হেলো "আমার বাংলা ব্লগ " এর ভাই বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আপনাদের মাঝে আমি বাংলাদেশের একটি ভালো ব্রান্ড সপ্ন লাইফের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গেলাম, আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে।আজ ১২ অক্টোবর, বিকাল বেলা বন্ধুরা বললো আজকে নাকি নড়াইলের রুপগঞ্জে সপ্ন লাইফ ব্রান্ড এর উদ্বোধন হবে, আমি বললাম চল ঘুরে আসি আর কিছু কেনাকাটা করে আসি। তারপর সন্ধ্যা লাগার সাথে সাথে গেলাম সপ্ন লাইফের শোরুমে, অনেক লোক সেখানে উপস্থিত ডিসি, এসপি, আরো অনেক মান্যগন্য ব্যক্তি।ডিসি স্যার কেক কেটে উদ্বোধন করলো, তারপর ভিতরে লোকজন যাওয়া আসা শুরু করলো।
সেদিন অনেক ছাড় ছিলো ৫০% ডিসকাঊন্ট, আমি অনেক কিছু কিনলাম।একটা চকলেট, ফান্টা, ৫ কেজি চাল বাসার জন্য।ভিতরের পরিবেশ খুবই সুন্দর অনেক সাজসজ্জা এসির বাতাস সব মিলিয়ে খুবই সুন্দর একটি শপ।
লোকেশন | W3w
- সপ্ন লাইফ সুপার শপের প্রধান ফটক।
লোকেশন | W3w
- আমি ট্রলি নিয়ে চাল কিনলাম 😅
লোকেশন | W3w
- কি যেনো দেখছিলাম বন্ধু ছবি তুলেছিল।
লোকেশন | W3w - চাল, ডাল সব কিছু পাওয়া যায়।
লোকেশন | W3w
- একটা ফান্টা জুস কিনলাম।
লোকেশন | W3w
- একটা ডেইরি মিল্ক কিনলাম,খুবই সুন্দর টেস্ট। যদিও চকলেট মেয়েরা পছন্দ করে লোভ সামলাতে না পেরে খেলাম,হাহাহাহাহা।
লোকেশন | W3w
- অনেক ধরনের সফট ড্রিংক।
লোকেশন | W3w
- হরেক রকমের তেল।
এই ছিলো আজকের সপ্ন লাইফ সুপার শপের উদ্বোধনি অনুষ্ঠানে কিছু কেনাকাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টা করে জানান,আশা করি সবার ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।
ছোটকালের বাজার করার কথা মনে পড়ল। তখন ছিল তাল পাতার শপিং ব্যাগ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম @mrnazrul
অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ভালোবাসা নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন আমার খুবই পছন্দের একটি সুপার শপ।কারণ এই সুপার শপের বিশেষত্ব এবং সুবিধা হচ্ছে একদম ঠান্ডা একটা পরিবেশে অনেক কিছু একসাথে হাতের কাছে পাওয়া যায়। ভালো লাগলো আপনাদের ওখানেও উদ্বোধন হয়েছে বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম আপু সব কিছু পাওয়া যায় সপ্ন সুপার শপে...
আর অনেক অনেক ধন্যবাদ আপু ভালোবাসা নিবেন 💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit