কি ভাবলাম আর কি হলো || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

20220326_193616-01.jpeg
দেখুন আপনি পৃথিবীতে বাস করছেন , এখানে আপনার চিন্তাধারা আপনার মত করে সব সময় হবে না এবং সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, এমনটাই স্বাভাবিক । এখানে কিছু মানুষের জন্য , হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করতে রাজি আছে । তবে তারা মুখ ফুটে, সাহস করে দুটো কথা বলতে রাজি না । কারণ তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এইসব নিয়ম-নীতির কাছে। মানে অনেকটা তাদেরকে বাধ্য করা হয়েছে ।

20220326_193833-01.jpeg

আমি স্বাধীনচেতা মানুষ, বরাবরই এইরকমই । আমি আমার মত করে ভাবতে পছন্দ করি । কে কী ভাবছে ,কে কি বলছে , কে কি দেখছে । এসব নিয়ে মাথাব্যথা আমার ছোট্ট মাথায় নেই । আমার কাছে যেটা ভালো লাগে না, সেটাকে আমি কোনভাবেই ভালো লাগার তালিকাবদ্ধ করতে পারি না । মানে একদম না । আর যেটা ভালো লাগে, সেটা কে তো মাথায় করে তুলে রাখতে রাজি আছি । তবে ভালো লাগার বিষয় বস্তু ও সংখ্যা খুবই নগণ্য । মানে হাতে গোনা ।

20220326_202728-01.jpeg

২৬ শে মার্চ এককথায় সরকারি ছুটির দিন । নতুন করে আর এই দিন সম্পর্কে বলার ইচ্ছা জাগছে না । মোটামুটি এই দিনের সারমর্ম ,তাৎপর্য ও সারাংশ সবই কমবেশি আপনাদের জানা । তাই আর ইচ্ছা করেই সেই কথার দিকে এগিয়ে গেলাম না । সারাদিন বাসাতেই ছিলাম। ভাবলাম সন্ধ্যার দিকে কুঠিবাড়ি এলাকাতে গিয়ে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আসি ।

20220326_194236-01.jpeg

যেমন চিন্তা তেমন ভাবনা । অবশেষে পরিবার নিয়ে সেই গন্তব্যে পৌঁছে গেলাম কিন্তু গিয়ে যে এই অবস্থার শিকার হতে হবে, সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না । যাইহোক এমনিতেই গরম পরেছে, সন্ধ্যার পরে আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা হয়েছে । হালকা ফিরফির বাতাসে পরিবার নিয়ে গিয়েছি সেখানে । মূলত মুক্তমঞ্চে অনুষ্ঠান দেখার জন্য । বেশ ভালই সাজিয়েছে এলাকাটা । এই এলাকায় মূলত প্রজাতন্ত্রের চাকর-বাকর গুলো থাকে ।

20220326_195854-01.jpeg

কত আলোকসজ্জা, কত লোকের বসার ব্যবস্থা । যাইহোক একটা জাঁকজমক পূর্ণ অবস্থা । জায়গাটা দেখে বেশ ভালই লাগলো । অবশেষে ভিড় এড়িয়ে একটা জায়গায় বসার মত সুযোগ হলো আমাদের । ঘড়ির দিকে বারবার দেখছি তখনো সাড়ে সাতটার মতো বাজে। মানে আধাঘন্টা হলো এখানে এসেছি , এমনিতেই গরমকাল তার মধ্যে অনেক লোকের সমাগম । অনেকটা বিরক্তিকর লাগছে নিজের কাছে । তাও যদি অনুষ্ঠানটা শুরু হতো , তাও একটু হয়তো অনুষ্ঠান দেখে এই বিরক্তিকর মনোভাবটা কে কিছুটা শান্তি দেওয়া যেত ।

20220326_202721-01.jpeg

অথচ গত দুইদিন থেকে বলা হয়েছে ২৬ শে মার্চের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঠিক সন্ধ্যা বেলায় । যাইহোক এমনিতেই দেরি হয়েছে এই জায়গাই আসতে কিন্তু দেরি করে এসেও দেখি অনুষ্ঠান শুরুর কোন নাম গন্ধ নেই । অথচ পুরো এলাকা ভর্তি লোকজন বসে আছে । কিন্তু প্রধান অতিথি এখনো আসেনি । এদিকে ছোট ছোট বাচ্চা-কাচ্চারা সেজেগুজে বসে আছে। কখন তারা নাচ-গান করবে । যাইহোক প্রধান অতিথির কি হয়েছে তা আমার জানা নেই । তবে ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলেছে আমাকে ।

20220326_203523-01.jpeg

কিরে ভাই, আজব তো তোদের আচরণ ।জনগণের টাকায় তোদের মাইনে হয়। জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে এত আলোকসজ্জার ব্যবস্থা করেছিস অথচ অদ্ভুত ব্যাপার-স্যাপার সৃষ্টি করে জনগণের এতোগুলো সময় নষ্ট করা হচ্ছে এই বিষয়ে কারো কোন ভ্রুক্ষেপ নেই । এই যে হ্যালো , জনাব প্রজাতন্ত্রের চাকর-বাকর । আপনাদের কি সময় জ্ঞান নেই ।

20220326_201847-01.jpeg

আচ্ছা মানলাম প্রজাতন্ত্রের চাকর-বাকর, তাদের নিয়ম-নীতিতে অটল । তাদের উর্ধ্বতন কর্মকর্তা না আসলে অনুষ্ঠান শুরু করতে পারবে না । কিন্তু স্টেজের সামনে বসা এত হাজার হাজার মানুষ, যাদের জন্য এই অনুষ্ঠান । তারাই বা কোনো কথা বলছে না কেন । আসলে বাঙালির জাতিগত ভাবে কিছু মুদ্রাদোষ আছে । এদের আসলে জন্ম থেকেই মেরুদন্ডের একটু সমস্যা । কোথায় উঠে কথা বলতে হবে আর কোথায় চুপ করে থাকতে হবে । এটা তাদের জাতিগতভাবেই জানা নেই ।

20220326_202712-01.jpeg

আমি মুক্তমনা মানুষ । এই সমাজে বড্ড বেমানান । এত ভিত্তিহীন নিয়ম-নীতি মানার প্রবণতা আমার ভিতরে নাই । আমার কাছে ব্যাপারটা বেশ যুক্তিহীন মনে হয়েছে। যে জনগণের জন্যই এত কিছু, তাদেরকে বসিয়ে রেখে মুলা ঝুলিয়ে দেখানোর কোনো মানেই হয় না । আমার জায়গা থেকে মনে হয়েছে, আমার অনেকটা সময় এখানে নষ্ট হয়েছে । আমি মূলত এই অনুষ্ঠান দেখার জন্য পরিপক্ক নই । তাই আমি বাধ্য হয়ে বাসায় ফিরে গেলাম ।

20220326_205831-01.jpeg

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে ভাইয়া প্রথমে আপনার পোস্ট পড়ে ভালই লাগতে ছিলো। যে মহান বিজয় দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে যে এভাবে অবহেলা করা হবে আমি কখনো ভাবিনি। আসলে মানুষের সময় জ্ঞান বলতে কিছু নেই। তারা হাজার হাজার মানুষকে সামনে রেখে বসিয়ে রেখেছে। কিন্তু নিজেরা সেই সময়টায় কোন মূল্য দিচ্ছে না। আসলে বাঙ্গালী জাতি মেরুদণ্ডহীন তারা এই সময়ের প্রতিবাদ করছে না। আসলে কি আর বলব। খুবই খারাপ লাগলো।শেষ পর্যন্ত আপনাকে অনুষ্ঠান না দেখে চলে আসতে হল।

এমনটাই তো হচ্ছে আজকাল প্রতিনিয়ত, প্রতিটি জায়গাতেই।

জি ভাইয়া ঠিক বলেছেন নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলা অনেক ভালো। অন্যের চিন্তাভাবনাকে প্রাধান্য না দিয়ে। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থা করেছে এলাকাবাসী। পরিবেশটা অনেক ভালো লাগে। আর আপনাকে আর হিরা মনি আপুকে অনেক সুন্দর দেখাচ্ছিলো। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সাবলীল মতামত প্রকাশের জন্য।

এই এলাকায় মূলত প্রজাতন্ত্রের চাকর-বাকর গুলো থাকে ।

ভাই আপনার এই লাইনটা পড়ে না হেসে পারলাম না। সত্যি বলতে কি সংবিধানে যাদেরকে বলা আছে প্রজাতন্ত্রের কর্মচারী তারা কিন্তু কখনই তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী ভাবে না। তারা নিজেদেরকে রাজা-বাদশা বা এর চাইতেও বড় কিছু ভাবতেই বেশি অভ্যস্ত। আর আমরাও তাদেরকে সেই আসনে বসিয়ে দিয়েছি। সেজন্যই আজ এ অবস্থা। সামান্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সময়মতো সম্পন্ন করাটাও তাদের সাধ্যে কুলায় না। সাধারণ মানুষের সময়ের কোন দামই নেই তাদের কাছে।

রাজা বাদশার দেশে আমরা তো ভাই ফকির মিসকিন ।আমাদের সময় বোঝার, সময় তো কারো নেই । কি একটা অবস্থা ।

