জেনারেল রাইটিং-চারপাশে শুধুই দুর্ঘটনার সংবাদ||

in hive-129948 •  last month 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করব। কয়েকদিন থেকে শুধু দুর্ঘটনার সংবাদ শুনতে পাচ্ছি। দুর্ঘটনার সংবাদ গুলো শুনে খুবই খারাপ লাগে। আর মন খারাপ হয়ে যায়। আজকে আমি সেই বিষয়ে লিখব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

চারপাশে শুধুই দুর্ঘটনার সংবাদ:

crash-205525_1280.jpg

source


কয়েকদিন থেকে শুধু দুর্ঘটনার সংবাদ কানে ভেসে আসছে। দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। আমার বাসার খুবই নিকটেই গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে। দুই ভাই দুর্ঘটনার শিকার হয়েছে। আর একজন ঘটনাস্থলে মারা গিয়েছে। বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। আসলে এরকম মর্মান্তিক ঘটনাগুলো যখন চোখের সামনে দেখা হয় তখন খুবই খারাপ লাগে। যেই লোকটি মারা গিয়েছে তার পরিবারের জন্য অনেক খারাপ লাগছে। পরিবারের মানুষের হাহাকার দেখে অনেক কষ্ট লেগেছে।

দুর্ঘটনা কখন ঘটবে আমরা কেউ জানিনা। চলার পথে হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে যায়। আর সেই দুর্ঘটনার কবলে পড়ে অনেকের মৃত্যু হয়। অনেকে আবার আহত হয়ে যায়। যারা দুর্ঘটনায় জীবন হারায় তাদের পরিবারের মাঝে অসীম দুঃখ নেমে আসে। আপন মানুষকে হারিয়ে তারা আরও বেশি অসহায় হয়ে পড়ে। তাদের কষ্ট দেখলে এবং কান্না দেখলে নিজেরও ভীষণ খারাপ লাগে। এই দুর্ঘটনাগুলো মেনে নেওয়া কষ্টকর। দুর্ঘটনা একটি তাজা প্রাণ শেষ করে দেয়। আর একটি পরিবার থেকে প্রিয় মানুষটিকে চলে যেতে হয়।

সকাল বেলায় যখন সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ চোখ বুলাচ্ছিলাম তখন হঠাৎ করে একটি নিউজ দেখতে পেলাম। ট্রেনের নিচে চারজন কাটা পড়েছে। রেললাইনের উপরে বসে বসে তারা গল্প করছিল। পেছনে অন্য একটি মেশিন চলছিল। তাই তারা ট্রেনের শব্দ শুনতে পাইনি। সেই অবস্থাতে ট্রেন চলে আসে এবং চারজন ঘটনা স্থলেই শেষ হয়ে যায়। ট্রেনে কাটা পড়লে কারো কোন অস্তিত্ব থাকে না। দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। আর টুকরো টুকরো হয়ে যায়। এরকম ভয়ঙ্কর মৃত্যু গুলো খুবই কষ্টকর।

বর্তমান সময়ে দুর্ঘটনা অনেক বেড়ে গেছে। মানুষের মাঝে সচেতনতা কমে গেছে। সবাই যে যার মত চলাফেরা করছে। তাই দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে বা নিজের শরীরের অঙ্গ হারিয়ে ফেলছে। কেউ দুর্ঘটনার স্বীকার হয়ে জীবন দিচ্ছে কেউ বা আপন মানুষকে হারিয়ে হাহাকার করে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এরকম দুর্ঘটনা গুলো যখন চোখের সামনে দেখি তখন অনেক কষ্ট লাগে। মনে হয় ক্ষনিকের জীবন হঠাৎ করে এভাবেই শেষ হয়ে যাবে। দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সকলে সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশাই রইলো।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মানুষ অসচেতনতার জন্য আজ দুর্ঘটনা এড়াতে পারছে না। প্রতিনিয়ত কম বেশি আমাদের নজরে আসছে এমন দুর্ঘটনাগুলো। আমরা জানতাম ট্রেন দুর্ঘটনা খুব কম হয় কিন্তু মানুষ শখ করে ট্রেন দুর্ঘটনা তৈরি করে নেয়। আর প্রতিনিয়ত রাস্তায় বিভিন্ন রকম সড়ক দুর্ঘটনা হতে রয়েছে। এ সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সজাগ হতে হবে।

অসচেতনতা দিনে দিনে যেমন বেড়ে যাচ্ছে তেমনি দুর্ঘটনা অনেক বেড়ে যাচ্ছে। দুর্ঘটনার খবর শুনলে খুবই খারাপ লাগে ভাই।