল দেখতে ভালো লাগে। এই ফুলগুলো দেখতে অনেকটা সন্ধ্যা মালতি ফুলের মত লাগছিল। কিন্তু সাইজে একটু বড় ছিল। সুন্দর দেখতে এই ফুলগুলোর ছবি তুলবো না তাকে কি করে হয়। তাই আমি অনেক ছবি তুলেছিলাম। আর সেখান থেকে সুন্দর একটি ছবি নির্বাচিত করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240821_132106.jpgCemera: Oppo-A12.
Location


সাদা ফুল মানেই শুভ্র এবং সুন্দর। সাদা হচ্ছে সৌন্দর্যের আরেক নাম। সাদা আর গোলাপি রঙের মিশ্রণের এই পিটুনিয়া ফুলের সৌন্দর্য খুবই ভালো লেগেছিল। এর আগে আমি এই ধরনের ফুলগুলোর ছবি শেয়ার করেছিলাম তবে সাইট থেকে তোলা এই সুন্দর পিটুনিয়া ফুলটি যখন সামনে পড়লো তখন ভাবলাম এত সুন্দর ফটোগ্রাফি মিস করা উচিত নয়। তাইতো আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। যখন কোন ফটোগ্রাফি আমাদের নিজের কাছে বেশি ভালো লাগে তখন সেই ফটোগ্রাফি গুলো বারবার শেয়ার করতে ভালো লাগে। যদিও এই ফটোগ্রাফি গুলোর মাঝে অনেক ভিন্নতা আছে। কারণ বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবির সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়।

তো বন্ধুরা আমার শেয়ার করা এই সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবেন। আর কোন ফুলের ফটোগ্রাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি ফটোগ্রাফি গুলো সবার ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা যদিও বিদেশি একটা ফুল তবু আমাদের দেশে এটার অনেক গুলো রঙ রয়েছে।আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ শেয়ার করার জন্য।

বর্তমানে অনেক বিদেশি ফুল দেখা যায়। আর এই ফুলটি দেখতে খুবই সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

পিটুনিয়া ফুল আসলে অনেক ধরনের হয়। আপনার আজকের ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের পিটুনিয়া ফুল দেখলাম। প্রথম পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টা অনেক ভালো লেগেছে আমার কাছে। দুইটি কালারের কম্বিনেশনের পিটুনিয়া ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। লাল এবং সাদা রঙের পিটুনিয়া ফুলটা ও চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

পিটুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের ফটোগ্রাফি এবং কালার আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

আমার অনেক বেশি পছন্দের ফুলের মধ্যেই পিটুনিয়া ফুল অন্যতম। পিটুনিয়া ফুল দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আপনি বেশ কয়েক কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন, যেগুলো দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা কালারের পিটুনিয়া ফুল অনেক সুন্দর। সাদা এবং হালকা গোলাপি কালারের মিশ্রণে যে পিটুনিয়া ফুলটা রয়েছে, সেটার ফটোগ্রাফি আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে।

এই ফুল আপনার পছন্দের ফুল জেনে খুবই ভালো লাগলো। এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। বিভিন্ন রংয়ের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি ভাই।

ভাইয়া আপনি বেশ চমৎকার সব পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। পিটুনিয়া ফুলের এত চমৎকার সব কালার দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা কালার খুবই দুর্দান্ত ছিল আর সেই সাথে আপনার ফটোগ্রাফি করাটাও দারুন হয়েছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

চমৎকার সব পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আপু। আপনি দেখে মুগ্ধ হয়েছেন আর মন্তব্য করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ভাই আপনি আজকে আমাদের মাঝে পিটুনিয়া ফুলের বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ভাইয়া এই ফুলগুলো সব সময় এত রংয়ের দেখা যায় না। তবে আপনার পোষ্টের মাধ্যমে এই পিটুনিয়া ফুলের বিভিন্ন রং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার শেয়ার করা ফুলের মধ্যে সাদা এবং লাল রঙের ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর ফটোগ্রাফি করতেও ভালো লেগেছে। তাই এই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি ভাই। ধন্যবাদ আপনাকে।

পিটুনিয়া ফুলের সৌন্দর্য ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি করে করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

পিটুনিয়া ফুলের অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছি। আপনার ভালো লেগেছে আর মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই।

আপনার ফটোগ্রাফি পোস্টটি খুব ভালো লাগলো।আসলে যেকোনো ফটোগ্রাফি করতে দক্ষতার প্রয়োজন ।রাইট অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করলে ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগেনা।অনেকটা সুন্দর করে ফটোগ্রাফির বর্ণনা দিয়েছেন।সবগুলো ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু যে কোন ফটোগ্রাফি করতে গেলে দক্ষতার প্রয়োজন। আমি এখনো সেভাবে দক্ষ হইনি। তবে চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার।

image.png

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে! প্রতিটি রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। সাদা-বেগুনি, লাল, সবগুলো ফুলের ফটোগ্রাফিতেই প্রকৃতির অপরূপ শোভা ফুটে উঠেছে। বিশেষ করে সাদা এবং গোলাপি রঙের মিশ্রণের ফুলগুলো দেখতে সত্যিই অনন্য। আপনার তোলা ছবি গুলো দেখে যেন প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর ছবি শেয়ার করার জন্য। আশা করি ভবিষ্যতে আরও এমন সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো!

[@redwanhossain]

এই ফুলের সৌন্দর্য আমার কাছেও খুবই ভালো লেগেছে। তাই ফটোগ্রাফি করেছিলাম ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

পিটুনিয়া ফুল আমার অনেক বেশি পছন্দের একটি ফুল। পিটুনিয়া ফুল গাছ লাগানোর অনেক ইচ্ছা রয়েছে আমাদের বাড়িতেও। পিটুনিয়া ফুলের কিন্তু এরকম অনেক কালার হয়েছে। আর আমার কাছে সব কালারের পিটুনিয়া ফুল খুব ভালো লাগে দেখতে। এখানে থাকা সবগুলো কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। আপনি প্রত্যেকটা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দরভাবে করেছেন, তেমনি সুন্দর করে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। এই বিষয়টা খুব ভালো লেগেছে।

এই ফুল আপনার পছন্দের ফুল জেনে খুবই ভালো লাগলো আপু। বাসায় এই ফুল থাকলে সত্যি অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য।

ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবসময় আমাদের হৃদয় ছুঁয়ে দেয়। বৈচিত্রময় বাহারি রঙের পিটুনিয়া ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। পিটুনিয়া ফুল গুলো সৌন্দর্য সত্যি দেখতে বেশ দারুণ। এতো অসাধারণ ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌ ।

ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগে। আর এই ফুলের সৌন্দর্য আমার খুবই ভালো লেগেছিল ভাই। তাই ফটোগ্রাফি করেছি এবং শেয়ার করলাম।

পিটুনিয়া ফুল দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ফুলটি উপভোগ করতে আরো বেশি ভালো লাগে।আপনার তোলা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ফুলের সৌন্দর্য খুবই ভালো লেগেছিল। তাই ফটোগ্রাফি গুলো করেছিলাম। সুন্দর করে বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছি ভাই।

আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি ফুলের সাথে পরিচিত হলাম। যদি ও এই ফুলটাকে আমি দেখছি তবে এর নাম সম্পর্কে অবগত ছিলাম না। ফুল গুলা বেশ চমৎকার আর আপনি বেশ সুন্দর করেই ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার পোষ্টের মাধ্যমে নতুন একটি ফুলের সাথে পরিচিত হলেন জেনে অনেক ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

শুকরিয়া ভাই ভালো থাকবেন।

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার করা এই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে৷ পিটুনিয়া ফুল আমি এমনিতে অনেক পছন্দ করি এবং এই ফুলগুলো এমনিতে অনেক অসাধারণ হয়ে থাকে। আজকে যেভাবে ভিন্ন ভিন্ন অনেকগুলো ফটোগ্রাফি আপনি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷

ভাই আপনি অনেক চমৎকার করে সব পিটুনিয়া ফুল এর ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফুল দেখতে খুবই সুন্দর লাগছে।আপনি অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।