লাইফ স্টাইল-পুরনো পেইন্টিং দিয়ে ঘর সাজালাম||

in hive-129948 •  4 months ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি নতুন ধরনের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আপনারা হয়তো অনেকেই জানেন পেইন্টিং করতে খুবই ভালো লাগে। আমার একটা সময় ছিল যখন অনেক পেইন্টিং করা হতো। সেই পেইন্টিং গুলো এখনো আমার কাছে রয়ে গেছে। তাই ভাবলাম সেগুলো দিয়ে ঘর সাজাই। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

পুরনো পেইন্টিং দিয়ে ঘর সাজালাম:

IMG_20241005_203956.jpg
Cemera: Oppo-A12.
Location

IMG_20241006_115633.jpgCemera: Oppo-A12.
Location


এই পেইন্টিং গুলো অনেক আগে করেছিলাম। প্রায় দেড় দুই বছর আগে। আসলে একটা সময় ছিল যখন পেইন্টিং করতে খুবই ভালো লাগতো। আর সময় পেলেই পেইন্টিং করতাম। মনের মাধুরী মিশিয়ে পেইন্টিং করার চেষ্টা করতাম। যখন এই প্লাটফর্মে প্রথম কাজ শুরু করি তখন থেকেই কাজের প্রতি আমার খুবই আগ্রহ ছিল। আর সেই সময় থেকেই চেষ্টা করেছিলাম নিজের দক্ষতায় ভালো কিছু উপহার দেওয়ার। তখন অনেক পেইন্টিং করা হতো। প্রত্যেক সপ্তাহে প্রায় দুই তিনটা পেইন্টিং পর্যন্ত শেয়ার করতাম।

IMG_20241006_115754.jpgCemera: Oppo-A12.
Location

IMG_20241006_115818.jpgCemera: Oppo-A12.
Location


পেইন্টিং গুলো যেহেতু প্রায় মোটামুটি কাছাকাছি সাইজের ছিল তাই সাজিয়ে তুলতে আমার খুব একটা চিন্তা করতে হয়নি। তবে আমি এই পেইন্টিং গুলো দেয়ালে লাগানোর জন্য কোন ফ্রেম ব্যবহার করিনি। শুধুমাত্র আঠা ব্যবহার করেছি। আঠা দিয়ে সুন্দর করে এই পেইন্টিং গুলো দেয়ালের সাথে সেটিং করে নিয়েছি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না কিভাবে সেটিং করবো। এরপর হঠাৎ করে মনে হলো আঠা দিয়ে লাগালে সবচেয়ে বেশি ভালো হবে।

IMG_20241006_115841.jpgCemera: Oppo-A12.
Location

IMG_20241006_115900.jpgCemera: Oppo-A12.
Location


একদিন হঠাৎ করে যখন একটি ফাইল পেলাম সেখানে দেখি আমার আগের করা অনেকগুলো পেইন্টিং অনেক যত্ন করে রাখা ছিল। আমি যখন পেইন্টিং করতাম বা কোন কাজ করতাম সেগুলো অনেক যত্ন করে রেখে দিতাম। ফেলে দিতে কিংবা নষ্ট করতে ইচ্ছে করতো না। সুন্দর করে গুছিয়ে সবকিছু রেখে দিতে আমার খুবই ভালো লাগতো। সেগুলো যখন পরবর্তীতে চোখের সামনে পড়তো তখন খুবই ভালো লাগতো। আর সেই পেইন্টিং গুলোই আমি দেয়ালে সাজানোর চেষ্টা করেছি।

IMG_20241006_115709.jpgCemera: Oppo-A12.
Location


আমি ধীরে ধীরে ওয়ালের সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি। আর আমার পছন্দের পেইন্টিং গুলো শুধুমাত্র সেটিং করেছি। এখনো আমার কাছে অনেকগুলো পেইন্টিং রয়ে গেছে। সেগুলো অবশ্য সেটিং করা হয়নি। তবে যেই পেইন্টিং গুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল আর সাইজের দিক থেকে প্রায় কাছাকাছি ছিল সেগুলোই দেয়ালে লাগিয়ে সুন্দর করে সেটিং করেছি।

আমার এই লাইফস্টাইল পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি সবার ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

এইধরনের পেইন্টিং গুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি দারুণ দারুণ কিছু পেইন্টিং দিয়ে আপনার ঘর সাজিয়েছেন।যদিও অনেক দিন আগের পেইন্টিং, আপনি সেগুলো যত্ন করে আজকে সেগুলো কাজে লাগালেন।যাইহোক পেইন্টিং দিয়ে ঘর সাজানো দেখে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ঘরের সৌন্দর্য অনেক বেড়ে গেছে ভাই। আর পেইন্টিং গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

পুরনো পেইন্টিং দিয়ে খুব সুন্দর ভাবে ঘর সাজিয়েছেন দেখছি। আমি নিজেও আমার করা পেইন্টিং গুলো দিয়ে সুন্দর করে ঘর সাজিয়েছি। অনেক যত্নসহকারে সাজিয়েছেন আপনি। আমার তো আপনার এই বিষয়টা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনার করা পেইন্টিং গুলো অনেক বেশি সুন্দর। নিশ্চয়ই ঘর সাজানোর পর দেখতে অনেক ভালো লাগছিল।

পুরনো কোন কিছু দিয়ে ঘর সাজালে সত্যি অনেক ভালো লাগে। আর আমিও চেষ্টা করেছি সুন্দর করে এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার।

এটা বেশ সুন্দর ছিল। এমন কিছু ঘরের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। এমন পেইন্টিং ঘরে থাকলে বেশ চমৎকার লাগে। আপনার পেইন্টিং গুলো আপনার ঘরের শোভা বাড়িয়ে দিচ্ছে। পেইন্টিং গুলো দিয়ে ঘর সাজানোর বুদ্ধি টা বেশ ভালো ছিল।

আমার পেইন্টিং গুলো আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো। ঘরের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করেছি ভাই।

আপনার আজকের পোস্টটির মাধ্যমে এর আগে যত পেন্টিং পোস্ট করেছেন তা একসঙ্গে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

এই পেইন্টিং গুলো অনেক আগের করা। আর অনেকদিন পর এগুলো খুঁজে পেয়ে সুন্দর করে দেয়ালে লাগিয়েছি আপু।

পুরনো পেইন্টিং গুলো বেশ চমৎকার ছিল। যদিও এই ধরনের পেইন্টিং আমি তেমনটা তৈরি করতে পারি না তবে আপনাদের তৈরি করার অভিজ্ঞতা এবং ক্রিয়েটিভিটি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনি কে আমার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।