হেলো "আমার বাংলা ব্লগ " এর ভাই বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আপনাদের মাজে আমি আমার জীবনের একটি সুন্দর মুহুর্তে শেয়ার করতে যাচ্ছি, আশা করি সবারি ভালো লাগবে।আজ আমি ৫ম বারের মতো রক্ত ডোনেট করলাম এক প্রসুতি মহিলাকে। আমার খুবই ভালো লাগছে রক্ত দিয়ে, আমার রক্ত প্রদানের মাধ্যমে একটা শিশু পৃথিবীতে ভুমিষ্ঠ হতে পারছে। ❤️❤️❤️ তাইলে চলুন শুরু করি আমার রক্ত প্রাদানের ঘটনা, আশা করি সবারি ভালো লাগবে।
রক্ত প্রদানের তারিখ ঃ২৯.৯.২০২১
লোকেশন | W3w
আমি সন্ধায় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলাম, বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে আসলাম।
তারপর ফ্রেশ হয়ে মোবাইল চাপলে লাগি, আম্মু আজকে দ্রুত ঘুমাবে বলে ডাক দিলো খেতে, আমি খাওয়ার জন্য রেডি হলাম,সচারাচর আমি রাত ১০/১০.৩০ এ খাওয়া দাওয়া করি। খাওয়া শেষ করেই হঠাৎ ফোন এলো আমার কাছের ছোট ভাই তারেক এর, ফোন দিয়ে বললো ভাইয়া আরজেন্ট রক্ত লাগবে এ পজেটিভ। আমি বললাম ভাইয়া আমার রক্ত এ পজিটিভ, তারেক বললো কি বলো তাইলে তো ভালো হলো রক্ত ম্যানেজ হয়ে গেলো আর টেনশন করা লাগবে না। ভাত খাওয়া শেষ এ আমাকে বাসা থেকে নিয়ে গেলো একটা একটা প্রাইভেট ক্লিনিক এ।
লোকেশন | W3w
তারকের খালার রক্ত লাগবে, আন্টির বাচ্চা হবে। ক্লিনিক এ গেলাম আন্টিকে সালাম দিলাম আন্টি আমাকে দেখে অনেক খুশি,তারপর আন্টিকে অপারেশন থিয়েটার এ ঢুকালো এপাশ দিয়ে আমাকে এক কেবিনে নিয়ে গেলো রক্তের জন্য,এক ডাক্তার এসে আমার হাত দিয়ে রক্ত নিতে লাগলো, হাতে একটু প্রথমে অবাশ লাগে, তারপর হাতে মনে হয় নরম হয়ে যাচ্ছে।
অবশেষে রক্ত দেয়া হলো, ডাক্তার সাহেব রক্ত নিয়ে অপারেশন থিয়েটার এ গেলো। হঠাৎ বাচ্চার কান্না শুনলাম, বুজলাম যে কিছু একটা হয়েছে, পরে একটা পুত্র সন্তান হলো, ছেলেকে দেখলাম অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ।আসলে প্রতিটা মানুষের রক্ত দেয়া উচিৎ, অনেকেই এটা দিতে ভয় পাই।
লোকেশন | W3w
রক্ত দেয়া শেষ হলো তখন প্রায় রাত ১০.৩০ বাজে। রক্ত দেয়ার পরে তারেকের আব্বু আমাকে টাকা দিতে চাইলো আমি বললাম ছি ছি আংকেল এ কি করতেছেন, রক্তের বিনিময়ে টাকা, নাঊজুব্বিলাহ পরে আংকেল দুইটা ডাব কিনে দেলো আমি খেয়ে বাসায় চলে আসলাম।
সবার উদ্দেশ্য একটা কথা বলছি
অনেকের ধারনা রক্ত দিলে ভাবে যে ক্ষতি হয় শরিরের মোটেও শরিরের ক্ষতি হয় না। এটা ভুল কথা। মানুষের লোহিত কনিকার আয়ু ১২০ দিন, অপনি রক্ত দিন বা না দিন ১২০ দিন পর লোহিত রক্ত মারা যায়।
রক্ত নিয়ে কিছু কথা
রক্তদান করলে শুধু যে রোগির উপকার হয় তা নয়,নিজের উপকার ও হয় । প্রথম মতো মনের শান্তি, অপনার রক্তে একজনের জীবন পেয়েছে কেউ, ভাবুন একবার কতোটা পপরোপকারী কাজ,তাই আমি বলবো সবাই রক্তদানে উৎসাহী হন৷
তাইতো অনেকেই বলে
"আপনার এক ব্যাগ রক্তদান বাচাতে সহযোগিতা করবে মুমূর্ষ রোগির প্রান"
"যদি করেন নিয়মিত রক্ত দান রক্তের অভবে ঝরবে না একটি প্রান"।
আশা করি সবারি ভালো লাগবে পোস্টটি.. ভালো লাগলে কমেন্ট, ভোট করবেন, আপনাদের সাপোর্ট পেলে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ।
আমার পরিচয়
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।
রক্তদান মানব সেবামূলক কাজ। আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের মানবসেবামূলক কাজে অংশগ্রহণ করে অন্যের জীবন বাঁচানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ঠিক,অনেক অনেক ধন্যবাদ ভাইয়া❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই সত্যি খুব ভালো একটা কাজ করেছেন। কেউ রক্ত দিয়েছে এটা শুনলেও ভালো লাগে। আমি অনেক মানুষ এর রক্ত ব্যবস্থা করে দিয়েছি দেয়ার স্বি ভাগ্য টা আমার নেই। আমার ব্লাডে এইচ বি এস টা পজেটিভ তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার রাজু ভাই ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্তদান মহৎ একটি কাজ।রক্তের জন্য মানুষ অনেক ধরনের বিপদে পরে।
অনেক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ রাহুল ভাইয়া, ভালোবাসা নিবেন❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্তদান দান শুধু সমাজ কল্যাণ ও সেবামূলক কাজ বলবো না। এটা একটা বড় মহৎ ও পূর্নোর কাজ। খুব ভালো লাগলো। অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সিমারয় দাদা ❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই মহৎ উদ্যোগ। সাধুবাদ এবং অনেক অনেক স্যালুট জানাই আপনার এই মানব সেবায় নিয়োজিত কর্মকে।
ভালোবাসা অবিরাম প্রিয় ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা নিবেন @steem for future ভাইয়া❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
👍👍👍 ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"সদা করি রক্ত দান
হাসবে রোগি বাচবে প্রান"
রক্ত দান এক মহান পেশা রক্ত দানের মধ্যে অনেক আনন্দ রয়েছে,আমি নিজেও একজন রক্ত দাতা।আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আশিক ভাইয়া❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রক্ত দিন জীবন বাঁচান আসলে কথাটা সত্য আপনি রক্ত দিচ্ছেন দেখে ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক,অনেক ধন্যবাদ লিমন ভাইয়া❤️❤️❤️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি মহৎ একটি কাজ করেছেন ভাইয়া। রক্ত দেওয়া অত্যন্ত মহৎ কাজ হয়তো এর মাধ্যমে কোন একজনের জীবন বেঁচে যাবে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ @gorllara আপু❤️
ভালোবাসা নিবেন 💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit