মাস্ক পরিহিত একটি মেয়ের ছবি চিত্রাংকন(Diy project)।। ১০% shy-fox

in hive-129948 •  3 years ago 


আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে স্বাগতম।

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি একটি মাস্ক পরিহিত একটি কিউট মেয়ের ছবি আকাশে, আশা করি সবার ভালো লাগবে, তাইলে চলুন শুরু করা যাক।

CollageMaker_20211204_163738107.jpg

CollageMaker_20211204_163907074.jpg

https://what3words.com/portals.barns.credit



প্রয়োজনীয় উপকরণ :
  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • স্কেল
  • কাটার
  • কলম
  • ডট পেন


ধাপ 1

20211203_113722.jpg

প্রথমে প্রয়োজনীয় উপকরণ নিলাম।



ধাপ 2

20211203_113904.jpg

প্রথমে মাস্কের ছবি আকলাম।



ধাপ 3

20211203_114240.jpg

ভালোকরে মাস্ক আঁকলাম



ধাপ 4

20211203_114339.jpg

মেয়েটির মাথা আকলাম



ধাপ 5

20211203_114507.jpg

মাথা আর কপাল আঁকলাম



ধাপ 6

20211203_114655.jpg

মাথা আকলাম



ধাপ 7

20211203_114507.jpg

চোখ আকলাম



ধাপ 8

20211203_115110.jpg

চুলের খোপা আকলাম



ধাপ 9

20211203_115428.jpg

পেন্সিল দিয়ে ভালো করে আকলাম এবার



ধাপ 10

20211203_115600.jpg

ঘাড় আকলাম এবার



ধাপ 11

20211203_115726.jpg

পেন্সিল দিয়ে চুল ঘষে দিলাম



ধাপ 12

20211203_115804.jpg

চুলের খোপা, আর ভ্রু পেন্সিল দিয়ে ভালো করে আকলাম



ধাপ 13

20211203_115948.jpg

প্রায় শেষের দিকে আকা



ধাপ 14

20211203_120015.jpg

এবং ফাইনালি ইউজার নেম দিলাম এবং আমার আক কমপ্লিট। আশা করি সবার ভালো লাগবে , কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান।

ডাই প্রজেক্টএকটি মেয়ের মাস্ক পরিহিত অঙ্কন
আর্ট@shuvo2030
লোকেশন
https://what3words.com/portals.barns.credit

আমার পরিচয়

_MG_1547.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

-cover_copy.png

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল ইসলাম শুভ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাক্স পরিধান করা একটি মেয়ের চিত্র অংকন দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা।

অনেক অনেক ধন্যবাদ রায়হান ভাইয়া😍😍😍

আসলেই আপনি অনেক সুন্দর একটি অঙ্কন করেছেন মাক্স পরিহিত একটি মেয়ের চিত্র অঙ্কন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার অঙ্কনের হাত অনেক ভালো। আপনার জন্য শুভকামনা