🌷ফুলের বাগানে কিছুক্ষণ🌷|| আমার বাংলা ব্লগ // @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি একজন সৌন্দর্য প্রেমী মানুষ। তাই আমি আজ ফুলের বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কিছু কথা এবং এই সুন্দর ফুলের কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার পোষ্টের বিষয়বস্তু হচ্ছে "ফুলের বাগানে কিছুক্ষণ"। আশা করি সকলে আমার এই পোস্টটি পড়বেন।



🌻ফুলের বাগানে কিছুক্ষণ:

IMG20210903174305.jpg
Cemera: Oppo-A122.
Location:



পৃথিবীতে সকলেই ফুল খুব ভালোবাসে। ফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য সর্বদাই আমার মনকে আকর্ষিত করে। আমি মাঝে মাঝেই আমার শহরের একটি ফুলের বাগানে ঘুরতে যাই। শেষ বিকেলে ফুলের বাগানে ঘুরতে আমার অনেক ভালো লাগে। শেষ বিকেলের প্রকৃতির অপরূপ আবহাওয়া ও এর মাঝে ফুটে থাকা অসংখ্য ফুলের সৌন্দর্য সব মিলিয়ে তৈরি হয় এক নতুন মূহুর্ত। সেই মুহূর্তটি মনের মধ্যে তৈরি করে এক অবিরাম ভালোবাসা।



IMG20210903174417.jpg
Cemera: Oppo-A12.
Location:



গোলাপ ফুলের স্নিগ্ধ কোমল পাপড়িগুলোর দিকে তাকালে নিমিষেই দূর হয়ে যায় আমার মনের সব কষ্ট ও গ্লানি। গোলাপ ফুলের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায়। বিশ্বের প্রতিটি দেশেই গোলাপ ফুল খুবই জনপ্রিয়। গোলাপ ফুলের প্রাকৃতিক সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। যখন আমি নিষ্পাপ এই ফুল গুলোর দিকে তাকিয়ে থাকি তখন আমার মনের মধ্যে তৈরি হয় এক অজানা ভালোলাগা।



IMG20210903174044.jpg
Cemera: Oppo-A12.
Location:



গোলাপ তার সৌন্দর্যের জন্য পুরো বিশ্বের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে খুবই জনপ্রিয়। প্রতিটি মানুষ তারা তাদের প্রিয় মানুষটিকে এই গোলাপ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পছন্দ করে। এর মধ্যে মিশে আছে অনেক ভালোবাসা ও ভালোলাগার হাজারো স্মৃতি। এই ফুলের অপরূপ সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। যখন আমি সেদিনের সেই বিকেলে ফুলের বাগানে কিছুটা সময় কাটিয়েছি তখন আমার মনে হয়েছে আমি যেন এক স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াচ্ছি।



IMG20210903174932.jpg
Cemera: Oppo-A12.
Location:



আমি যখন এই ফুলের বাগানে ঘোরাঘুরি করছিলাম আর ফুলের সৌন্দর্য উপভোগ করছিলাম তখন আমার চোখে পড়ল এক পদ্ম ফুল। বাগানের মালিক তার বাগানটি আকর্ষণীয় করে তোলার জন্য তার বাগানে ছোট একটি পুকুর খনন করে শখের বশে তৈরি করেছেন পদ্মপুকুর। পদ্মফুলের অপরূপ সৌন্দর্য আমার মনকে আকর্ষিত করেছে। আমি খুব কাছ থেকে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করেছি।



IMG20210903174134.jpg
Cemera: Oppo-A12.
Location:



আমার ভালো লাগার আরেক নাম সাদা গোলাপ। আমি সাদা গোলাপ খুব ভালোবাসি। সাদা গোলাপের ধবধবে সাদা পাপড়িগুলো দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। সাদা গোলাপের কোমল সৌন্দর্য আমার মনের মধ্যে তৈরি করে এক অন্যরকম ভালোলাগা। আমি যখন ফুলের বাগানে হাটিহাটি করছিলাম তখন আমি হঠাৎ করে সাদা গোলাপ দেখতে পেলাম। সাদা গোলাপ দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। শেষ বিকেলের অপরূপ সৌন্দর্যের মাঝে সাদা গোলাপের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো দ্বিগুন হয়ে গেছে।



IMG20210903174641.jpg
Cemera: Oppo-A12.
Location:



সাদাফুল সবসময়ই আমার অনেক পছন্দের। আমি সেই ফুলের বাগানে যখন সাদা জবা ফুল দেখতে পেলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। সাদা জবা ফুলের সৌন্দর্য খুবই আকর্ষণীয় ছিল। সাদা জবা হয়তো সচরাচর কম দেখতে পাওয়া যায়। কিন্তু এর সৌন্দর্য খুবই আকর্ষণীয়। এই সাদা ফুলের অপরূপ সৌন্দর্য ফুলের বাগানটি আরো বেশি আকর্ষিত করেছে।



IMG20210903175341.jpg
Cemera: Oppo-A12.
Location:



লাল টকটকে জবাফুল সকলেরই খুব পরিচিত। এই জবা ফুল তার লাল রংয়ের অপরূপ শোভা বাগানের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। লাল জবা ফুল বিভিন্ন ক্ষেত্রে খুবই উপকারী একটি ফুল। লাল জবা ফুলের মাঝের অংশের শীষ ও এই ফুলের পাপড়িগুলোর অপরূপ সৌন্দর্য আমার অনেক ভালো লেগেছে। এই লাল জবাফুল বিভিন্ন প্রকার ঔষধ ও তেল তৈরিতে ব্যবহৃত হয়। এই ফুলের নির্যাসে রয়েছে বিভিন্ন ঔষধি গুনাগুন। সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের ঔষধি গুণাগুণের জন্য সকলের কাছে খুবই পরিচিত একটি ফুল।



আমি সেদিন ফুলের বাগানে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছ থেকে উপলব্ধি করেছি। সেই সৌন্দর্য আমার মনের মধ্যে তৈরি করেছে এক ভালোলাগা। ফুলের অপরূপ সৌন্দর্য তৈরি করেছে প্রকৃতির প্রতি ভালোবাসা। সব মিলিয়ে আমি সেদিন ফুলের বাগানে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি এবং খুবই উপভোগ করেছি। মনকে ভালো রাখতে এবং মনের প্রশান্তির জন্য মাঝে মাঝেই ফুলের বাগানে ঘুরতে যাওয়া উচিত।



❤️ ধন্যবাদ সকলকে। ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি সুন্দর হয়েছে। ছবিগুলি খুবই চমৎকার হয়েছে। মার্কেটডাউন এর ব্যবহারও ভালোভাবে করেছেন। আপনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে, আর এবং ফুলের বর্ণনাগুলোও। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল, আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

আপনি গোলাপ এবয় জবা ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন, বিশেষ করে সাদা গোলাপ আমার খুবই ভালো লেগেছে। প্রতিটা ফুলের নিচে অনেক সুন্দর ভকবে বর্ণনা দিয়েছেন ফুলকে আসলে সবাই ভালোবাসে। শুভ কামনা আপনার জন্য

ধন্যবাদ আপনাকে।

বাহ, অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। এবং সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল।বিশেষ করে নিচের এই ছবিটা অনেক সুন্দর হয়েছে।

image.png

শুভ কামনা রইলো আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পদ্মফুল আমারও খুব পছন্দের। আপনার জন্যও শুভকামনা রইলো❤️❤️

আপনার প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে তবে পদ্মফুল টি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনি মার্কডাউন এর ব্যবহার করে পোস্টটিকে আরো কোয়ালিটিফুল করে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।🌹🌹🌹

ম্যাক্রো শট গুলি অসাধরণ হয়েছে। সব ফুলের ছবি গুলি আমার খুব ভালো লাগে। অনেক অনেক শুভ কামনা।

ধন্যবাদ আপনাকে।