ভ্রমণ- মেলায় ভ্রমণ (পর্ব ১০)||

in hive-129948 •  2 months ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। দীর্ঘদিন পর আজকে আমি ভ্রমণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। ভ্রমণ করতে খুবই ভালো লাগে। তবে সময় হয় না কোথাও ভ্রমণ করার। অনেকদিন আগে যখন আমার শহরে মেলা অনুষ্ঠিত হয়েছিল তখন মেলায় ভ্রমণ করেছিলাম। আর সেই মুহূর্তগুলোই সবার মাঝে শেয়ার করে যাচ্ছি। আর আজকে নতুন একটি পর্ব শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়ার যাক।

মেলায় ভ্রমণ (পর্ব ১০):

IMG_20241031_203746.jpgCemera: Oppo-A12.
Location


মেলায় ভ্রমণ করতে খুবই ভালো লাগে। মেলায় যখন ভ্রমন করতে যাই তখন ছোটবেলার কথা মনে পড়ে। ছোট ছোট বাচ্চারা মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। বিভিন্ন রকমের খেলনা কিনেছিল। এরপর তারা বড়দের কাছ থেকে টাকা নিয়ে সেগুলো কিনছিল। অনেকে আবার খেলনার দোকানে ভিড় জমিয়েছিল। ছোট বাচ্চাদের মেলার আনন্দ আর বড়দের মেলার আনন্দ একদমই আলাদা।

IMG_20241031_203640.jpgCemera: Oppo-A12.
Location


আমরা বড়রা সবসময় প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। আর আমিও ঘুরে ঘুরে সব দোকানগুলো দেখছিলাম। যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলোই কিনেছিলাম। মেলায় অনেক কম দামেই জিনিসপত্র কিনতে পাওয়া যায়। সংসারী মানুষজন তো এইসব দোকানে প্রচুর ভিড় জমিয়েছে। তাদের ভিড়ে ভালো করে জিনিসপত্র দেখাও যাচ্ছিল না। তাই আমি দূর থেকেই দেখছিলাম।

IMG_20241031_203706.jpgCemera: Oppo-A12.
Location


এই টুকিটাকি সংসারী জিনিস কেনাকাটা করার জন্য মেয়েরা এসব দোকানে একদম ভিড় জমিয়ে ফেলেছিল। তাদের আগ্রহ দেখে আমার ভালো লেগেছে। মেয়েরা সংসারের প্রতি অনেক বেশি খেয়াল রাখে। তাই তারা খুঁটিনাটি জিনিসগুলো খুঁজে খুঁজে কিনে থাকে। সংসারের বিভিন্ন জিনিসপত্র গুলো যে দোকানে বিক্রয় হচ্ছিল সেই দোকানগুলোতে ভিড় অনেক বেশি ছিল। আর বেশিরভাগ ক্রেতা ছিল মহিলা।

IMG_20241031_203827.jpgCemera: Oppo-A12.
Location


তবে আর্টিফিশিয়াল ফুলগুলো আমার খুবই ভালো লাগে। ঘর সাজানোর জন্য যখন আর্টিফিশিয়াল ফুলগুলো কিনতে গেলাম তখন বিভিন্ন রকমের ফুল দেখেছিলাম। দাম খুব একটা বেশি ছিল না। ছোট ছোট ফুলের টব গুলো দেড়শ টাকা করেছিল। আর বড় সাইজের ফুলের টব গুলোর রেট বেশি ছিল। ছোট ছোট ফুলের টব গুলোই বেশি সুন্দর দেখতে ছিল।

IMG_20241031_203852.jpgCemera: Oppo-A12.
Location


যারা ঘর সাজাতে পছন্দ করে তারা এই দোকানগুলোতে ভিড় জমিয়েছিল। আর বাচ্চারাও এই ফুলের দোকানে গিয়ে পছন্দের ফুল কিনেছিল। যারা সৌখিন মানুষ কিংবা ঘর সাজাতে পছন্দ করে তাদের আগ্রহ সবসময় এই দোকানগুলোর দিকে। তারা পছন্দমত ফুলের টপ থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী কিনছিল। আমিও অবশ্য ছোট একটি ফুলের টব কিনেছিলাম। দেখতে অবশ্য ভালোই লেগেছে।

মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি নতুন একটি পর্ব উপস্থাপন করেছি। পরবর্তীতে আবার নতুন কোন পর্ব তুলে ধরব। তো বন্ধুরা মেলায় ভ্রমণের আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মেলা ভ্রমণে দশম পর্ব টা দেখে বেশ ভালো লাগলো আমার। বেশ অনেকদিন ধরে আপনি পর্ব আকারে আমাদের মাঝে শেয়ার করে চলেছেন মেলা ভ্রমন। ঠিক তেমনি আজকে আপনি আমাদের মাঝে দশম পর্বে অনেক কিছু দেখার সুযোগ করে দিয়েছেন এবং অনেক কিছু জানার সুযোগ করে। তবে এখানে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ দারুন লেগেছে।

মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে তুলে ধরেছি ভাই। যাতে করে সবকিছুই সুন্দর করে উপস্থাপন করতে পারি।

মেলায় ভ্রমণের আরো একটা পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের মেলায় ভ্রমণের পর্ব টা দেখে। বেশ অনেকগুলো পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকের পর্ব টা দেখেও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে চমৎকার এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

মেলায় ভ্রমণের এই পর্বটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

মেলায় ভ্রমণ করতে আমি অনেক বেশি পছন্দ। আমাদের এদিকে কখনও মেলা হলে আমি তো যাওয়ার জন্য চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। মেলায় ভালো সময় কাটাতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি মেলায় গিয়ে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন এটা তো ১০ তম পর্বটা দেখেই বুঝতে পেরেছি। আপনি অনেকগুলো পর্ব শেয়ার করে নিয়েছেন খুবই সুন্দর করে।

আপনিও মেলায় ভ্রমণ করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। মেলায় ভ্রমন করতে খুবই ভালো লাগে। আর ছবি তুলতে বেশি ভালো লাগে।

মেলায় ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ আজকের এই মেলায় ভ্রমণের মাধ্যমে আপনার কাছ থেকে আরও একটি পর্ব দেখতে পেলাম৷ এই পর্বের মধ্যে আপনি সবকিছু খুব সুন্দরভাবেই ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন এবং এখানে দেখছি অনেক নতুন নতুন এবং বিভিন্ন জিনিস রয়েছে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

মেলায় ভ্রমণ করতে কার না ভালো লাগে বলেন । ছোটবেলায় আমরা অনেক মেলায় ঘুরতে গিয়েছি। আপনি মেলায় ঘুরতে যেয়ে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেগুলো দেখতে আসলে অনেক অসাধারণ লাগছে ।মেলায় ঘোড়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।