পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি🐟||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in hive-129948 •  2 years ago 

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। পছন্দের রেসিপিগুলো নিজে নিজেই তৈরী করার চেষ্টা করি। কাতলা মাছ আমার খুব প্রিয়। তাই আমি পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি করেছি। আশা করছি পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি সকলের কাছে ভালো লাগবে।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি:

CM_20220617162900401.jpgCemera: Oppo-A12.


পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি খেতে দারুন হয়েছিল। কাতলা মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। আর সাথে যদি হয় পটল তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। পটল ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি কাতলা মাছ দিয়ে ঝোল করলেও খেতে অনেক ভালো লাগে। খাবারের স্বাদে ভিন্নতা আনার জন্য মাঝে মাঝেই বিভিন্ন রকমের খাবার তৈরীর চেষ্টা করি। তাই আজকে আমি পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি সকলের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
কাতলা মাছ৫ পিস
পটল২৫০ গ্রাম
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
লবণপরিমাণমতো
জিরা গুঁড়া১ চামচ
রসুন কুচি১/২ চামচ
পেঁয়াজ কুচি১/২ কাপ
সয়াবিন তেল৪ চামচ

IMG20220614173640.jpgCemera: Oppo-A12.

IMG20220614173836.jpgCemera: Oppo-A12.

IMG20220614175916.jpgCemera: Oppo-A12.


পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20220614174725.jpgCemera: Oppo-A12.

IMG20220614175107.jpgCemera: Oppo-A12.


পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি করার জন্য প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG20220614180541.jpgCemera: Oppo-A12.

IMG20220614180649.jpgCemera: Oppo-A12.


এবার কাতলা মাছ রান্না করার জন্য প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর হাত দিয়ে মিক্স করে নিয়েছি।

ধাপ-৩

IMG20220614180745.jpgCemera: Oppo-A12.

IMG20220614181607.jpgCemera: Oppo-A12.


এবার একটি মাছ ভাজার কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কড়াই গরম হলে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর কাতলা মাছের পিসগুলো দিয়েছি ভাজার জন্য। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন কাতলা মাছের পিসগুলো ভালোভাবে ভাজা হয়েছে তখন বাটির মধ্যে তুলে নিয়েছি।

ধাপ-৪

IMG20220614181804.jpgCemera: Oppo-A12.

IMG20220614181903.jpgCemera: Oppo-A12.


এবার পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি করার জন্য একটি কড়াই চুলার উপর দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি।

ধাপ-৫

IMG20220614182006.jpgCemera: Oppo-A12.

IMG20220614182029.jpgCemera: Oppo-A12.


এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী রসুন কুচি দিয়েছি। এই রেসিপি তৈরিতে রসুন কুচি বা রসুন বাটা যেকোনো একটি দিলেই হয়। আমি রসুনকুচি দিয়েছি।

ধাপ-৬

IMG20220614182050.jpgCemera: Oppo-A12.

IMG20220614182237.jpgCemera: Oppo-A12.


পেঁয়াজ ও রসুন ভালোভাবে তেলের সাথে ভাজার জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করেছি এবং ভালোভাবে ভেজে নিয়েছি।

ধাপ-৭

IMG20220614182324.jpgCemera: Oppo-A12.

IMG20220614182354.jpgCemera: Oppo-A12.


এবার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী জিরাগুঁড়া দিয়েছি। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে সবগুলো মসলা একত্রে মিক্স করেছি।

ধাপ-৮

IMG20220614182445.jpgCemera: Oppo-A12.

IMG20220614182619.jpgCemera: Oppo-A12.


এবার মসলাগুলো ভালোভাবে ভুনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি। এরপর আরো কিছুক্ষণ রান্না করার পর মসলা ভালোভাবে ভুনা হয়েছে।

ধাপ-৯

IMG20220614182701.jpgCemera: Oppo-A12.

IMG20220614182738.jpgCemera: Oppo-A12.


মসলা ভুনা হয়ে গেলে এবার ভুনা মসলার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়েছি। এরপর চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। যাতে করে ভুনা মসলার সাথে পটলগুলো ভালোভাবে মিক্স হয়।

ধাপ-১০

IMG20220614182813.jpgCemera: Oppo-A12.

IMG20220614183214.jpgCemera: Oppo-A12.


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন মসলার সাথে পটল ভালোভাবে ভুনা হয়েছে তখন পটল সেদ্ধ করার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি।

ধাপ-১১

IMG20220614183620.jpgCemera: Oppo-A12.


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে তখন ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো এর মধ্যে দিয়েছি।

শেষ ধাপ:

IMG_20220617_163328.jpgCemera: Oppo-A12.


এভাবে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি হয়েছে তখন চুলা বন্ধ করে দিয়েছি। এভাবেই এই মজার রেসিপি তৈরি করেছি।

পরিবেশন:

IMG_20220615_121257.jpgCemera: Oppo-A12.


পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করার জন্য একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর ফটোগ্রাফি করেছি। পটল দিয়ে কাতলা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়েছিল। সেই খাবারের স্বাদ এখনও আমার মুখে লেগে রয়েছে।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী এই মজার রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🌹

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অনেক মজাদার এবং অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই রেসিপি তৈরি। আপনার রেসিপির কালার কম্বিনেশন তাও খুবই দারুণ হয়েছে। এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

আপু আমি চেষ্টা করেছি মজার ও সুস্বাদু এই রেসিপি সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আমার তৈরি করা রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি উপস্থাপন এবং পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। সত্যিই অসাধারণ রেসিপি তৈরি করেছেন।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দেখতে যেমন সুস্বাদু মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। তাই আমি এই মজার রেসিপি সকলের মাঝে উপস্থাপন করেছি। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে এই মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পটল দিয়ে কখনো এভাবে মাছ রান্না করে খাওয়া হয়নি। আপনার পটল দিয়ে কাতলা মাছের রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে হচ্ছে। আমি একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব । রেসিপির কালার দেখতে অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

যেকোন রেসিপিতে পটল দিলে আমার ভালো লাগে। তবে এটা ঠিক মাছের রেসিপিথে পটল টা যেন একটু বেশিই ভালো লাগে। কাতলা মাছ কিন্তু আমার অনেক পছন্দের। পটল দিয়ে কাতলা মাছের রেসিপি টা বেশ চমৎকার ছিল। এবং বেশ লোভনীয় বটে। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

একদম ঠিক বলেছেন ভাইয়া মাছের সাথে পটল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি খেতে বেশি ভালো লাগে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পটল আমার খুবই প্রিয়, একটি সবজি। তার সাথে পটল দিয়ে যদি মাছ রান্না করা হয় সেটা খেতে খুবই মজাদার ও সুস্বাদু হয়। আপনি খুবই মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। সাথে উপস্থাপনা খুবই সুন্দর ভাবে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি মজাদার লোভনীয় কাতলা মাছের রেসিপি শেয়ার করার জন্য।

পটল আপনার খুবই প্রিয় সবজি জেনে ভালো লাগলো। আর এভাবে পটল দিয়ে মাছ রান্না করলে খেতে সত্যিই অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

পটল দিয়ে কাতলা মাছের রেসিপি টা দারুন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই দারুণ হয়েছিল। এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

পটল দিয়ে কাতলা মাছের রেসিপি দেখতে যেমন দারুন হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছিল। সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখতে যেরকম সুস্বাদু দেখাচ্ছে। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। যদিও পটল সবজি আমার খেতে তেমন একটা ভালো লাগে না ।। কিন্তু আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ।

আপু আপনি একদম ঠিক বলেছেন এই রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আপনি পটল সবজি হিসেবে খেতে পছন্দ করেন না। তবে একদিন এভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আপনার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

ভাই পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। দেখতে যেরকম অসাধারণ খেতেও নিশ্চয়ই অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আপনার রেসিপি উপস্থাপন এবং পরিবেশনা আমার অনেক ভালো লেগেছে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম আপনার জন্য।

