হেলো আসসালামআলাইকুম"" আমার বাংলা ব্লগ""☘️☘️🌾🌽🥬 কমিউনিটির বন্ধুরা কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি কুয়াকাটা ভ্রমণের স্মৃতি শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে। তাইলে চলুন শুরু করা যাক .
তারিখ -১১/১০/২০২১
করোনার কারণে তেমন একটা ঘুরাফেরা হইনি, করোনা একটু কমে গেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব খুলে দিছে সেপ্টেম্বর মাসে। আমাদের ইউনিভার্সিটি ও খুলে দিছে সেপ্টেম্বর মাসে। বন্ধুরা মিলে অনেক প্লান করছিলাম, আমাদের ইউনিভার্সিটি খুলে দিলে আমরা একটা ট্যুর দিবো, বান্দরবান,নাইলে খাগড়াছড়ি যাবো। কিন্তু অনেকের একটু ফিনান্সশিয়াল কারণে ওতো দূরে যাওয়া হইনি , আমরা লো বাজেট একটা ট্যুর দিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। কুয়াকাটা সমুদ্র কে সাগর কন্যা বলা হয়। একমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকতের সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়।ডেট ফিক্সড হলো অক্টোবর এর ১১ তারিখ, আমরা অক্টোবর ১১ তারিখে প্রস্তুতি নিলাম। আমরা ৫ জন বন্ধুরা গেলাম অনেকদিনের ধরে প্লান করছি, আসছে কাঙ্ক্ষিত দিন। খুব ভালো লাগতেছে বন্ধুরা মিলে অনেক মজা মাস্তি করবো আড্ডা দেবো গল্প করব করোনার মুহূর্তেগুলা কেমন কেটেছে সবার তার গল্প শুনবো। আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে একটা অটো ভাড়া করে নিয়ে পটুয়াখালীর পাগলার মোড়ে গেলাম। তারপর সেখান থেকে এভেলেবেল বাস পাওয়া যায় কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা পাঁচ বন্ধু একটা বাসে উঠলাম তাও আবার ছাদে, আহ প্রকৃতি দেখতে চাচ্ছি মাথার চুলগুলো বাতাসে উড়ে এদিক-সেদিক যাচ্ছে। এই ফিল বোজানো অসম্ভব। আমরা সন্ধ্যায় পৌছালাম কুয়াকাটায়, তারপর একটা হোটেলে যেয়ে বুকিং দিলাম, হোটেলের নাম সমুদ্র বিলাস মাত্র ৫০০ টাকা দিয়ে একটা রুম ভাড়া করলাম। আসলে আমরা যখন গিয়েছিলাম সেই সময় একটা ডাল সিজন, এমনি সময়ে রুমের ভাড়া ১৫০০-২০০০ টাকা নেয়।
আমাদের হোটেল , মাশাল্লাহ খুব সুন্দর হোটেল মোটামুটি ভিতরের পরিবেশ খুব সুন্দর।
তারপর সবাই একটু ফ্রেশ হয়ে বাইরে গেলাম সবাই রাতের খাওয়া-দাওয়া করতে, তারপর আমরা সমুদ্র তীর ধরে হাটাহাটি করলাম অনেগল্প করলাম কত সুন্দর বাতাস সমুদ্রের ঢেউ উঠে এসে পায়ে এসে লাগছে। রাত ১০ টার দিকে আমরা অনেক রকমের সামুদ্রিক মাছ খেলাম টুনা মাছ, কাকড়া, অক্টোপাস, চিংড়ি ফ্রাই। আহ কুয়াকাটায় আমি আগেও ১০/১১ বার এসেছি, এই মাছ না খেলেই ভালোই লাগে না। এ এক অন্যরকম টেস্ট।আমাদের সবার বিল হলো প্রায় ১৫০০ টাকা, অনেক রকমের মাছ খেয়েছি তো৷ সেখানে বসে অনেক সময় গল্প করলাম এবং বিচের পাশে বসার জাইগা আছে সেখানে রাত ১২/১ টা পর্যন্ত বসে থাকলাম পরে হোটেলে যেয়ে সবাই একটু ঘুম দিলাম।
অক্টোপাস ফ্রাই আহ কি যে টেস্ট
হরেক রকমের মাছ, সন্ধ্যা থেকেই এই মাছের বাজার বসে যেটা পছন্দ সেটা দামদর ঠিক করে নিলে ফ্রাই বা বারবিকিউ করে দেয়।
অক্টোপাস
টুনা মাছ
আমাদের বারবিকিউ এবং হরের রকমের সামুদ্রিক মাছের ফ্রাই💓💓💓💓💓💓
চিংড়ি ফ্রাই💓💓💓
আমরা সবাই ঘুম থেকে ঊঠতে উঠতে প্রায় ৮ টা বেজে গেলো, তারপর সবাই মিলে সকালের খাওয়া করলাম পরাটা এবং ডিম ভাজি৷ সকাল বেলা সমুদ্র দেখতে গেলাম আসলে সমুদ্র এর কোনো সীমানা নাই এ যেনো আল্লাহর এক বিরাট সৃষ্টি, পাহায়-পর্বত, সমুদ্রের কাছে গেলে বোঝা যাই, আল্লাহর কি সৃষ্টি।
আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে সেল্ফি নিচ্ছি।
আমার বন্ধু পোজ দিচ্ছে।
আমার বন্ধু পোজ দিচ্ছে।
পুরা নীল আকাশের নিচে আমি।
আমরা তিন বন্ধু
শাওন এবং ডেনি সমুদ্র দেখে অনেক খুশি।
আজকের সমুদ্রের আকাশটা নীল, অসাধারণ লাগছে দেখতে, অনেক ছবি তুললাম স্মৃতি রাখার জন্য । ওরে বাবা তখন অনেক রোদ ছিলো আমরা ক্লান্তি দূর করার জন্য ডাব কিনে খেলাম। এখানে মোটামুটি ডাবের দাম কম ৫০ টাকা করে।
আমরা সবাই ছবি তুলে, অনেক ক্লান্ত আমরা কেউ সমুদ্র নামি নাই কারণ সমুদ্রের পানি অনেক খারাপ এই টাইমে, আর প্রচুর লোনা। অনেক বার গিয়েছি কুয়াকাটায় তাই আর এইবার নামতে ইচ্ছা করেনি। আমরা সবাই দুপুর বেলা ভাত +খাসির মাংস দিয়ে ভাত খেয়ে রুমে গেলাম৷ একটু ঘুম দিয়ে বিকাল হলে হোটেল ছেড়ে দিলাম। মাত্র ৫০০ টাকায় এই রুম পেয়েছি বিরাট ভাগ্যর বেপার। অন্য টাইমে এই রুমের ভাড়া মিনিমাম ২০০০ টাকা।তারপর বিকাল হলো আমরা ইউনিভার্সিটির উদ্দেশ্য রওনা দিলাম। এইতো শেষ হয়ে গেলো আমার কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানান।
এরপর অন্য কোনো জেলায় ভ্রমণ কাহিনি নিয়ে হাজির হবো আপনাদের সামনে, দেশ ভ্রমণ করুন অনেক কিছু শিখুন। 💓
আমার পরিচয়
আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।
অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ইতি
শফিকুল ইসলাম শুভ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় নিয়ে আসবেন ভাই মন ভালো হয়ে যাবে।
💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অক্টোপাস খেয়েছেন এই বিষয় টা আমার কাছে কেমন জানি লেগেছে ভাই। তবে ১৫০০ টাকার মাছ খেয়েছেন এটা খুব বেশি একটা বিল হয় নি সত্যি। কারন বেশ কয়েকটা আইটেম খেয়েছেন। সব মিলিয়ে টুর টা অসাধারণ দিয়েছেন বলতেই হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই সামুদ্রিক মাছ খাওয়া তো জায়েজ আছে।
অনেক অনেক ধন্যবাদ রাজু বস💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুন সময় পার করেছেন এতে কোন ভুল নেই। তবে আপনি যে সব খাবারের ফটো আমাদের সাথে শেয়ার করেছেন সেগুলো আমার কাছে একদমি নতুন লেগেছে। আসলে এই ধরনের খাবার এখনো খাওয়া হয়নি তবে যদি কখনো কুয়াকাটা যায় তাহলে অবশ্যই টেস্ট করে দেখব। আপনার কাটানো সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখেই মনে হচ্ছে অনেক আনন্দ করেছেন। আসলে বিনোদন আমাদের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
টুনা মাছ, অক্টোপাস 🐙 অরণ্য এলাকাসহ বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে আপনি আপনার দিনটি পার করেছেন।
অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। এবং প্রাকৃতিক সৌন্দর্যকে ছিল চোখে পড়ার মতো।
ভিজিট করে খুবই ভালো লেগেছে আমার কাছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধুদের সঙ্গে কুয়াকাটায় গিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। খুব সুন্দর ছবি তুলেছেন। ওখানকার খাবারের ছবিগুলো খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ প্রিয় নাহিদ ভাই💓💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি সুন্দরভাবে আপনার ঘুরাঘুরির বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন। খাওয়া-দাওয়ার বিষয় খুব ভালোভাবেই তুলে ধরেছেন। আমি কিছুদিন আগে করে গেছিলাম কুয়াকাটা। আমি শুধু টুনা মাছ আর চিংড়ি খেয়েছিলাম। মনে হয় দাম একটু বেশি ধরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুনা মাছটা অনেক মজার, ধন্যবাদ সুন্দর মতামত দেয়ার জন্য ভাই💓💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা জায়গাটার নাম অনেকবার শুনেছি। বাংলাদেশের সাগর কন্যা বলা হয়। শুনেছি খুব সুন্দর এবং উপভোগ করার মত একটা জায়গা। আপনার পোস্ট দেখে কিছুটা আইডিয়া পেলাম। এমন জায়গায় বন্ধুদের সাথে গেলে আনন্দের মাত্রা টা আরো বেড়ে যায়। সবাই মিলে হরেক রকমের মাছ খেয়েছেন, দারুন ছিল মুহূর্ত টা। সব কিছু মিলিয়ে বেশ ভালো উপস্থাপন। ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি সময় পেলে অবশ্য আসবেন , অনেক অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য 💓💓💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা যাওয়ার একটা ইচ্ছা আছে।আপনার পোস্ট টি দেখে অনেক টাই ধারণা পেলাম।আর অক্টোপাস টি দেখে কেমন যেন মনে হচ্ছে।আসলে অক্টোপাস ও খাওয়া যায় এটি আমি জানতাম না।। আর বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত সব সময় সুন্দর হয়। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হুম ভাইয়া অক্টোপাস খাওয়া যায়, বিভিন্ন রেস্টুরেন্টে অক্টোপাস পাওয়া যায়৷।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সমুদ্র দেখতে যাওয়ার মজাই আলাদা কিন্তু যদি সেটা হয় বন্ধুদের সাথে যাওয়া তাহলে তো মজাটা আরো বেশি হয়। আপনি মনে হয় অনেক মজা করেছেন আপনার বন্ধুদের সাথে আপনার লেখা পড়েই বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে এরকম একটি সময় আমাদের সাথে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।💓💓💓💓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন অনুভুতি শেয়ার করেছেন দেখে ভালো লাগছে কারন যেতে না পেরেও আপনাদের অনুভূতির ভাগিদার হতে পেরেই ভালো লাগছে। অনেক অনেক শুভ কামনা রইলো ভাইয়া আপনাদের সকলের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ধেয়ার না শেয়ার হবে বানানে মিসটেক হয়েছে ভাই😀
কোনো বেপার না ভাই ঠিক করে নেন।শুভকামনা ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাইয়া,ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ, ভাইয়া ভুল থেকেই শেখা যাই অনেক কিছু।
ভুল হলে মাফ করবেন ভাই।ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত বলি এটা অসম্ভব সুন্দর একটি ভ্রমন ছিল। আর্থিক বাজেট কম হতে পারে কিন্তু মনের বাজেট সীমাহীন। মন ভরে উপভোগ করেছেন দেখলাম এটাই সবথেকে বড় বিষয় ♥️
আমারও খুব ইচ্ছে একবার হলেও যাবো এই সমুদ্র কন্যা ভ্রমনে। দোয়া করবেন যেন আশাটি কবুল হয়। সবকিছুই যথেষ্ট প্রানবন্ত ছিল।
ভবিষ্যতের ভ্রমনের জন্য শুভকামনা রইল 💌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ দোয়া করি আপনার মনের আশা পুরণ হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit