শুভ জন্মদিন টিনটিন বাবু||

in hive-129948 •  5 days ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমাদের সবার আনন্দের একটি দিন। কারণ আজকে আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্মদিন। টিনটিন বাবুর জন্মদিনে টিনটিন বাবুকে শুভেচ্ছা জানানোর জন্য কার্ড তৈরি করেছি। তো বন্ধুরা এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কার্ড তৈরি করেছি।

শুভ জন্মদিন টিনটিন বাবু:

IMG_20240926_122323.jpgCemera: Oppo-A12.
IMG_20240926_122224.jpgCemera: Oppo-A12.


টিনটিন বাবুর জন্মদিনে অনেক দোয়া করছি তুমি অনেক ভালো মানুষ হবে এবং বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবে। মানুষের মত মানুষ হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে তোমার জন্মদিনে তোমার দীর্ঘায়ু কামনা করছি। টিনটিন বাবুর জন্মদিনের এই দিনটিতে মন থেকে অনেক দোয়া করছি টিনটিন বাবুর জন্য। সেই সাথে একটি কার্ড তৈরি করেছি। টিনটিন বাবুর জন্মদিনে কার্ড তৈরি করতে খুবই ভালো লেগেছে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• কাগজ।
• আঠা।
• কেঁচি।
• কলম।

IMG20240926112244.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240926112353.jpgCemera: Oppo-A12.
IMG20240926112456.jpgCemera: Oppo-A12.


টিনটিন বাবুর জন্মদিনের কার্ড তৈরি করার জন্য সাদা কাগজ নিয়েছি। আর মাঝখানে ভাঁজ করেছি। এরপর পেন্সিল দিয়ে চিহ্ন করে নিয়েছি।

ধাপ-২:

IMG20240926112511.jpgCemera: Oppo-A12.
IMG20240926112704.jpgCemera: Oppo-A12.


সুন্দর করে পেন্সিল দিয়ে চিহ্ন করেছি। যাতে কাগজটি সঠিক মাপে কেটে নেওয়া যায়।

ধাপ-৩:

IMG20240926113000.jpgCemera: Oppo-A12.
IMG20240926113022.jpgCemera: Oppo-A12.


এবার ধীরে ধীরে সাবধানে কাগজ কেটেছি। খুবই সাবধানতা অবলম্বন করেছি।

ধাপ-৪:

IMG20240926113108.jpgCemera: Oppo-A12.
IMG20240926113122.jpgCemera: Oppo-A12.


কাগজ কাটা হলে এবার ভাঁজ করেছি। ছবিতে দেখলেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন।

ধাপ-৫:

IMG20240926113320.jpgCemera: Oppo-A12.
IMG20240926113347.jpgCemera: Oppo-A12.


এবার সুন্দর করে কার্ডের মাঝখানে একটি কেকের মতো আকৃতি তৈরি করেছি।

ধাপ-৬:

IMG20240926113534.jpgCemera: Oppo-A12.
IMG20240926113656.jpgCemera: Oppo-A12.


এবার কার্ডের উপরের অংশের ডিজাইনটি সুন্দর করার জন্য রঙিন কাগজ কেটে নিয়েছি। আর আঠা দিয়ে লাগিয়েছি।

ধাপ-৭:

IMG20240926113724.jpgCemera: Oppo-A12.
IMG20240926113905.jpgCemera: Oppo-A12.


সুন্দর করে কাগজটি সেটিং করেছি। এরপর সুন্দর করে তোলার চেষ্টা করেছি।

ধাপ-৮:

IMG20240926114122.jpgCemera: Oppo-A12.
IMG20240926114248.jpgCemera: Oppo-A12.


কার্ড এর ভেতরের কেকটি দেখতে সুন্দর করার জন্য কলম দিয়ে ডিজাইন করেছি।

ধাপ-৯:

IMG20240926114441.jpgCemera: Oppo-A12.
IMG20240926114921.jpgCemera: Oppo-A12.


কার্ডের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য সুন্দর করে ডিজাইন করেছি।

শেষ ধাপ:

IMG20240926114959.jpgCemera: Oppo-A12.
IMG_20240926_120603.jpgCemera: Oppo-A12.


ছোট বাচ্চারা যেহেতু বেলুন পছন্দ করে তাই কিছু বেলুনের ছবি অঙ্কন করেছি। আর সুন্দর করে কার্ড সাজিয়ে তুলেছি।

উপস্থাপন:

IMG_20240926_122014.jpgCemera: Oppo-A12.


টিনটিন বাবুর জন্মদিনে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। আর খুবই ভালো লেগেছে। জন্মদিনের এই সুন্দর দিনটি যেন অনেক ভালো ভাবে কাটে এবং পরিবারের সাথে অনেক সুন্দর ভাবে সময় কাটে এই দোয়াই করছি। টিনটিন বাবুর জন্য শুভকামনা রইলো।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই আপনি আজ টিনটিন বাবুর জন্মদিনে অনেক সুন্দর করে কাগজ কেটে কেক তৈরি করেছেন। দেখেই তো খুব ভালো লেগেছে আমার কাছ থেকে। এই কেক তৈরি অনেক ইউনিক হয়েছে ভাই প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে পর্যায়ক্রমে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কার্ডের মাঝখানে কেক তৈরি করার চেষ্টা করেছি। যাতে দেখতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে পেপার দিয়ে দারুন একটি কেক তৈরি করেছেন। আপনার শেয়ার করা ডাই পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

বিশেষ দিনে আমি এই কার্ড তৈরি করেছি। আর আপনাদের মাঝে শেয়ার করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

টিন টিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা। টিন টিন বাবুর জন্য দোয়া রাখছি সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘ আয়ু প্রদান করেন।
জন্মদিন উপলক্ষে পেপার দিয়ে দারুন একটি কেক তৈরি করেছেন চমৎকার লাগছে ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

টিনটিন বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কার্ড তৈরি করেছি ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আজ দেখছি টিনটিন বাবুর জন্মদিন কে ঘিরে সবাই কিছু না কিছু শেয়ার করছে। আপনি কিন্তু নিজের অনুভূটি প্রকাশ করার জন্য অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে টিনটিন বাবুর প্রতি আপনার ভালোবাসা কে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার এমন ‍সুন্দর একটি পোস্টের জন্য।

টিনটিন বাবুর জন্মদিন ঘিরে আমি আমার মত করে একটি কার্ড তৈরি করেছি আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

প্রথমেই টিনটিন বাবুকে জানাই তার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তার জন্মদিনের এই শুভেচ্ছা কার্ড অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন। যেটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই কার্ডটি থ্রিডি টাইপের হওয়ার কারণে আমার কাছে দেখতে বেশি ভালো লেগেছে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করেছেন দেখেই বুঝতে পারছি।

জন্মদিন উপলক্ষে এই সুন্দর কার্ড তৈরি করার চেষ্টা করেছি ভাই। এই কাজগুলো করতে খুবই সময় লাগে। অনেক ধন্যবাদ ভাই।

আপনি তো দেখছি টিনটিনের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আসলে জন্মদিনের কার্ডগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়া আপনার কার্ডের মধ্যে মনে হচ্ছে সত্যি কারের একটি কেক। টিনটিন তার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক

আপু আমি চেষ্টা করেছি জন্মদিনের সুন্দর একটি কার্ড তৈরি করার। আপনার কাছে চমৎকার লেগেছে আর কেক দেখতে সত্যিকারের কেকের মতো লেগেছে জেনে অনেক ভালো লেগেছে।

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড বেশ দুর্দান্ত হয়েছে। টিনটিন বাবুর জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো যেন মানুষের মতন মানুষ হয়। আপনার জন্মদিনের শুভেচ্ছা কার্ড দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছি ভাই। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।