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া এই রেসিপি দেখতে যেমন দারুন লাগছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। আমার রেসিপির উপস্থাপন এবং পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

অও,রেসিপিটা খুব সুন্দর হয়েছে ভাইয়া।কাতলা মাছ খেতে খুবই মজার।তার থেকে এটি দেখতে আরো মজা লাগতো আমার, গ্রামের বাড়ি আমাদের নিজস্ব পুকুর থেকে যখন 2.5 কিলো কিংবা 3 কিলো কাতলা মাছ বাবা তুলতেন।কি মজাই না হতো বড়ো মাছটি দেখে, খেতে ও সেই স্বাদ।ভালো লাগলো আপনার রেসিপি দেখে।ধন্যবাদ ভাইয়া।

কাতলা মাছ আমারও খুবই প্রিয়। আর যদি হয় নিজের পুকুরের মাছ তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপু আপনাদের গ্রামের বাসার পুকুরে কাতলা মাছ চাষ হয় এবং আপনার বাবা মাঝে মাঝেই কাতলা মাছ পুকুর থেকে তুলতেন জেনে ভালো লাগলো। আপু আপনার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি সুস্বাদু হয়েছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। পটল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছা করছে জেনে ভালো লাগলো। আপু আপনি আমার তৈরি করা রেসিপি দেখে মজার এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

ভাই আপনার রান্নার হাত কিন্তু দারুণ । কেননা আপনার এই হাত দিয়ে আপনি খুবই সুস্বাদু ও লোভনীয় পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। রেসিপির কালার দেখেইতো ভীষণ খাওয়ার লোভ হচ্ছে। পরিবেশনের বাটিতে কাঁচামরিচ গুলো সাজিয়ে দেওয়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। সত্যিই ভাই দারুন রেধেছেন। আর এই সুস্বাদু রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনার প্রশংসা শুনে অনেক খুশি হলাম। তবে পটল ও কাতলা মাছের ঝোল রেসিপি খেতে সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল। আমি কাঁচা মরিচ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে সকলের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পটল খেতে আমারও অনেক ভালো লাগে পটল ভাজি করে খেতেও ভালো লাগে। আবার এরকম ঝোল ঝোল করে খেতেও ভালো লাগে। আমিও মাঝে মাঝে মাছ রান্না করলে পটল আলু দিয়ে ঝোল করে খাই।ভালো লাগে ।বেশ কিছুদিন হলো খাওয়া হয় না আপনারটা দেখে মনে পড়ে গেল পটলের কথা।

পটল খেতে আপনি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। পটল ভাজি খেতে আমারও অনেক ভালো লাগে। তবে মাঝে মাঝে মাছ দিয়ে পটল রান্না করলে খেতে ভালোই লাগে আমার কাছে। এছাড়া পটল ও আলু দিয়ে মাছের ঝোল করলেও খেতে ভালো লাগে। আমার এই রেসিপি দেখে পটলের কথা মনে পড়ে গেল আপনার জেনে ভালো লাগলো। আপনি এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আপু। আশা করছি আপনার কাছে ভালো লাগবে।

আপনার যেমন আর্ট করার গুণ আছে তেমনই রান্না করাও গুণ আছে বলতে হয়। আপনার সবগুলো পোস্ট আমার অনেক ভালো লাগে। এই রেসিপিটি খুবই লোভনীয় হয়েছে। উপকরগুলো সঠিক পরিমাণে দেওয়ার বুঝতে সহজ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

আর্ট করতে আমার যেমন ভালো লাগে তেমনি রান্না করতেও ভালো লাগে। বিশেষ করে নিজের পছন্দের রেসিপিগুলো তৈরি করতে ভালো লাগে। আপু আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দুর্দান্তভাবে প্রস্তুত করেছেন দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও নিশ্চয়ই খুব মজা হয়েছিল সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি খেতে সত্যিই অনেক ভালো হয়েছিল। এই রেসিপি দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও অনেক মজার হয়েছিল। ভাই আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে পটল দিয়ে কাতলা মাছের ঝাল রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া এই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি খেতে আমার অনেক ভালো লেগেছে। ভাইয়া আপনি একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আপনার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

আপনি বেশ সুন্দরভাবে একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাতলা মাছ আমার কাছে খুবই প্রিয় মাছ। ওদের পুকুরে বড় কাতলা গুলো মাঝে মাঝে ধরে রেসিপি করা হয়ে থাকে, মূলত কাতলা মাছ পুকুরের দিয়ে থাকি বাড়িতে খাওয়ার জন্য। চেষ্টা করব আপনার মত রেসিপি প্রস্তুত করে শেয়ার করার জন্য।

কাতলা মাছ আপনার খুবই প্রিয় একটি মাছ জেনে অনেক ভালো লাগলো। আপনি আপনার পুকুরে কাতলা মাছের চাষ করেন জেনে খুশি হলাম। নিজের পুকুরের কাতলা মাছ হলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

আপনি পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা অসাধারণ ভাবে তৈরি করেছেন। দেখে আমার লোভ লেগে গেল। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

পটল দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি দেখে আপনার লোভ লেগে গেলো জেনে ভালো লাগলো। আমি চেষ্টা করেছি এই লোভনীয় রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করে উপস্থাপন করার জন্য। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

কাতলা মাছের ঝোল খেতে অনেক সুস্বাদু। তার মধ্যে আপনি সবজি হিসেবে পটল ব্যবহার করেছেন।। রান্নার কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং ঝাঁঝালো একটি ফিল হবে। আপনার উপস্থাপনা সুন্দর ছিল। সবমিলিয়ে দারুণ।

আপনি একদম ঠিক বলেছেন কাতলা মাছের ঝোল খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল। আর পটল দিয়ে রান্না করলে সেটা আরো বেশি ভালো লাগে খেতে। আমার তৈরি করা এই রেসিপি খেতে অনেক ভালো হয়েছিল। আপনি অনেক সুন্দর ভাবে এই মন্তব্য প্রকাশ করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

কাতলা মাছ আমার অনেক প্রিয় একটি মাছ। আর সাথে যদি হয় পটল তাহলে খেতে আরো বেশি ভালো লাগে।

পটল খেতে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না কিন্তু কাজলা মাছ খেতে খুবই ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে পটল এবং কাতলা একত্রিত করে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা রেসিপিটি দেখেই লোভ লেগে যাচ্ছে।

পটল খেতে অনেকেই পছন্দ করে না। তবে কাতলা মাছ দিয়ে পটল রান্না করলে খেতে কিন্তু দারুন লাগে। ভাইয়া একদিন এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছেও ভালো লাগবে। আপনার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

উফ্ পটল দিয়ে কাতলা মাছের ঝোল 🤤
কি লোভনীয় রেসিপি দেখালেন ভাই।
কাতলা মাছ আমার সবথেকে পছন্দের মাছ আর আপনি সেটা দিয়ে রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ভালো উপস্থাপনা করেছেন ভাই।

কাতলা মাছ আমারও খুবই পছন্দের একটি মাছ। আর পটল দিয়ে কাতলা মাছের ঝোল করলে খেতে ভালই লাগে। ভাইয়া আপনি সুন্দর ভাবে আপনার মন্তব্য প্রকাশ করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

অনেক সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন আমাদের সামনে। পটল দিয়ে কাতলা মাছ খেতে অনেক ভাল লাগে। আমি খেয়েছি। আপনার রান্না দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে রান্না। কালারটিও বেশ ভাল হয়েছে। সুন্দর করে পরিবেশন করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাই

সত্যিই এই রেসিপি অনেক সুস্বাদু হয়েছিল। পটল দিয়ে কাতলা মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপি খেতে খুবই মজাদার হয়েছিল। আমি চেষ্টা করেছি এই রেসিপি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার। আপনার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।