নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন, কেন কথাটি বললাম তা আর ব্যাখ্যা দিতে চাই না। আসলে হাজার ব্যাখ্যা দিলেও, কোন লাভ হবে না। কেননা মানুষ যখন নিজেদের মনুষত্ববোধ হারিয়ে ফেলে, তখন অনেক রকম অমানবিক কাজ করে ফেলে। যার শিকার হতে হয় সাধারণ মানুষ জনকে।
পৃথিবীর ভূখণ্ডগুলো আসলে এলিয়েন ধ্বংস করে না, এগুলো ধ্বংসের জন্য মানুষই যথেষ্ট। হোক সেটা সামাজিক ক্ষেত্রে নতুবা পারিপার্শ্বিক অবস্থাতে কিংবা প্রতিনিয়ত সুস্থ স্বাভাবিক অবস্থাকে ব্যাহত করে অস্থিরতা পূর্ণ পরিবেশ তৈরি করতে মানুষই যথেষ্ট।
সমসাময়িক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যে একদম নতুন এখানকার পরিবেশে তা কিন্তু না বরং এরকম ঘটনা কমবেশি প্রতিদিন কোন না কোন জায়গায় ঘটেই যাচ্ছে। হয়তো কিছু মিডিয়াতে আসছে আবার কিছু প্রকাশ হচ্ছে না। এসবের পিছনে কারা ওতপ্রোতভাবে জড়িত, তা হয়তো চোখে কাউকেই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না, এসব এখন শিশু বাচ্চারাও বোঝে।
সাধারণ মানুষ কে আগে থেকেই পণ্য বানানো হয়েছে, সেই পণ্য যখন ভালো না লাগে তখন তাকে ইচ্ছামতোই জ্বালিয়ে দেওয়া যায়, কিছু স্বার্থন্বেষী ও কুচক্রী মহলের কাছে সাধারণ মানুষের জীবনটা এখন এমনই হয়ে গেছে। এখানে আপনি বেঁচে থাকলেই কি কিংবা পুড়ে মরলেই কি, কারোই কোন মাথা ব্যথা নেই, সবাই ব্যস্ত নিজের স্বার্থ হাসিল করার জন্য।
এই যে গত রাতে ঘটনাটা যে ঘটলো, এরকম ঘটনা কয়েকদিন আগেও ঘটেছে বা বিগত সময় থেকেও এমন ঘটনার সঙ্গে মানুষজন বেশ পরিচিত, তা হলে কি এসবের প্রতিকার নেই কোন? আসলে ব্যাপারটা অনেক জটিলতা সম্পন্ন, যদি স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে এক কথাতেই বলবো, সাধারণ মানুষের জীবনের এখানে কোনই মূল্য নেই, একদমই নেই। শুনতে খারাপ লাগলে, এটাই সত্য।
রাজা আর রাজার জনবল আছে তার রাজত্বকে কিভাবে নিজের অধীনে সর্বদা রাখা যায় সেই চিন্তা নিয়ে, তাদের চিন্তায় কখনোই সাধারণ মানুষ ছিল না কিংবা থাকবেও না। বরং সাধারণ মানুষকে ব্যবহারযোগ্য টিস্যু বানিয়ে কিভাবে, নিজের সিংহাসন পরিপক্ক আরও করা যাবে, সেটা নিয়ে ভাবনাচিন্তাই তাদের মুখ্য কাজ।
মনের অবস্থা আমার খুব একটা ভালো নেই, এ কথাটা শুধুমাত্র নিতান্তই যে আমার, তেমনটা না। বরং সকল সাধারণ মানুষের। তাই সর্বসাধারণ, আমার শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের বলছি, সমসাময়িক সময়ে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন।
কারণ আপনার উপরই আপনার পরিবার নির্ভর করে আছে। আপনি ভালো ও নিরাপদে থাকলেই, আপনার পরিবার দুশ্চিন্তা মুক্ত থাকবে।
ভালো থাকুক আপামর সাধারণ মানুষ, তারা থাকুক নিরাপত্তার নিবিড় চাদরে মুড়ে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/sharifShuvo11/status/1743564090621186233?t=GaRn9nrHb8qIBgjFayXVyg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করুন এ কথাটি সত্যি একেবারে সত্য। আজ আমার অনেকে আছি নিজেকে নিয়েই নিশ্চিত নয়। আমরা এমন আছি যে নিরাপত্তা জিনিসটা বুঝিনা। অবশ্যই আমাদের নিরাপত্তা নিজেই খুঁজে নিতে হবে বের করে নিতে হবে নিরাপত্তা থাকার উপায় ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুভ দা সত্যি আপনি যে কথা গুলো বলছেন তা ছিল যথার্থই বটে ৷ বর্তমান পরিস্থিতি এমন যে আর যাই কিছু হোক নিজের নিরাপত্তা নেয়াই সবচেয়ে বুদ্ধি মানের কাজ ৷
আসলে এটা ঠিক বলিছেন মনুষত্ববোধ হারিয়ে ফেলে মানুষ অমানবিক কাজ করতে দ্বিধাবোধ করে না ৷ যেগুলো প্রতিনিয়ত নিজ চোখে দেখছি৷
সবমিলে কথা গুলো দারুন বলেছেন ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা শতভাগ ঠিক বলেছেন ভাই। কেন ঘটলো এই অগ্নিকান্ড। ট্রেনের এটেনডেন্ট তখন কী করছিল। সিসিটিভি ফুটেজ কোথায়। কেউ কিন্তু এই প্রশ্ন করবে না করলেই যে আসল সমস্যাটা বের হয়ে আসবে। দিনশেষে মরতে হয় আমাদের মতো সাধারণ মানুষদের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন একটা দেশে আমরা বসবাস করি,যেদেশে সাধারণ মানুষের বিন্দুমাত্র দাম নেই। মাঝে মাঝে গভীরভাবে ভাবলে ঘৃণা চলে আসে। আমরা যে এই দেশের নাগরিক, তারা সেটা মনে করে একমাত্র ট্যাক্স নেওয়ার সময়। তাছাড়া আমাদেরকে তারা মানুষ বলে গণ্য করে না। রাস্তা ঘাটে চলাফেরা করার সময়ও অবাক হয়ে যাই,ভিআইপিরা রাস্তা দিয়ে যাবে বলে,ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসে থাকতে হয়। আমাদের জীবনেরই তো কোনো দাম নেই তাদের কাছে, সময়ের দাম দিবে কিভাবে। আসলেই এই দেশের প্রেক্ষাপটে নিজের নিরাপত্তা নিজেরই নিশ্চিত করতে হবে। যাইহোক এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক ভাইয়া, পৃথিবী নামক গ্রহটা এলিয়েন ধ্বংস করেনা বরং মানুষই ধ্বংস করছে প্রতিনিয়ত। প্রতিনিয়তই অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। এমন একটা দেশে বাস করে যেখানে আপামরজনসাধারণদের কোনো মত নেই, ক্ষমতা নেই! আমার মনে হয় নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করাটাই উচিত! রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাওয়াও বোকামি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমান সময়ে সমসাময়িক যে ঘটনাটা ঘটছে এই ঘটনার দেখে সত্যিই নিজের কাছে এতটা বেশি খারাপ লেগেছে যে, আমি মনে করি যে রাজা তার রাজত্ব হারানোর ভয়ে জনসাধারণকে তাসের গুটি বানিয়েছে। মানুষ কতটা প্রশস্ত মস্তিষ্কের হলে এরকম একটা কাজ করতে পারে। এর আগেও এরকম ঘটনার সম্মুখীন হয়েছে এদেশের মানুষ আর কতটা প্রাণ গেলে মানুষ সতর্ক হবে, নিজের নিরাপত্তা নিশ্চিত বলতে মানুষকে তো কাজকর্ম করতে হবে আর কাজকর্ম করার জন্য অবশ্যই বাহিরে বের হতে হবে, আর বাহিরে বের হওয়ার পরে আবার ফিরে আসবে কিনা সেটার কোন গ্যারান্টি নেই। এরপরও আমাদের সতর্ক থাকা উচিত নিজের নিরাপত্তা নিজেরই নিশ্চিত করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit