DIY-রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি❤️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। নতুন নতুন ক্রাফট তৈরি করতে আমার ভালো লাগে। আমি অবসর সময় পেলেই নতুন নতুন আইডিয়া থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। নতুন কিছু তৈরি করতে আমার যেমন ভালো লাগে তেমনি ফেলে দেওয়া অনেক জিনিস কাজে লাগানো যায়। আজ আমি রঙিন কাগজ ও ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছি। আশা করছি রঙিন কাগজের তৈরি কলমদানি আপনাদের কাছে ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি:

IMG20220222090301.jpgCemera: Oppo-A12.


আজ আমি আমার অবসর সময়কে কাজে লাগাতে ও শখের বশে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছি। রঙিন কাগজ ও বিভিন্ন প্রকার ফেলে দেওয়া জিনিস পত্র দিয়ে কলমদানি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। নিজের দক্ষতাকে কাজে লাগাতে ও সুন্দর একটি ক্র্যাফট তৈরি করতে আমি চেষ্টা করেছি এই কলমদানি তৈরি করার। যখন কলমদানি তৈরি করা হয়ে গেছে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। তাই আজ আমি আমার ভালো লাগার একটি ক্র্যাফট আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • রঙিন কাগজ
  • শক্ত কাগজ
  • ঔষধের প্যাকেট
  • পেন্সিল
  • কাঁচি
  • আঠা

IMG20220222075504.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরির ধাপসমূহ:

♥️ধাপ-১:♥️

IMG20220222075639.jpgCemera: Oppo-A12.

IMG20220222075813.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করার জন্য প্রথমে একটি ঔষধের প্যাকেট নিয়েছি। এবার সুন্দরভাবে প্যাকেটটির উপরের অংশ কেটে নিয়েছি।

♥️ধাপ-২:♥️

IMG20220222080058.jpgCemera: Oppo-A12.

IMG20220222080307.jpg
Cemera: Oppo-A12.


এবার আরও একটি অংশ তৈরি করার জন্য একটি মোটা কাগজ নিয়েছি। এরপর কলমদানি তৈরি করার জন্য সুন্দর করে কাগজটি কেটে নিয়েছি।

♥️ধাপ-৩:♥️

IMG20220222080619.jpgCemera: Oppo-A12.

IMG20220222080725.jpgCemera: Oppo-A12.


এভাবে কলমদানি তৈরি করার জন্য এবার এই কাগজটি গোল করে নিয়েছি। এরপর আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

♥️ধাপ-৪:♥️

IMG20220222081244.jpgCemera: Oppo-A12.

IMG20220222081339.jpgCemera: Oppo-A12.


এবার আমি হলুদ রঙের রঙিন কাগজ নিয়েছি। হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করার জন্য মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর কলমদানি তৈরি করার জন্য কাগজটি আঠা দিয়ে লাগানোর জন্য আঠা লাগিয়েছি।

♥️ধাপ-৫:♥️

IMG20220222081535.jpgCemera: Oppo-A12.

IMG20220222081815.jpgCemera: Oppo-A12.


এবার ধীরে ধীরে আমি কলমদানি তৈরি করার জন্য সম্পূর্ণ অংশ মোটামুটি ভাবে তৈরি করেছি।

♥️ধাপ-৬:♥️

IMG20220222081947.jpgCemera: Oppo-A12.

IMG20220222082337.jpgCemera: Oppo-A12.


আমার তৈরি করা রঙিন কাগজের কলমদানি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য এবার কালো কাগজ নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কালো কাগজ সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি।

♥️ধাপ-৭:♥️

IMG20220222082439.jpgCemera: Oppo-A12.

IMG20220222082651.jpgCemera: Oppo-A12.

IMG20220222082942.jpgCemera: Oppo-A12.


এবার আমি কালো কাগজগুলো আঠা দিয়ে সুন্দর করে লাগিয়েছি।

♥️ধাপ-৮:♥️

IMG20220222083151.jpgCemera: Oppo-A12.

IMG20220222083302.jpgCemera: Oppo-A12.

IMG20220222083418.jpgCemera: Oppo-A12.


এবার কলমদানির নিচের অংশ তৈরি করার জন্য একটি মোটা কাগজ নিয়েছি। এরপর এই মোটা কাগজটি হলুদ কাগজ দিয়ে সুন্দর করার জন্য আঠা লাগিয়েছি। এবার আঠার উপর সুন্দরভাবে হলুদ কাগজটি লাগিয়ে সুন্দর করেছি।

♥️ধাপ-৯:♥️

IMG20220222083455.jpgCemera: Oppo-A12.

IMG20220222083511.jpgCemera: Oppo-A12.

IMG20220222083922.jpgCemera: Oppo-A12.


এবার কলমদানির নিচের অংশ তৈরি হয়ে গেলে এটির উপরে কলমদানি বসানোর জন্য আঠা লাগিয়েছি। এরপর ধীরে ধীরে সাবধানে আঠার উপর সেই কলমদানির জন্য তৈরী করে রাখা অংশগুলো সুন্দর করে বসিয়েছি।

♥️ধাপ-১০:♥️

IMG20220222084213.jpgCemera: Oppo-A12.

IMG20220222084401.jpgCemera: Oppo-A12.

IMG20220222084431.jpgCemera: Oppo-A12.


আমার তৈরি করা রঙিন কাগজের কলমদানি আরো বেশি সুন্দর করার জন্য এবার কালো রঙের কাগজ নিয়েছি। এরপর কালো রঙের কাগজ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কাগজগুলো দিয়ে প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে কাগজ ভাঁজ করেছি। এরপর পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আমি সুন্দর ভাবে পেন্সিল দিয়ে প্রজাপতি এঁকে নিয়েছি।

♥️ধাপ-১১:♥️

IMG20220222084708.jpgCemera: Oppo-A12.

IMG20220222085240.jpgCemera: Oppo-A12.


প্রজাপতি আঁকা হয়ে গেলে এবার দাগ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এভাবে আমি ধিরে ধিরে কয়েকটি প্রজাপতি তৈরি করে নিয়েছি।

♥️ শেষ ধাপ:♥️

IMG20220222085313.jpgCemera: Oppo-A12.

IMG20220222085345.jpgCemera: Oppo-A12.

IMG20220222085528.jpgCemera: Oppo-A12.


আমার তৈরি করা রঙিন কাগজের কলমদানিটি সুন্দর করে সাজানোর জন্য এবার প্রজাপতিগুলো আঠা দিয়ে কলমদানিটির উপরে বসিয়ে দিয়েছি। এভাবেই আমি ধীরে ধীরে আমার তৈরি করা রঙিন কাগজের কলমদানি সুন্দরভাবে তৈরি করেছি।

♥️ উপস্থাপন:♥️

IMG20220222090341.jpgCemera: Oppo-A12.

IMG20220222091702.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। এরপর আবার তৈরি রঙিন কাগজের কলমদানির সাথে একটি সেলফি তুলেছি।

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরির পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী এই সুন্দর একটি কলমদানি তৈরি করতে পারেন। আশা করছি আমার তৈরি করা এই কলমদানি আপনাদের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🥀

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর কলমদানি তৈরি করেছেন। কলমদানি আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

রঙিন কাগজ দিয়ে তৈরি আমার এই কলমদানি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ♥️

খুব সুন্দর হয়েছে।আসলে খুব অল্প উপকরন দিয়ে খুব সহজে কলমদানি তৈরি করেছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹

রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরিটি দেখতে অনেক সুন্দর লাগছে এই ধরনের কলমদানি তৈরি করলে আলাদাভাবে কলমদানি কিনার কোন প্রয়োজন হয় না আপনার কলমদানি টি বিভিন্ন কালারের হওয়াতে দেখতে সুন্দর লাগছে কলমদানি তৈরিতে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইলো।

কলম রাখার জন্য আমাদের সবারই কলমদানী রাখার প্রয়োজন হয়। আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কলমদানী তৈরি করেছেন। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আপনার কলমদানী। আমি মনে করি আপনার স্পেপ ফলো করে খুব সহজেই আমি কলমদানীটি তৈরি করতে পারবো। ভালো ছিলো অনেক।

আমার তৈরী এই কলমদানি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 💝💝

বাহ ভাইয়া রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন আপনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

আমার তৈরী এই কলমদানি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ♥️♥️

রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করতে আপনার ভালো লেগেছে ঠিকই কিন্তু তার থেকে বেশি ভালোলেগেছে আমাদের দেখে। বাড়িতে অব্যবহৃত ঔষধের কার্টুন গুলো দিয়ে খুব সুন্দর করে কলমদানি বানিয়েছেন এটা অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপ। আপনার DIY পোস্টটি দেখে আমরা অনায়াসেই এভাবে রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি বানিয়ে নিতে পারবো। আপনি সুন্দর ভাবে প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি আমার এই কলমদানি টি আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইলো।❣️💝❣️

আসলে আপনার কাজের প্রশংসা করতে হয়। আপনি রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো ভাইয়া। নিজের দক্ষতার বিকাশ ঘটিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।💞💞

বাহ!! বেশ চমৎকার কলমদানি তৈরি করেছেন ভাইয়া। খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করলেন। সত্যিই আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার জন্য শুভকামনা রইল। ভাইয়া ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা কলমদানি তৈরীর প্রক্রিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া। 💖

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি কলমদানি তৈরি করেছেন। কলমদানি দেখতে খুবই সুন্দর লাগছে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ ভাইয়া। ❣️

ভাই মানতে হবে আপনার কালার পছন্দ নিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। কলমদানি টি সত্যিই সুন্দর ছিল এবং সেইসাথে কলমদানির উপরে সুন্দর হলুদ এবং কালো কাগজ বাবিহার করায় দেখতে আরো সুন্দর লাগছে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ♥️

রঙিন কাগজ দিয়ে আপনি তো খুবই চমৎকার কলমদানি তৈরি করলেন। দেখতে তো একেবারে অসাধারণ দেখাচ্ছে। কলমদানির সামনে দুটি প্রজাপতি দেওয়াটা আমার কাছে খুবই চমৎকার লাগলো। একেবারে অসাধারণ একটি কলমদানি তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা রইলো।🥀🌷🌹

খুবই চমৎকার ভাবে কলমদানি তৈরি করেছেন। এ কলমদানি গুলো টেবিলের উপর রাখলে খুবই সুন্দর দেখায়। আমার কাছে অসম্ভব দারুন লেগেছে আপনার তৈরীকৃত কলমদানি। সব সময় আপনার পোস্টগুলো দেখতে আমার খুবই দারুন লাগে। আপনি অনেক সময় দিয়ে তৈরি করে থাকেন। শুভকামনা রইল আপনার জন্য।

জ্বি ভাইয়া রঙিন কাগজের তৈরি কলমদানি গুলো টেবিলে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। 💞💖💞

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে ।আপনি প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

রঙিন পেপার ব্যবহার করে আপনি খুব সুন্দর কালারফুল কলমদানি প্রস্তুত করেছেন।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল 🌹🌹🌹

ভাইয়া ,অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এত সুন্দর একটি কলমদানি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার তৈরি করা রঙিন কাগজের কলমদানিটি সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। অতি সহজে কিভাবে এই কলমদানি তৈরি করা যায় তার প্রক্রিয়া অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আবারো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইলো।💗💝

আপনার কাজটি প্রশংসার দাবিদার, রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি এটা অনেকটাই ইউনিক মনে হচ্ছে আমার। আমি রঙিন কাগজ দিয়ে অনেক কিছু করতে দেখেছি। তবে কলমদানি প্রথমবারের মত দেখলাম। অনেক ইউনিক একটি কাজ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।💖💖

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর কলমদানি তৈরি করেছেন। বিশেষ করে সামনের দিকে প্রজাপতি দিয়েছেন দেখে বেশি সুন্দর লাগলো। মনে হচ্ছে এই কলমদানি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে। এরকম একটা কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

জ্বি আপু এই কলমদানি তৈরি করতে অনেক সময় লেগেছিল। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🌷🥀🌷

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন দারুন হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

আমার তৈরি কলমদানি টি আপনার কাছে দারুন লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 💓💓

রঙিন কাগজ দিয়ে তৈরি কলমদানি অসাধারণ হয়েছে। বিশেষ করে আপনার তৈরীকৃত কলমদানির কালারটি আমার কাছে বেশি ভালো লেগেছে। সুন্দরভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কলমদানী তৈরি করেছেন। আপনার আইডিয়াটা বেশ ভালো ছিল। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আপনার কলমদানী। আমি মনে করি আপনার স্টেপ ফলো করে খুব সহজেই আমি কলমদানীটি তৈরি করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা অবিরাম।

সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন। ভালোই বানিয়েছেন ।

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কলমদানি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কলমদানি তৈরি করে পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কলমদানি তৈরি পদ্ধতি তার খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি কলমদানি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।