DIY-কাগজ দিয়ে কচ্ছপ তৈরি||

in hive-129948 •  18 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। কয়েকদিন থেকে হাতে একদম সময় নেই। তাই কোন কিছু বানানোর সময় পাইনা। আজকে যখন দুপুরবেলায় লাঞ্চে এসেছি তখন ভাবলাম ছোট্ট করে কিছু বানিয়ে ফেলি। হঠাৎ করেই মনে হল কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করি। তাই কচ্ছপ তৈরি করেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

কাগজ দিয়ে কচ্ছপ তৈরি:

IMG_20241104_145118.jpgCemera: Oppo-A12.


কাগজ দিয়ে সাধারণত ওয়ালমেট গুলোই বেশি তৈরি করে থাকি। কিন্তু আজকে যেহেতু হাতে সময় কম ছিল তাই ভাবলাম কচ্ছপ তৈরি করি। অনেক সময় দেখা যায় যে কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার পর দেখতে কোন প্রাণীর সাথে মিলে যায়। কিংবা সেই প্রাণীগুলোর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। তাই আমি ভাবলাম কচ্ছপের সৌন্দর্য তুলে ধরার জন্য কাগজের ব্যবহার করবো। আর সেই ভাবনা থেকে কাগজের কচ্ছপ তৈরি করেছি। কাগজের কচ্ছপ তৈরি করতে খুবই ভালো লেগেছে। খুব সহজ পদ্ধতিতে কাগজের কচ্ছপ তৈরি করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• রঙিন কাগজ।
• আঠা।
• কেঁচি।

IMG20241104140148.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20241104140310.jpgCemera: Oppo-A12.
IMG20241104140335.jpgCemera: Oppo-A12.


কাগজের কচ্ছপ তৈরি করার জন্য প্রথমে কাগজ গোল করে কেটেছি। এরপর মাঝে হালকা একটু কেটেছি।

ধাপ-২:

IMG20241104140411.jpgCemera: Oppo-A12.
IMG20241104140452.jpgCemera: Oppo-A12.


এবার কচ্ছপের উপরের অংশ তৈরি করার জন্য সুন্দর করে আঠা লাগিয়েছি। আর কাঁটা অংশটা একটু ঢেউ করে নেওয়ার চেষ্টা করেছি।

ধাপ-৩:

IMG20241104140543.jpgCemera: Oppo-A12.
IMG20241104140550.jpgCemera: Oppo-A12.


এবার আরো বেশ কিছু কাগজ কেটেছি কচ্ছপের বিভিন্ন অংশগুলো তৈরি করার জন্য।

ধাপ-৪:

IMG20241104140936.jpgCemera: Oppo-A12.
IMG20241104141243.jpgCemera: Oppo-A12.


কাগজ দিয়ে কচ্ছপের মাথার অংশ এবং চোখ সুন্দর করে তৈরি করেছি।

ধাপ-৫:

IMG20241104141328.jpgCemera: Oppo-A12.
IMG20241104141507.jpgCemera: Oppo-A12.


এবার কচ্ছপের পা এবং উপরের অংশগুলো তৈরি করার জন্য কাগজ প্রস্তুত করেছি।

ধাপ-৬:

IMG20241104141659.jpgCemera: Oppo-A12.
IMG_20241104_152057.jpgCemera: Oppo-A12.


এবার কচ্ছপের উপরের অংশে কাগজগুলো লাগিয়েছি আর অন্যান্য ডিজাইনগুলো করেছি।

ধাপ-৭:

IMG20241104141917.jpgCemera: Oppo-A12.
IMG20241104142112.jpgCemera: Oppo-A12.


এবার কচ্ছপের বিভিন্ন পার্ট ধীরে ধীরে আঠা দিয়ে লাগিয়েছি। আর সুন্দর করে কাগজের কচ্ছপ তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20241104_145144.jpgCemera: Oppo-A12.


অনেকদিন পর যখন হাতে একটু সময় পেয়েছি তখন কাগজের কচ্ছপ তৈরি করেছি। কাগজের কচ্ছপ তৈরি করতে খুবই ভালো লেগেছে। কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। শুধু সময়ের প্রয়োজন। সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। আর আমিও সময় নিয়ে কাগজের কচ্ছপ তৈরি করে সবার মাঝে শেয়ার করেছি। তো বন্ধুরা আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কচ্ছপ তৈরি করেছেন ভাইয়া। কচ্ছপের ওপরে কাগজগুলো দিয়ে ডিজাইন করার কারণে অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। এগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই পোস্ট শেয়ার করার জন্য।

কচ্ছপের ডিজাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আমি। উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে দুটি কচ্ছপ তৈরি করেছেন। কচ্ছপ দুইটি দেখতে অসাধারণ হয়েছে। কচ্ছপ তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রঙিন কাগজের কচ্ছপ আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে বাচ্চাদের মন কেড়ে নেওয়ার মত একটি সুন্দর কচ্ছপ আপনি বানিয়েছেন। চমৎকার লাগছে দেখতে। প্রতিটা ধাপে ধাপে এত সুন্দর করে আপনি দেখিয়েছেন, যে কেউ দেখলে করতে পারবে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা এমন ধরনের ক্রাফট পেলে তো বেজায় আনন্দ পাবে।

এই ধরনের খেলনাগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। যে কেউ তৈরি করতে পারবে এবং খুব সহজেই তৈরি করা যায় আপু।

ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার তৈরি করা কচ্ছপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। সময় নিয়ে কাজটি করতে হয়েছে ভাই।

এই ধরনের সুন্দর সুন্দর কাজ গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই কচ্ছপ তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

কাগজ দিয়ে তৈরি করা কচ্ছপ আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আমার। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই।

এই ধরনের সুন্দর সুন্দর কাজ গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই কচ্ছপ তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

এই ধরনের কাজগুলো সময় নিয়ে করতে হয় এবং উপস্থাপন করতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

রঙ্গিন কাগজ দিয়ে কচ্ছপের দারুন একটি ডাই তৈরি করেছেন ভাইয়া।কচ্ছপ দুটো দেখতে দারুন হয়েছে।এই ধরনের জিনিস গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

কাগজ দিয়ে তৈরি করা কচ্ছপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি কচ্ছপ বানিয়েছেন। আমি অনেক আগে এমন একটি ডাই শেয়ার করেছিলাম। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ দিয়ে সুন্দর কচ্ছপ বানিয়েছি আমি। চমৎকারভাবে কচ্ছপ তৈরি করে শেয়ার করেছি আপনাদের মাঝে।

রঙ্গিন কাগজ দিয়ে দক্ষতার সাথে চমৎকার সুন্দর দুটো কচ্ছপ বানিয়েছেন ভাইয়া চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো কচ্ছপ দুটো।ধাপে ধাপে কাগজ কেটে চমৎকার সুন্দর করে কচ্ছপ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

একসাথে দুটো কচ্ছপ তৈরি করেছি। কাগজের কচ্ছপ বানানোর পদ্ধতি শেয়ার করেছি আপু। ধন্যবাদ আপনাকে।

বাহ আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার কচ্ছপ বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও চমৎকার লাগে। এবং কচ্ছপের মধ্যে চমৎকার চোখও দিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

কচ্ছপ তৈরি করার আইডিয়া জেনে ভালো লাগলো। কচ্ছপ তৈরি করতে খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।

আমি একবার কাদামাটি দিয়ে কচ্ছপ তৈরি করেছিলাম ।আপনি কালার পেপার ব্যবহার করে অনেক সুন্দরভাবে কচ্ছপ তৈরি করেছেন। কচ্ছপটি দেখতে আসলেই অনেক অসাধারণ লাগছে ।ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ড্রাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কাদামাটি দিয়ে কখনো তৈরি করিনি আপু। কাগজ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। কচ্ছপ দেখতে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আমি কচ্ছপ দেখেছিলাম অনেক দেরি হয়েছে। আজকে আপনার কাছ থেকে এই কচ্ছপ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের সুন্দর কচ্ছপ এখানে তৈরি করে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ এটি তৈরি করার পদ্ধতি গুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ সুন্দর কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷


Screenshot_8footer.png

Congratulations!!🎉🎉 Your post has been upvoted by TEAM 04 (STEEMIT EXPLORERS) using steemcurator06. Continue making creative and quality content on the blog. By @mikitaly

রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর কচ্ছপের ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপনি। কচ্ছপ দুইটা দেখতে খুবই সুন্দর লাগছে। কচ্ছপের কালার দুইটা অনেক সুন্দর ফুটে উঠেছে। রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলেই দেখতে অসম্ভব সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।