এসো নিজে করি:সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর খাট তৈরি|| @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, আসসালামু-আলাইকুম/আদাব। কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশের রংপুর বিভাগ থেকে। আজ আমি আমার তৈরি করা একটি সুন্দর খাট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি দোকান থেকে ৮ টি সিগারেটের বক্স নিয়ে এসেছি সুন্দর খাট তৈরি করার জন্য। আমি সিগারেটের বাক্স ও রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর খাট তৈরি করেছি।



সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর খাট তৈরি:

IMG20211018233811.jpg
ক্যামেরা: Oppo-A12.



আজ আমি সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি খাট তৈরীর চেষ্টা করেছি। আমার এই খাটটি আরও সুন্দর করে তোলার জন্য আমি বিভিন্ন রঙের রঙিন কাগজ ব্যবহার করেছি। এই সুন্দর খাটটি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে খাটটি যখন তৈরি করা শেষ হয়ে গেছে তখন দেখতে অনেক সুন্দর হয়েছে।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) সিগারেটের বক্স ৮ টি
২) রঙিন কাগজ
৩) সুপার গ্লু
৪) আঠা
৫) কাঁচি
৬) কালো কলম

IMG20211018201739.jpg
ক্যামেরা: Oppo-A12.



খাট তৈরির ধাপসমূহ:



🛌ধাপ-১🛌

IMG20211018203951.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018204008.jpg
ক্যামেরা: Oppo-A12.



সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে খাট তৈরি করার জন্য প্রথমে আমি ২ টি সিগারেটের বক্স নিয়েছি। এরপর আমি এই সিগারেটের বক্স গুলো একসাথে জোড়া লাগানোর জন্য আঠা ব্যবহার করেছি।



🛌ধাপ-২🛌

IMG20211018204100.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018204159.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার খুব ধীরে ধীরে সামনের অংশে আরেকটি সিগারেটের বক্স আঠার সাহায্যে লাগিয়েছি। উপরের ছবি লক্ষ করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটি করেছি।



🛌ধাপ-৩🛌

IMG20211018204534.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018204705.jpg
ক্যামেরা: Oppo-A12.



আমি যেহেতু খাট তৈরি করবো তাই খাটটি দেখতে সুন্দর করার জন্য এবং একটু উঁচু করার জন্য আমি আরো একটি করে সিগারেটের বক্স একটির উপর আরেকটি আঠা দিয়ে লাগিয়েছি।



🛌ধাপ-৪🛌

IMG20211018204827.jpg
Cemera: Oppo-A12.

IMG20211018205103.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি খাটের মাথার অংশ তৈরি করার জন্য প্রথমে দুইটি সিগারেটের বক্স নিয়েছি। এরপর একটির সাথে আরেকটি আঠা দিয়ে লাগিয়েছি।



🛌ধাপ-৫🛌

IMG20211018205342.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018205359.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018205714.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার খাটের মাথার দিকের অংশ সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আমি প্রথমে কলম দিয়ে গোল করে দাগ দিয়ে নিয়েছি। এরপর সেই দাগ অনুযায়ী খুব সুন্দর ভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।



🛌ধাপ-৬🛌

IMG20211018205823.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018210603.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার এই অংশ আরো সুন্দর করার জন্য গোল করে কাটার পরে উপরে যে ফাঁকা অংশ রয়েছে তাতে সিগারেটের বক্স থেকে নেয়া কাগজ সুন্দর করে কেটে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।



🛌ধাপ-৭🛌

IMG20211018211429.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018211702.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার এই অংশটি আরো সুন্দর করে তোলার জন্য হলুদ রঙে রঙিন কাগজ নিয়েছি। এরপর আমি খাটের জন্য প্রস্তুত করা মাথার অংশে হলুদ কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর ধীরে ধীরে বাড়তি অংশ কেটে নিয়েছি।



🛌ধাপ-৮🛌

IMG20211018211743.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018211909.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018212740.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার বাড়তি অংশ সুন্দর করার জন্য আঠা দিয়ে খুব সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি।



🛌ধাপ-৯🛌

IMG20211018213000.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018213058.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018215308.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার খাট তৈরি করার জন্য প্রধান অংশ বা মাঝের অংশ রঙিন কাগজ আঠা দিয়ে খুব সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি।



🛌ধাপ-১০🛌

IMG20211018215836.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018215853.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার মাথা দিকের অংশ সুন্দর করার জন্য আরেকটি হলুদ কাগজ চিকন করে কেটে খুব ধীরে ধীরে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



🛌ধাপ-১১🛌

IMG20211018220046.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018220310.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018220338.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি খুব সাবধানতার সাথে খাট তৈরীর জন্য প্রস্তুত করে রাখা দুটি অংশ একত্রে জোড়া লাগানোর চেষ্টা করেছি।



🛌ধাপ-১২🛌

IMG20211018220548.jpg
ক্যামেরা: Oppo-A12.



দুটি অংশ আঠার সাহায্যে জোড়া লাগানো হয়ে গেলে কিছুক্ষণ সময় ধরে শুকাতে দিয়েছি।



🛌ধাপ-১৩🛌

IMG20211018220635.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018222710.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি খাট সাজানোর জন্য বিভিন্ন রঙের কাগজ সুন্দর ভাবে কেটে নিয়েছি। মাপ অনুযায়ী ভিন্ন ভিন্ন রঙের কাগজ কেটে নিয়েছি।



🛌ধাপ-১৪🛌

IMG20211018222905.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018222931.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018224119.jpg
ক্যামেরা: Oppo-A12.



আমি এবার কেটে রাখা লাল কাগজের টুকরো গুলো নিয়েছি। এরপর আঠার সাহায্যে আমার তৈরি খাটের উপর লাল কাগজগুলো সুন্দরভাবে লাগিয়েছি। লাল কাগজের লম্বা পাইপগুলো খাটের উপর লাগানোতে খাটটি দেখতে অনেক সুন্দর লাগছে।



🛌ধাপ-১৫🛌

IMG20211018224325.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018225000.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমার তৈরি করা খাটটি সুন্দর করে তোলার জন্য আকাশী রঙের কাগজ আঠার সাহায্যে লাগিয়েছি। আমার খাটের সুন্দর বিছানা তৈরির জন্য আমি এসব রঙিন কাগজ লাগিয়েছি।



🛌ধাপ-১৬🛌

IMG20211018225254.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018225542.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018230351.jpg
ক্যামেরা: Oppo-A12.



খাটের উপর সুন্দর বিছানা তৈরি করা হয়ে গেলে এবার আমি দুটি বালিশ তৈরি করার কাজ করেছি। বালিশ তৈরি করার জন্য আমি প্রথমে লম্বা করে কেটে রাখা কাগজের টুকরা ধীরে ধীরে ভাঁজ করে নিয়েছি। এরপর শেষের অংশ আঠা লাগিয়ে দিয়েছি। এভাবে আমি আমার খাটের জন্য সুন্দর বালিশ তৈরি করেছি।



🛌ধাপ-১৭🛌

IMG20211018230800.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018230834.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018230928.jpg
ক্যামেরা: Oppo-A12.



সিগারেটের বক্স দিয়ে তৈরি সুন্দর খাটটি আরো সুন্দর করে তোলার জন্য খাটের সামনের অংশের জন্য একটি ফুল তৈরি করার চেষ্টা করেছি। ফুল তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাগজ ২×২ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর আমি কাগজটি কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এবার কাগজটি পুনরায় ভাঁজ করেছি।



🛌ধাপ-১৮🛌

IMG20211018231014.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018231158.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018231232.jpg
ক্যামেরা: Oppo-A12.



কাগজ ভাঁজ করা হয়ে গেলে এবার আমি ফুলের পাপড়ির আকৃতি অনুযায়ী কাঁচি দিয়ে কেটেছি। এভাবে সুন্দর করে একটি ফুল তৈরি করেছি।



🛌ধাপ-১৯🛌

IMG20211018231316.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018231542.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমার তৈরি করা সুন্দর খাটের সামনের অংশে আরো সুন্দর করে তোলার জন্য একটি আকাশী রঙের কাগজ গোল রাউন্ড অনুযায়ী কেটে নিয়েছি। এরপর আমি এটি দিয়ে গোল রাউন্ড অনুযায়ী চিকন পাইপ তৈরি করেছি।



🛌ধাপ-২০🛌

IMG20211018232136.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018232234.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018232310.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি আঠা দিয়ে আমার তৈরী করে রাখা আকাশী রঙের কাগজের অংশটি সুন্দরভাবে লাগিয়েছি। আকাশী রঙের কাগজের অংশটি লাগানোতে খাটটি দেখতে আরো সুন্দর হয়েছে।



🛌ধাপ-২১🛌

IMG20211018232623.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018232715.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি আমার তৈরি করে রাখা রঙিন কাগজের ফুল আঠার সাহায্যে সুন্দরভাবে লাগিয়েছি।



🛌শেষ ধাপ🛌

IMG20211018233040.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018233021.jpg
ক্যামেরা: Oppo-A12.



এভাবে বিভিন্ন অংশের রঙিন কাগজের ব্যবহার করে আমি এই সুন্দর খাটটি তৈরি করেছি। সবগুলো অংশ খাটের উপর লাগানোর মাধ্যমেই আমি খাট তৈরীর কাজ শেষ করেছি।



🛌উপস্থাপন:🛌

IMG20211018233806.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211018234842.jpg
ক্যামেরা: Oppo-A12.



আজ আমি সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি খাট তৈরি করে আপনাদের মাঝে উপহার দিয়েছি। এই খাট তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। আপনাদের যদি আমার তৈরি করা খাট ভালো লাগে তাহলে আমার পরিশ্রম অনেকটা সার্থক হবে।



আপনারা চাইলে আমার পদ্ধতি অবলম্বন করে এই সুন্দর খাট তৈরি করতে পারেন। আমার এই সুন্দর খাট তৈরিতে কোন প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টস করে জানাবেন।



🌹ধন্যবাদ সকলকে🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো ছিল প্রজেক্টটি।
আসলে পরিশ্রম ছাড়া এগুলো সম্ভব না।
খুব পরিশ্রম করছেন আপনি। শুভ কামনা রইল 🥀

জি ভাইয়া এটি তৈরি করতে খুবই পরিশ্রম হয়েছে। তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে।

জি ভালোই লেগেছে।
দোয়া রইল 🥀

অসাধারণ ভাই, সিগারেট এর বক্স এবং রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি খাট তৈরি করেছেন, সত্যিই অনেক সুন্দর হয়েছে। কি দারুন ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কাজ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং প্রশংসা পাওয়ার যোগ্য,প্রতিটা স্টেপ ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইলো ভাই

ধন্যবাদ ভাইয়া

সিগারেটের বক্স দিয়ে আপনার খাঁট তৈরি করা অনেক সুন্দর হয়েছে আর খাঁটটি এত সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনার আইডিয়া গুলো দেখলে আমি বেশ অবাক হয়ে যায়।আপনে অনেক সৃজনশীলতার পরিচয় সব সময়ই দিয়ে থাকেন। এর আগে আপনার ম্যাচের বক্স দিয়ে ডেসিন টেবিল তৈরি করা দেখেছিলাম। আজকে আবার আপনে অসাধারণ একটা খাট তৈরি করেছেন। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হয়ে যায় ভাইয়া।

ভাই আপনার আইডিয়া গুলো আসলে খুব অসাধারণ। কি সুন্দর করে নিজের মতো করে আপনি প্রত্যেকটা জিনিস তৈরি করেন ভালোই লাগে ভাই। আজকে যা তৈরি করছেন সেটাও অসাধারণ হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল। একটা ছেলে আর একটা মেয়ে পুতুল তৈরি করে যদি সুইয়ে দিতেন তাহলে আরো ভালো লাগতো। হাহাহাহা।

ছেলে পুতুল ও মেয়ে পুতুল না হয় কল্পনায় তৈরি করে নেন।😂😂😂

ধন্যবাদ ভাইয়া।

আপনারা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে মুগ্ধ করছেন। সিগারেটের খোল ও রঙিন কাগজ দিয়ে খাট তৈরি অসম্ভব সুন্দর ছিল। এতে প্রতিভার বর্হিপ্রকাশ ঘটেছে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

বাহ চমৎকার আইডিয়া তো আপনার সিার থেকে ইউনিক একটা কাজ করলেন। সিগারেটের প্যাকেট আর রঙিন কাগজ দিয়ে কি সুন্দর একটি খাট বানিয়ে ফেললেন দারুন প্রতিভা আপনার। শুভকামনা রইল আপনার জন্য

অনুবাদ আপনাকে।

ওয়াও ভাইয়া। এটা একটি ইউনিক আইডিয়া ছিলো। দেখতে খুব সুন্দর লাগছে আপনার তৈরি খাটটি। রঙিন পেপার দিয়ে যে এতো সুন্দর খাট তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে বুঝতাম। যাইহোক আপনার সৃজনশীলতা কাজে লাগিয়েছেন। শুভকামনা ভাইয়া

ধন্যবাদ ভাইয়া।

আপনার সৃজনশিলতা দেখে আমি মুগ্ধ ভাই।আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে আপনার ডাই প্রজেক্ট টা শুভ কামনা রইলো।

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

বাহ অনেক সুন্দর হয়েছে ভাই।শৈল্পিক ভাবে তৈরি করছেন। উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে ভাই।❤️

ধন্যবাদ ভাইয়া।

ভাই এই বেডে ঘুমালে তো নেশা হয়ে যাবে হাহাহহাহাহহাহহা।

অসাধারণ হয়েছে কিন্তু বেড বানানো টা। 👌👌

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ❣️

❤️🙏🙏❤️❤️

আপনার হাতের কাজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কি সুন্দর করে খাটটা তৈরি করেছেন। অনেকগুলো ধাপ দিয়েছেন।বুঝতে পারছি অনেক কষ্ট করেছেন আপনি।

আমার হাতের কাজ আপনার ভালো লাগে জেনে অনেক খুশী হলাম। হ্যা আপু অনেক কষ্ট করে এই খাটটি তৈরি করেছি। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আসলেই অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে টি শেয়ার করার জন্য। 💝

ধন্যবাদ ভাইয়া।