"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ: সান্টাক্লজের চিত্র অঙ্কন ❤️|| [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  3 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি বিশেষ খ্রীষ্টমাস সপ্তাহে সান্টাক্লজের চিত্র অঙ্কন করে এসো নিজে করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আশা করি আমার আঁকা সান্টাক্লজের চিত্র আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ আমি ক্রিস্টমাস উপলক্ষে এই সুন্দর চিত্রটি অঙ্কন করেছি। সান্টাক্লজ সবার কাছে খুবই জনপ্রিয়। ছোট থেকে বড় সবাই সান্টাক্লজেকে ভালোবাসে। তাই আজ আমি সান্টাক্লজের সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।



❤️সান্টাক্লজের চিত্র অঙ্কন:

IMG20211224141713.jpg
Cemera: Oppo-A12.



সান্টাক্লজ সবাইকে উপহার দেয় এজন্য সে সবার কাছে খুবই পরিচিত। সান্টাক্লজ তার বিভিন্ন উপহার নিয়ে রাতের বেলা ঘুরে বেড়ায়। এই উপহারগুলো ভালো শিশুদেরকে প্রদান করে। এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এই চিন্তা ধারাগুলো শিশুরা আরো বেশি বিশ্বাস করে। শিশুরা যদি ভালো কাজ করে তাহলে তারা উপহার পাবে। সান্টাক্লজ মুজার ভিতর উপহার দিয়ে যায় এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তাই আজ আমি সান্টাক্লজের চিত্র সুন্দর করে অঙ্কন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি।



সান্টাক্লজের এই চিত্রটি অঙ্কন করতে প্রয়োজনীয় উপকরণ এবং ধাপসমূহ নিচে আলোচনা করলাম।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • সাদা আর্ট পেপার
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • রং পেন্সিল
  • স্কেল
    IMG20211224125901.jpg
    Cemera: Oppo-A12.



সান্টাক্লজের চিত্র অঙ্কনের ধাপসমূহ:

❤️ধাপ-১❤️

IMG20211224130533.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224130550.jpg
Cemera: Oppo-A12.



সান্টাক্লজের চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমি তার মাথার টুপি অঙ্কন করেছি। সান্টাক্লজ মাথায় টুপি পরে বেড়ায়। তাই আমি প্রথমে টুপির চিত্রাংকন করেছি।



❤️ধাপ-২❤️

IMG20211224130838.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224131344.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি সান্টাক্লজের সাদা দাড়ি অঙ্কন করেছি। সান্টাক্লজের সাদা দাড়ি সকলের কাছে পরিচিত। এরপর আমি চোখ ও মুখের অংশ অঙ্কন করেছি।



❤️ধাপ-৩❤️

IMG20211224131728.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224132138.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি ধীরে ধীরে সান্টাক্লজের হাতের চিত্র অঙ্কন করেছি। আমি খুব সাবধানে দুই পাশে দুই হাতের চিত্র অঙ্কন করেছি।



❤️ধাপ-৪❤️

IMG20211224132408.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224132620.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ধীরে ধীরে সান্টাক্লজের শরীরের অংশ অঙ্কন করেছি। এরপর খুব সাবধানতার সাথে সান্টাক্লজের জামা তৈরি করার চেষ্টা করেছি।



❤️ধাপ-৫❤️

IMG20211224132806.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224133202.jpg
Cemera: Oppo-A12.



সান্টাক্লজ যেহেতু বেল পরে তাই আমি সান্তাক্লজের বেল তৈরি করার চেষ্টা করেছি। এরপর পেন্সিল দিয়ে সম্পূর্ণ অংশ অঙ্কন করেছি।



❤️ধাপ-৬❤️

IMG20211224133538.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224133942.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি সান্টাক্লজের পায়ের চিত্র অঙ্কন করেছি। আমি খুব সাবধানে সুন্দর করে পায়ে জুতা অঙ্কন করেছি।



❤️ধাপ-৭❤️

IMG20211224134224.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224134553.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি সান্টাক্লজের চিত্রটি সুন্দর করে সাজাতে তার পরনের জামা লাল রং করেছি।



❤️ধাপ-৮❤️

IMG20211224134900.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224135212.jpg
Cemera: Oppo-A12.



এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ জামার অংশে লাল রং করেছি। সম্পূর্ণ জামা লাল রং করা হয়ে গেলে পাজামায় লাল রং করেছি। লাল রঙের জামা, পাজামা ও লাল টুপিতে সান্টাক্লজকে দেখতে সুন্দর হয়েছে।



❤️ধাপ-৯❤️

IMG20211224135320.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224135507.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ধীরে ধীরে সান্টাক্লজের হাতের মোজাগুলো লাল রং করেছি। এর ফলে এই চিত্রটি আরো সুন্দর হয়েছে।



❤️ধাপ-১০❤️

IMG20211224135542.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224135642.jpg
Cemera: Oppo-A12.



আমরা সকলেই জানি সান্টাক্লজ লাল টুপি, লাল জামা,লাল পায়জামা পরে ঘুরে বেড়ায়। তাই আমি সান্টাক্লজের টুপি লাল রং করেছি।



❤️ধাপ-১১❤️

IMG20211224135752.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224135854.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224140026.jpg
Cemera: Oppo-A12.



সান্টাক্লজ কোমরে কালো বেল্ট পরে। তাই আমি তার লাল জামার উপরে কালো বেল্ট অঙ্কন করেছি। এরপর সান্টাক্লজের জুতাগুলো রং করেছি।



❤️শেষ ধাপ❤️

IMG20211224140132.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার অঙ্কিত সান্টাক্লজের চিত্রটি আরো সুন্দর করার জন্য বিভিন্ন অংশের কাজগুলো শেষ করেছি। এভাবে আমি এই সুন্দর সান্টাক্লজের চিত্রটি অঙ্কন শেষ করেছি।



❤️উপস্থাপন:❤️

IMG20211224141712.jpg
Cemera: Oppo-A12.

IMG20211224142544.jpg
Cemera: Oppo-A12.



সান্টাক্লজের চিত্র অঙ্কন করতে আমার খুবই ভালো লেগেছে। এই চিত্রটি অঙ্কন করা হয়ে গেলে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। আমি চেষ্টা করেছি আমার অঙ্কন চিত্রটির প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি আশা করছি আমার অঙ্কিত সান্টাক্লজের চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি।



আমার অঙ্কিত সান্টাক্লজের চিত্রটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার অঙ্কনের পদ্ধতিগুলো দেখে দেখে এই চিত্রটি অঙ্কন করতে পারেন।

🌹ধন্যবাদ সকলকে।🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সান্টাক্লজের চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে আমার খুবই ভাল লাগল। সত্যিই আপনি অনেক দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

  ·  3 years ago (edited)

দাদা সত্যি বলতে সকাল থেকে এরকম একটা আর্টের খোঁজই হয়তো মনে মনে করছিলাম। বড়দিনের এই বিশেষ মুহূর্তে স্যান্টা ছাড়া কোন কিছু চলে না। দারুন এঁকেছেন। মুখের হাসিটা সবথেকে বেশি ভালো লাগছে। কিন্তু গিফটের ঝোলাটা কোথায় দাদা 🤗🥰! আমাদের কি স্যান্টা গিফট দেবে না ! 🤗🤔 হিহিহিহি।

বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।

আমি আন্তরিকভাবে দুঃখিত আপু আপনি স্যান্টাক্লোজের গিফট পাননি 😁😁। আগামী বছর স্যান্টাক্লজকে বলবো প্রথম যেন আপনাকেই গিফট দেয়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু। 🌹🌹🌹

বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন। সান্টা-ক্লজের। আমার খুবই ভাল লাগল।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনি অঙ্কনে বেশ পারদর্শী হচ্ছেন দিনে দিনে।এটা অনেক ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ভাইয়া। ❣️💞❣️

সান্টাক্লজের চিত্র অঙ্কন দারুন হয়েছে ভাই দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখে মনে হচ্ছে যে সে নাচতে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ♥️♥️♥️

সান্টাক্লজের চিত্র অঙ্কন আমার কাছে খুব সুন্দর লেগেছে ভাইয়া। নিখুঁত ভাবে আপনি আপনার ধাপ গুলো উপস্থাপন করেছেন। কালারও করেছেন খুব নিখুঁত ভাবে। সেই সাথে উপস্থাপনাও ছিল চমৎকার।
ধন্যবাদ আপনাকে।

আমার অংকন করা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। 🌹🥀🌹

ভাইয়া সত্যি অসাধারণ সুন্দর একটি আর্ট করেছেন সান্টা-ক্লজের। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। তোর মনে হচ্ছে সত্যি কারের একটা স্যান্টাক্লজ দাঁড়িয়ে আছে। সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি স্যান্টাক্লজের আর্ট আজকের দিনে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

স্যান্টাক্লজ এর চিত্র অঙ্কন আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দ পেলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। 🌹🌹🌹

ভাইয়া অসাধারন সুন্দর একটি আর্ট করেছেন স্যান্টাক্লজ এর। স্যান্টাক্লজ এর মুখের চিত্রটা অনেক বেশি সুন্দর হয়েছে ভাইয়া। বিশেষ করে চিত্রটিতে স্যান্টাক্লজ এর সুন্দর একটি হাসি ফুটে উঠেছে। বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা রইলো।💝

শীতের সময় বেশ দারুন একটা জিনিস শেয়ার করেছেন ভাই । আপনার তৈরি করা সান্টাক্লজের চিত্র অঙ্কন টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। বিশেষ করে রং ব্যবহার করায় চিত্রটি দেখতে আরও বেশি ভালো লাগছে এবং আপনি স্যান্টাক্লজ এর চিত্রটি একদম প্রফেশনাল ভাবে করতে সক্ষম হয়েছেন। চিত্রটি তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

আমার অঙ্কন করা স্যান্টাক্লজ এর চিত্র আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া। এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ♥️♥️♥️

ভাইয়া সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম সান্টা-ক্লজের চিত্র অংকন দেখে। স্যান্টাক্লজ এর চিত্র অংকন এর প্রতিটি ধাপের ফটোগ্রাফি এবং বর্ণনা অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এ ধরনের চিত্র অংকন আমি এই প্রথম দেখলাম এবং অনেক ভালো লাগলো। আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💓💓💓

  • স্বপন ভাই অসাধারণ একটি স্যান্টাক্লোজের এর আর্ট একেছেন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছ।

মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।♥️♥️

একটি সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।