আমার গ্রামের মাছের বাজার ও বিভিন্ন মাছের ফটোগ্রাফি 📸🐟 || [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। গ্রাম অঞ্চলের নদী-নালায় মাছ ভরপুর থাকে। নদীতে যে সব ছোট ছোট মাছ পাওয়া যায় সেগুলো খেতে অনেক সুস্বাদু। এছাড়াও গ্রামের পুকুরগুলোতে অনেক বড় বড় মাছ চাষ করা হয়। তাই গ্রামের ছোট ছোট বাজারগুলোতেও প্রায় সব ধরনের মাছ পাওয়া যায়। তাই আজ আমি আমার গ্রামের মাছের বাজারের ও বিভিন্ন প্রকারের মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার গ্রামের মাছের বাজারের ও বিভিন্ন প্রকারের মাছের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আমার গ্রামের মাছের বাজার ও বিভিন্ন মাছের ফটোগ্রাফি 📸:

📸 টেংরা মাছ:

IMG20220115161834.jpg
Cemera: Oppo-A12.
Location


আমার গ্রামের মাছের বাজারে সব সময় টেংরা মাছ পাওয়া যায়। নদীর টেংরা মাছ খেতে খুবই ভালো লাগে। যেহেতু গ্রামাঞ্চলে নদী বেশি দেখতে পাওয়া যায় তাই খুব সহজেই নদীর টেংরা মাছ গুলো পাওয়া যায়। আমাদের গ্রামের এই ছোট মাছের বাজার থেকে মাঝে মাঝে নদীর টেংরা মাছ মাছ কিনি। নদীর টেংরা মাছ গুলো খেতে খুবই ভালো লাগে। একদম তরতাজা টেংরা মাছ গুলো যখন আমি মাছের বাজারে দেখেছিলাম তখন আমি টেংরা মাছের ফটোগ্রাফি করেছি। টেংরা মাছ গুলো অনেক তরতাজা ছিল তখন। তাই আমি তরতাজা টেংরা মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি।

📸 দারকিনা মাছ:

IMG20220115161904.jpg
Cemera: Oppo-A12.
Location


দারকিনা মাছ আমাদের সকলের কাছেই পরিচিত। বিশেষ করে গ্রামাঞ্চলে দারকিনা মাছ বেশি দেখতে পাওয়া যায়। গ্রামের ছোট ছোট নদী বা পুকুর গুলোতে দারকিনা মাছ পাওয়া যায়। দারকিনা মাছ খেতে অনেক সুস্বাদু। বিশেষ করে পেঁয়াজ ও টমেটো দিয়ে দারকিনা মাছ চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। তাই আমি যখন আমার গ্রামের ছোট মাছের বাজারে দারকিনা মাছ দেখেছিলাম তখন আমি এই মাছের ফটোগ্রাফি করেছি।

📸 টাকি মাছ:

IMG20220115162017.jpg
Cemera: Oppo-A12.
Location


আমার খুবই প্রিয় একটি মাছ হল টাকি মাছ। তাজা তাজা টাকি মাছ দেখে আমি এই মাছের ফটোগ্রাফি করেছি। তাজা ও জেন্ত্য টাকি মাছ সাধারণত গ্রাম অঞ্চলের বেশি দেখতে পাওয়া যায়। জেলেরা নদী থেকে টাকি মাছ ধরে এনে বাজারে বিক্রি করে। তাই আমরা খুব সহজেই এই মজাদার টাকি মাছ কিনতে পারি। টাকি মাছ খেতে অনেক সুস্বাদু। বিশেষ করে টাকি মাছের ভর্তা খেতে আমার বেশি ভালো লাগে। তাই আমি আমার প্রিয় এই মাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

📸 দেশী পুঁটি মাছ:

IMG20220115162002.jpg
Cemera: Oppo-A12.
Location


দেশী পুঁটি মাছ আমার অনেক প্রিয়। মচমচে দেশী পুঁটি মাছ ভাজা খেতে আমি অনেক পছন্দ করি। এছাড়াও ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে। আমি যখন আমার গ্রামের ছোট মাছের বাজারে গিয়েছিলাম তখন আমি মাছের দোকানে পুঁটি মাছ দেখতে পেয়েছিলাম। তাই আমি এই পুঁটি মাছের ফটোগ্রাফি করেছি। আশা করছি আপনাদের সকলেরই দেশী পুঁটি মাছ অনেক প্রিয়।

📸 মলা ও বিভিন্ন প্রকারের ছোট মাছ:

IMG20220115162607.jpg
Cemera: Oppo-A12.
Location


গ্রামের মাছের বাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে খুব সহজেই নদীর ছোট মাছ পাওয়া যায়। নদীর এসব ছোট মাছ খেতে অনেক সুস্বাদু। নদীতে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। নদীতে পাওয়া ছোট মাছগুলো খেতে আমি খুবই পছন্দ করি। বিশেষ করে বিভিন্ন প্রকারের ছোট মাছ একত্রে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তাই আমি মলা ও বিভিন্ন প্রকারের ছোট মাছ যখন একত্রে দেখেছিলাম তখন আমি এই মাছগুলোর ফটোগ্রাফি করেছি।

📸 বাটা মাছ:

IMG20220115162619.jpg
Cemera: Oppo-A12.
Location


বাটা মাছ সকলের কাছেই পরিচিত। ছোট ছোট বাটা মাছগুলো ভাজা খেতে অনেক ভালো লাগে। আমি যখন আমার গ্রামের ছোট মাছের বাজারে গিয়েছিলাম তখন আমি এই বাটা মাছ গুলো দেখতে পেয়েছিলাম। বাটা মাছ গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই আমি বাটা মাছের ফটোগ্রাফি করেছি।

📸 সরপুঁটি মাছ:

IMG20220115162601.jpg
Cemera: Oppo-A12.
Location


সরপুঁটি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আমাদের গ্রামের আশেপাশে যে সব ছোট ছোট পুকুর ও খাল বিল রয়েছে সেগুলোতে বিভিন্ন প্রকারের মাছের চাষ করা হয়। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সরপুঁটি মাছ। নদীতে বা খাল-বিলে চাষ করা সরপুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে। তাই আমি আমার গ্রামের সেই মাছের বাজারের সরপুঁটি মাছের ফটোগ্রাফি করেছি।

📸সিলভার কার্প মাছ:

IMG20220115162139.jpg
Cemera: Oppo-A12.
Location

IMG20220115162058.jpg
Cemera: Oppo-A12.
Location


সিলভার কার্প মাছ সকলের কাছে পরিচিত। সিলভার কার্প মাছ দামে সস্তা হলেও খেতে ভালো লাগে। আমার গ্রামের ছোট মাছের বাজারে প্রায় সবসময়ই এই মাছ দেখতে পাওয়া যায়। তাই আমি এই মাছের বাজারের কয়েকটি চিত্র তুলে ধরার জন্য সিলভার কার্প মাছের ফটোগ্রাফি করেছি।

📸 রুই মাছ:

IMG20220115161946.jpg
Cemera: Oppo-A12.
Location


রুই মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম হয়েছে। রুই মাছ খেতে সবাই কম বেশি পছন্দ করে। আমার গ্রামের আশেপাশে যেসব বিল রয়েছে সেখানে রুই মাছ চাষ করা হয়। বিলে চাষ করা রুই মাছ খেতে খুবই সুস্বাদু। আমার গ্রামের এই ছোট মাছের বাজারে প্রায় প্রতিদিনই রুই মাছ বিক্রি করা হয়। আমি আমার গ্রামের মাছের বাজারের ফটোগ্রাফি করার জন্য রুই মাছের ফটোগ্রাফি করেছি।

📸 কাতলা মাছ:

IMG20220115161918.jpg
Cemera: Oppo-A12.
Location


কাতলা মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। আমার গ্রামের আশেপাশে যে বড় বড় নদী নালা ও বিল রয়েছে সেখানে অনেক ধরনের মাছের চাষ করা হয়। সেখানে কাতলা মাছেরও চাষ হয়। তাই মাঝে মাঝেই বড় বড় কাতলা মাছ বাজারে দেখতে পাওয়া যায়। আমার গ্রামের মাছের বাজারটি ছোট হলেও এখানে মাঝে মাঝেই অনেক বড় বড় কাতলা মাছ বিক্রির জন্য আনা হয়। তাই আমি কাতলা মাছের ফটোগ্রাফি করেছি।

📸 মিনার কার্প ও কার্পু মাছ:

IMG20220115161929.jpg
Cemera: Oppo-A12.
Location

IMG20220115161938.jpg
Cemera: Oppo-A12.
Location


মিনার কার্প ও কার্পু মাছ আমার খুবই প্রিয়। আমার গ্রামের ছোট এই মাছের বাজারে এই মাছগুলো প্রায় সবসময়ই পাওয়া যায়। মিনার কার্প ও কার্পু মাছ খেতে অনেক সুস্বাদু হয়। বিশেষ করে গ্রামের বিলে এসব মাছ চাষ করা হয় বলে এগুলো খেতে অনেক ভালো লাগে। আমার গ্রামের এই ছোট বাজারে সব সময় মিনার কার্প ও কার্পু মাছ পাওয়া যায়। তাই আমি আমার গ্রামের মাছের বাজারের ফটোগ্রাফি করতে এই মাছগুলোর ফটোগ্রাফি করেছি।

📸 মাছের বাজারে আমার একটি সেলফি:

IMG20220115162628.jpg
Cemera: Oppo-A12.
Location


আমি মাছের বাজারের ফটোগ্রাফি করার মুহুর্তে একটি সেলফি তুলেছি।আমি আমার গ্রামের মাছের বাজারের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার গ্রামে যেহেতু বিভিন্ন ধরনের মাছের চাষ হয় তাই আমার গ্রামের মাছের বাজারেও বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তাই আমি আমার গ্রামের ছোট এই মাছের বাজারে পাওয়া মাছগুলোর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছে বিভিন্ন প্রকারের মাছ ও মাছের বাজারের ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও ভাইয়া খুব সুন্দর মাছের বাজারের ফটোগ্রাফি করেছেন। সত্যি মাছের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে মাছ গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মাছের ‌‌ ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইলো।

ওয়াও ভাই কি সুন্দর টেংরা মাছ গুলো দেখতে। মাছগুলো দেখতে একদম গ্রামের মাছের মত লাগে। ভাই টেংরা মাছ যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও খুব সুস্বাদু লাগে। ভাই এই মাছটা আমার জীবনে অনেক খেয়েছি নিজ হাতে ধরে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর টেংরা মাছ শেয়ার করার জন্য ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি গ্রামের মাছের বাজারের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার মাছের বাজার থেকে যে ছোট মাছগুলো ফটোগ্রাফি করেছেন তা আমার কাছে বেশ দারুন লেগেছে। গ্রামের বাজারে ছোট মাছগুলো মানুষ সতেজ এবং টাটকা মাছ পাওয়া যায় । ধন্যবাদ আপনাকে ও আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💗💗

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই গতকাল আমিও বাজারের মাছের ফটোগ্রাফি করেছিলাম। আজকে আপনার বাজারের মাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েছে। কার্পু মাছের ছবি আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💖💖

বাহ ভাইয়া আপনি আমাদের গ্রামের বাজারের মাছগুলোর ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তাছাড়া ফটোগ্রাফির সাথে বর্ণনাগুলোও অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,, ❤️❤️

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। ❤️

ভাইয়া আপনার মাছের বাজারের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। মাছগুলো দেখতে বেশ তাজাতাজা মনে হচ্ছে । কিছু মাছ আমাদের ঠিকানা পাঠিয়ে দেন তো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জ্বি আপু আমার গ্রামের বাজারে সব সময় টাটকা মাছ পাওয়া যায়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🥀🥀🥀

বাজার ঘুরে মাছের অসাধারণ ফটোগ্রাফি করেছেন।।
রুইও টেংরা মাছ আমার খুব পছন্দের।।
আপনি ফটোগ্রাফি গুলোর সুন্দর করে উপস্থাপন করেছেন ।।
শুভেচছা রইল

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। 🧡

মাছের ছবি গুলো দারুন হয়েছে। বড় মাছগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চাষের হয়। যে কারণে এই মাছগুলো খেতে কিন্তু খুব একটা স্বাদের হয়না। এটা আমার মতামত। ফটোগ্রাফি গুলো অনবদ্য ধন্যবাদ।

জ্বি ভাইয়া একদম ঠিক বলেছেন বর্তমান এইসব বড়মাছ পুকুরে চাষ করার কারণে স্বাদ অনেক কম হয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💞💞💞

অনেক সুন্দর হয়েছে ভাইয়া আপনার মাছের ফটোগ্রাফি গুলো। একসঙ্গে বিভিন্ন প্রকার মাছ দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।❣️

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। মাছগুলো দেখতে বেশ তাজা দেখা যাচ্ছে। গ্রামের বাজারে তাজা মাছ পাওয়া স্বাভাবিক। তাজা মাছের স্বাদ অন্যরকম হয়। আমার তো ইচ্ছে করছে এখনই নিয়ে রান্না করে খেয়ে ফেলি। আমাদের শহরের দিকে এমন তাজা মাছ খুব কম পাওয়া যায়। কারণ শহরে গ্রাম থেকে আসতে আসতেই মাছগুলো আর তাজা থাকে না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনি একদম ঠিক বলেছেন আপু গ্রামের বাজারে টাটকা মাছ বেশি পাওয়া যায়। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।

আপনা গ্রামের মাছের বাজার ও বিভিন্ন মাছের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো মাছ গুলো খুবেই পরিচিত অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইলো

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

মাছ বাজারে যেতে ইচ্ছে করে না, যেহেতু মাছ বাজারে দুর্গন্ধ টা একটু বেশি। তবুও মাসে একবার যেতে হয় না গেলে খাব কি উপায় তো নেই। তবে আপনি মাছ বাজারে দেশীয় যে মানুষগুলোর ফটোগ্রাফি করেছেন খুবই সুন্দর ছিলো। ছোট মাছ মানবদেহের জন্য খুবই উপকারী মাছ এবং আমাদের দৈনন্দিন খাবার তালিকায় থাকা অতি জরুরী। আর আপনি অনেক সুন্দর করে আপনার মাছ বাজারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। এবং বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটি ফটোগ্রাফ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💖💖

  • মাছের বাজারে সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে সিলভার কাপ মাছের ফটোগ্রাফি আমার বেশি ভাল লেগেছে। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার জন্য রইল শুভকামনা।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💗💗💗

দেশি মাছ দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এটা খেতেও বেশ সুস্বাদু লাগে। আমার ভীষণ পছন্দের বিশেষ করে টেংরা মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। দেশি মাছ খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হইছে। ধন্যবাদ আপনাকে এরকম কিছু দেশি মাছের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💝💝💝

আজ অন্য কোন একটি পোস্টে বেশ কিছু মাছের ছবি দেখেছিলাম। শীত আসলেই আমাদের দেশে মাছ ধরার একটা উৎসব শুরু হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ দেখতে আমার ভালোই লাগে। বিশেষ করে সামুদ্রিক মাছ। ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

বাহ!! মাছের বাজারের সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। মনে হচ্ছিল মাছের বাজারে আছি। দারকিনা আর বাটা মাছ আজকেই প্রথম দেখলাম। গ্রামীণ খোলামেলা মাছের বাজার সুন্দর দৃশ্যের মধ্যে একটি। ধন্যবাদ ভাইয়া

সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ❣️❣️

আসলে সাপ্তাহে অন্তত একবার মাছ বাজারে যেতে হয়। তাই মাছ বাজার ভালোই লাগে ☺️
আপনাদের মাছ বাজারটি পছন্দ হয়েছে।
বেশ চমৎকার সব মাছ🐟। যাক আপনার পুরো উপস্থাপনা অসাধারণ ছিল ♥️
এভাবেই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ।
ভালো থাকবেন এবং সতর্কতার সাথে চলাফেরা করবেন। সুস্থ থাকাটা বড় চ্যালেঞ্জ।

আপনি ঠিকই বলেছেন ভাইয়া বর্তমান খুবই সাবধানে চলা উচিত। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💝💝💝