আমি মুক্তমনা মানুষ । এই সমাজে বড্ড বেমানান । এত ভিত্তিহীন নিয়ম-নীতি মানার প্রবণতা আমার ভিতরে নাই ।

প্রথমেই বলতে চাই শাড়ি পড়ে হিরা মনি আপুকে দারুন লাগছে। ভাইয়া আপনি একজন মুক্তমনা মানুষ এবং খোলা মনে কথা বলতে পছন্দ করেন এটা আমরা সকলেই জানি। আসলে আপনি সব সময় ঠিক কথাই বলেন। প্রধান অতিথিদের জন্য যদি এত আয়োজন হয় তাহলে সাধারন জনগন গুলো কি দোষ করল। তারাও তো কষ্ট করে অধীর আগ্রহে বসে আছে। যাদের কাছে সাধারন জনগনের বা ছোট ছোট ওই বাচ্চা গুলোর কোন মূল্য নাই তাদের আয়োজিত অনুষ্ঠান দেখার চেয়ে না দেখাই উত্তম। আসলে কিছু কিছু বড় মাপের মানুষ রয়েছে যাদের সময় জ্ঞান সম্পর্কে সঠিক ধারণা নেই। আর এসব সময় জ্ঞানহীন মানুষকে প্রধান অতিথি করাতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে যাই হোক আপনি আপনার অভিজ্ঞতা অনেক সুন্দর করে শেয়ার করেছেন ভাইয়া। আপনি আপনার মতামত সুন্দর করে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

এই রকম অভিজ্ঞতা আমার প্রতিনিয়ত সঞ্চারণ হচ্ছে কিন্তু লোকজনের তাও সময় জ্ঞানের ব্যাপারে কোন হুঁশ হচ্ছে না ।

এই যে হ্যালো , জনাব প্রজাতন্ত্রের চাকর-বাকর । আপনাদের কি সময় জ্ঞান নেই ।

ভাইয়া আপনি একদম ঠিক কথাই বলেছেন প্রজাতন্ত্রের চাকর হয়েও তারা জনগণের সমস্যা বোঝেনা। আসলে আপনি সবসময় বাস্তবের কথাগুলোই তুলে ধরেন সেজন্য আপনার লেখা পড়তে আমার ভালো লাগে। আপনি আপনার লেখায় সব সময় সমাজের এই বাস্তব চিত্র উপস্থাপন করেন। যেখানে অনেক মানুষ অপেক্ষা করছে সেখানে প্রধান অতিথি দেরিতে আসা এই ব্যাপারটি মোটেও ভালো দেখায় না। একে তো প্রচন্ড গরম পড়েছে তার উপর অনেক লোক একত্রিত হলে গরম আরো বেড়ে যায়। ভালো করেছেন আপনি বাসায় ফিরে এসেছেন। অনেক সময় পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে। তাই যা ভেবে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তার উল্টোটা হলো। তবে যাইহোক ভাইয়া যেটা হয় সেটা ভালোর জন্যই হয় এবং মঙ্গলের জন্য হয়। ভালো থাকুন এবং সুস্থ্য থাকুন এই কামনা করছি ভাইয়া। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। 💝💝💝💝💝

ঐ যে বললাম কিছু মাথামোটা লোক কে, কিছু কিছু জায়গায় দায়িত্বে রেখেছে । যাদের দায়িত্ব জ্ঞান বলে কোন সচেতনতা নেই । আর যার কারণে প্রতিনিয়ত সাধারণ পাবলিক ঝামেলার শিকার হচ্ছে ।

আসলে একটা মানুষ সবার কাছে গ্রহণযোগ্য নয় । তার মানে যে মানুষটা খারাপ তা না আসলে ভালো মানুষকে খারাপ মানুষ সহ্য করতে পারে না। আসলে আমাদের এরকম চিন্তা করা উচিত সমাজের কথায় কান দিয়ে কোন লাভ নাই। নিজের কথা ও নিজের মনোভাব কে মূল্যায়ন করতে হবে। আসলে দুনিয়াতে খালি পকেটে থাকলে কেউ সাহায্য করতে আসবে না এটাই বাস্তব কিন্তু স্বার্থ থাকলে সকলেই টানে আসবে। আসলে যারা গণতন্ত্রের লোক থাকে তারা মানুষকে মানুষ বলে ভাবে না। তাদের সময়ের মূল্য আছে কিন্তু আমাদের সময়ের মূল্য নাই তাদের কাছে। সত্যিই বেশ দুঃখজনক লাগলো। যে গরম পড়ছে,😰

আমার মনের পারিপার্শ্বিক অবস্থা বোঝার জন্য , আপনাকে ধন্যবাদ । আসলেই ব্যাপারটা বেশ অন্যরকম ছিল ।

আপনার পোস্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে কারণ আপনি বাস্তব ভিত্তিক পোস্ট লেখেন এবং দৈনন্দিন বাস্তবে ঘটে যাওয়া ঘটনা ঘটলো আপনার পোস্টের মাধ্যমে তুলে ধরেন।
ঘটনা শেষাংশ পড়ে খুবই খারাপ লাগলো কারন আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি।আমরা সময় সচেতন ও তার দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে জানি না আরো কত সময় লাগবে সময় সম্পর্কে সচেতন হতে।অনেক অনেক শুভকামনা ও অন্তহীন ভালবাসা সপরিবারের জন্য। ভালো থাকবেন সব সময়♥♥
আসলে ভাই এমন ঘটনা অনেক ঘটে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ৭ টায় শুরু হয় ১০ টায়। প্রজাতন্রের চাকর বাকর হলেও তারাই সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আপনি অনুষ্ঠান না দেখেই চলে আসছেন জেনে খারাপ লাগলো। এক হিসেবে ভালোই করছেন বিরক্তিকর অবস্থায় থাকার চেয়ে না থাকায় ভালো এর মধ্যে আবার শায়ান বাবু সাথে ছিলো।

এমনটাই তো হচ্ছে রে ভাই । সময় জ্ঞান কারোই আসলে নেই। তবু আমরা সাধারণ মানুষ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি , আসলে কবে যে প্রতিবাদী হবে মানুষজন । সেটা মাঝে মাঝে ভেবে পাইনা ।

এটাই হয় আসলে।ক্ষমতা যাদের হাতে তারাই নিয়ম বানিয়ে অনিয়মের খেলায় মেতে উঠে।এটাই আমাদের সমাজের আজকালকার নিয়ম।

ঠিক বলেছেন আপু এমনটাই হচ্ছে প্রতিনিয়ত আর অবহেলার শিকার হচ্ছে সাধারণ মানুষ জন ।

উপর মহলের কর্মকর্তা গন একেক জন নিজেদের কে মহা রাজা ভাবে এটা মনে হয় তাদের রাজ দরবার আর আমরা হলাম গিয়ে প্রজা আমাদের সময় সাপেক্ষের কোনো মুল্য নেই তারা যখন ইচ্ছা আসবে শুরু করবে।আমাদের এই ব্যবস্থা আমারো পছন্দ হয়না মাঝে মধ্যে ইচ্ছা করে এই সমস্থ কিছু পইসন কে বালি চাপা দেয়।

আমি আসলে চেষ্টা করেছি আমার মতামত তুলে ধরার জন্য এবং আমি মনে করি যে, এমনটাই হওয়া উচিত প্রতিনিয়ত ।সময় জ্ঞান সকলের জানা উচিত এবং সাধারণ মানুষকে ঝামেলামুক্ত রাখাই প্রজাতন্ত্রের চাকর-বাকরের মূলনীতি হওয়া উচিত ।

সহমত ভাইয়া

image.png


এই জন্যই বাঙালিরা এত পিছিয়ে রয়েছে।তাদের সময়ের বিষয়ে তেমন একটা ভ্রুক্ষেপ নেই।আর প্রতিবাদ সেটা দূরে থাক।যদিও আমিও কিছুটা এমনই।কি আর বলবো।যাইহোক ভাই,তার থেকে বাসায় ইউটিউব থেকে অনুষ্ঠান দেখে নেয়া ভালো আছে।


image.png

এই অনুষ্ঠান গুলো এমন করেই হয়। তেনারা আবার ভি আই পি। তাদের খুশি মত আসবেন যাবেন। তাদের তেল মেরে চলাই হচ্ছে আমাদের কাজ। আমি তো এমন অনুষ্ঠানের ধারে কাছেই যাই না। বরং প্রকৃতির মাঝে সময় কাটানো অনেক ভাল । একবার ফেরী ঘাটে এক ভি আই পি আসবে বলে তিন ঘন্টা বাস গুলোকে দার করিয়ে রেখেছিল। অথচ সেই ভি আই পি মানিকগঞ্জ ছিল। কি আর করার । জীবন কেটে যাবে এদের যাতা কলে পরে । ভালই লিখেছেন অভিজ্ঞতা। শুভেচ্ছা রইল।

ঐ ঘটনাটি শুনে ছিলাম এবং তার দেরির কারণে একটা বাচ্চা ফেরি ঘাটেই মরে গিয়েছিল অ্যাম্বুল্যান্সের ভিতরে । আসলেই ব্যাপার গুলো খুব কষ্টদায়ক।