হেলো আসসালামুআলাইকুম কেমন আছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের মাঝে আমি আমার জীবনের কিছু সেরা মুহুর্ত সুন্দরবন ট্যুরের স্মৃতি-3 এবং ফটোগ্রাফি শেয়ার করবো আজকে আমরা সুন্দরবনের অনেক ভিতরে গেছিলাম কটকা, দুবলার চর গেছিলাম,আশা করি সবার ভালো লাগবে। তাইলে চলুন শুরু করা যাক।
![IMG_5190.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmV8Cx6KsDLpr1oShZFG2UpAbQLe2iCzXH4YeRcJyWYbZS/IMG_5190.JPG)
এই জাইগা হলো সুন্দরবনের দুবলার চর। অসম্ভব সুন্দর জাইগা।
![IMG_5139.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZmz5EFGpq5zvFv1vxHogSKZve4M3NGicQ4GtaK7YRBba/IMG_5139.JPG)
ভাটার সময় তোলা, তখন আমাদের ট্রলার নদীর কূলে ছিল
সুন্দরবনের পশুর নদী
অনেক গেওয়া গাছ।
একটি গেওয়া গাছ নদীতে নুইয়ে আছে।
আমাদের ট্রলার সামনের দিকে এগিয়ে যাচ্ছে
চারিদিকে শুধু অথই পানি আর সুন্দরী গাছ।
সুন্দরবনের ভিতর একটু পোজ দিলাম, এইখানে প্রচুর পরিমাণে শ্বাসমূল জন্মে।
একটি বক খাবারের উদ্দেশ্য রওনা দিছে৷
ভাটায় নদী শুকিয়ে গেছে।
আমি পোজ দিলাম হাহাহা কেমন হয়েছে জানাবেন।
আমাদের খাইয়া দাওয়া সব ট্রলারেই হতো৷
![IMG_5170.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPpwubQwgrZ8eZdAsqajdLur7PUnUhWiCcoYEVUGwUzcW/IMG_5170.JPG)
বাংলাদেশ নৌবাহীর একটি জাহাজ, এবং টহল ফাড়ি৷
![IMG_5173.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVAYf8w98m76PGXX323gNz7LHpxQDcYBNM3tC2yQB5MAD/IMG_5173.JPG)
![IMG_5174.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmS9KoiqbQH9iKkTHm3yCLtc8HFYwQk1SMt96L1vTj4b5C/IMG_5174.JPG)
অনেকগুলা বক ঊড়ে যাচ্ছে
![IMG_5176.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmXChshU7G4rRYpfKFGecKDdrQA78jvketKJkSfVZFppi1/IMG_5176.JPG)
একটি বক নদীত তীর ঘেঁষে যাচ্ছে
সুন্দরবনের ভিতর সুন্দরী গাছ,কেওয়া, গেওয়া গাছ।
একটি চিল উড়ে যাচ্ছে।
![IMG_5204.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNWq7vHRTDYt4ScGzoVfpvGuQpXLgAAGoJGenQQEkSqkn/IMG_5204.JPG)
![IMG_5210.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWKp489ux69VtynJo4DKKE2SbGfM3wvfEQfoEwseQMVrx/IMG_5210.JPG)
![IMG_5212.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVF1EXVBaMonKQyWNc1xq1oiRHCTanwJx9BB2m9DD2MT2/IMG_5212.JPG)
![IMG_5213.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPt6HWpjtvLnm4p97Ddra8oiw2u62ZNb3aF1uSSKWnpB2/IMG_5213.JPG)
এই চারটি ছবিতে হরিণ দেখা যাচ্ছে একটু জুম করে দেখেন বোঝা যাবে৷ অনেক দুর থেকে তোলা তো, আমরা যখন ট্রলার দিয়ে যাচ্ছি জুম করে তুলছিলাম তখন।
![IMG_5302.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcpMchRLypwQnZYQUUyvoa54rBjqVXK9sY4Tr6r5DPHsz/IMG_5302.JPG)
![IMG_5293.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmNPRNCZK51XiLHMwZ6CksYrtU2m9MMKphyJJHp7ctS3Q2/IMG_5293.JPG)
দুবলার চরে আমি, প্রচন্ড কালো হয়ে গেছি বাসার গেলে বলছিলো। 😄😄😄
Al picture are taken by Canon 700 D
What's 3 Word Location
এইতো এই ছিলো আমার সুন্দরবনের পর্ব -3 শেষ পর্বতে সুন্দরবনের মানুষ কিভাবে জীবনযাপন করে সেইগুলা তুলে ধরবো, মহিলারা কিভাবে মাছ ধরে তাই তুলে ধরবো৷ বানর, হরিনের ছবি দিবো আশা করি সবার ভালো লাগবে। বানরের ছবি ভিডিও আকারে দিবো ইনশাল্লাহ।
![](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmW8FXcfJENDdMBWZnr8CtLVbkPkY9BuaPkYpReY3n1wwH/logo.gif)
আমার পরিচয়
![IMG_1024.JPG](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPtgo25MxGLjb2WY5usD5EUxChog8oZX6MsFY6eGzK4VV/IMG_1024.JPJPG)
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।
![](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmPjxVxAf19KEGYH35u1ifgRX2pVbeGpPRhvUTDP7GdVnG/Untitled-1.png)
অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ইতি
শফিকুল ইসলাম শুভ।
আপনি মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। আপন ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত ছিল। বন্ধুবান্ধব সবাই মিলে নিচ্ছ মজা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একটি সুন্দর সময় পার করেছেন তা আপনার পোস্টের মাধ্যমেই ফুটে ওঠেছে।দোয়া করি এরকম আরো সুন্দর মূহুর্ত সামনে পার করেন।আর ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিলো। শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ রাফি ভাই, ভালোবাসা নিবেন💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit